Ajker Patrika

মোনাজাতউদ্দিন

সম্পাদকীয়
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১১: ৩০
মোনাজাতউদ্দিন

মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ মোনাজাতউদ্দিন বাংলাদেশের সাংবাদিকতায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে সংযোজন করেছিলেন ভিন্ন মাত্রা। বিভিন্ন মাধ্যমে সংবাদ সংগ্রহের পরিবর্তে গ্রামগঞ্জের পথে পথে ঘুরে খবরের পেছনে থাকা মানুষ তিনি। মোনাজাতউদ্দিন ঘটনার নির্মোহ সত্য তুলে আনতেন প্রতিবেদনের মাধ্যমে। এ জন্য তিনি চারণ সাংবাদিকতার খ্যাতি পেয়েছিলেন জীবদ্দশাতেই। খবরের খোঁজে চষে বেড়িয়েছেন উত্তরবঙ্গের গ্রাম থেকে গ্রামান্তরে। একেবারে শিকড় থেকে তিনি সৃষ্টি করেছেন সংবাদ ভাষ্য, প্রতিবেদন ও ফিচার।

সাংবাদিকতা ছিল তাঁর কাছে সার্বক্ষণিক ধ্যান ও জ্ঞান। গ্রামীণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, চাওয়া-পাওয়া, অভাব-অনটন, শোষণ ও মঙ্গার চিত্র তিনি তুলে এনেছেন অজস্র প্রতিবেদনে। তাঁর করা অজস্র প্রতিবেদন স্বজন, পরিজন আর নিকটাত্মীয়দের বিরুদ্ধে গেছে। কিন্তু তিনি অটল থেকেছেন। দুর্নীতি ও আপসকামিতা তাঁকে স্পর্শ করতে পারেনি।

সংবাদের ঘটনাগুলো নিয়ে লিখেছেন বেশ কিছু বই। এর মধ্যে অন্যতম হলো—সংবাদের নেপথ্য, পথ থেকে পথে, কানসোনার মুখ, নিজস্ব রিপোর্ট, অনুসন্ধানী প্রতিবেদন, পায়রাবন্দের শেকড় সংবাদ, চিলমারীর এক যুগ, কাগজে মানুষেরা প্রভৃতি।

‘দৈনিক আওয়াজ’ পত্রিকার মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়। সেখানে কিছুদিন কাজ করার পর উত্তরবঙ্গের সংবাদদাতা হিসেবে তিনি যোগ দেন ‘দৈনিক আজাদ’ পত্রিকায়। মাঝে কিছুদিন কাজ করেছিলেন ‘দৈনিক পূর্বদেশ’ পত্রিকায়। মুক্তিযুদ্ধ-পরবর্তী রংপুর থেকে মোনাজাতউদ্দিন নিজ সম্পাদনায় বের করেন ‘দৈনিক রংপুর’। চার বছর পত্রিকাটি সম্পাদনার পর তিনি ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় উত্তরবঙ্গের সংবাদদাতা হিসেবে যোগ দেন। তিনি বিরতিহীন ২০ বছর এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।

একপর্যায়ে ১৯৯৫ সালে তিনি জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগ দেন ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায়। এই পত্রিকার সঙ্গে তাঁর পথচলা ছিল মাত্র ৮ মাসের। 

মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ এ মানুষটি ১৯৪৫ সালের ১৮ জানুয়ারি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত