সম্পাদকীয়
লতা মঙ্গেশকর ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন প্রভাব বিস্তারকারী সংগীতশিল্পী। তাঁর আসল নাম ছিল কুমারী লতা দীননাথ মঙ্গেশকর। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইনদোরের এক সংগীত পরিবারে জন্ম হয় লতা মঙ্গেশকরের। তাঁর বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকার ছিলেন একাধারে গায়ক, নাট্যকার ও সুরকার। বাবার থেকেই সংগীতে প্রথম তালিম নেওয়া। মাত্র ১৩ বছর বয়সে একটি সিনেমার জন্য প্রথমবার গান রেকর্ড করলেও, তা পরবর্তী সময়ে সিনেমা থেকে বাদ পড়ে। ১৯৪৫ সালে মুম্বাইয়ে পাড়ি দেন তিনি।
মুম্বাই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি সিনেমা ‘মজবুর’-এ গান করেন। পরবর্তী সময়ে আয়েগা আনেওয়ালা, প্যার কিয়া তো ডরনা কেয়া, আল্লা তেরো নাম, কঁহি দীপ জ্বলে—ছয় ও সাতের দশকে এসব গান জনপ্রিয়তার যে শিখর ছুঁয়েছিল, তা আজও অম্লান।
এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন লতা এবং তাঁর গাওয়া মোট গানের সংখ্যা ১০ হাজারের বেশি। এ ছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষা এবং বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তাঁরই। বাংলা ভাষায় তিনি রেকর্ড করেছিলেন ২০০টি গান, যা আজও শ্রোতামহলে প্রশংসিত হয়। চঞ্চল মন আনমনা হয়, নিঝুম সন্ধ্যায়, কে যেন গো ডেকেছে আমায়, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব ইত্যাদি গান এখনো অনেকের কানে বাজে।
এ ছাড়া যেভাবে হিন্দি গানের ক্ষেত্রে তিনি নিজের সুরের জাদু প্রতিষ্ঠিত করে গেছেন, তা বহুকাল ধরে অনেকের হৃদয়ে ছুঁয়ে থাকবে। ১৯৭৪ সালে সবচেয়ে বেশিসংখ্যক গান রেকর্ড করার জন্য গিনেস বুক অব রেকর্ডে তাঁর নাম ওঠে। ১৯৮৭ সালে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্মানিক নাগরিকত্ব প্রদান করা হয়। ১৯৯০ সালে পুনে বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। আর এক বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে হলেন লতা মঙ্গেশকরের ছোট বোন।
২০২২ সালের ৬ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
লতা মঙ্গেশকর ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন প্রভাব বিস্তারকারী সংগীতশিল্পী। তাঁর আসল নাম ছিল কুমারী লতা দীননাথ মঙ্গেশকর। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইনদোরের এক সংগীত পরিবারে জন্ম হয় লতা মঙ্গেশকরের। তাঁর বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকার ছিলেন একাধারে গায়ক, নাট্যকার ও সুরকার। বাবার থেকেই সংগীতে প্রথম তালিম নেওয়া। মাত্র ১৩ বছর বয়সে একটি সিনেমার জন্য প্রথমবার গান রেকর্ড করলেও, তা পরবর্তী সময়ে সিনেমা থেকে বাদ পড়ে। ১৯৪৫ সালে মুম্বাইয়ে পাড়ি দেন তিনি।
মুম্বাই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি সিনেমা ‘মজবুর’-এ গান করেন। পরবর্তী সময়ে আয়েগা আনেওয়ালা, প্যার কিয়া তো ডরনা কেয়া, আল্লা তেরো নাম, কঁহি দীপ জ্বলে—ছয় ও সাতের দশকে এসব গান জনপ্রিয়তার যে শিখর ছুঁয়েছিল, তা আজও অম্লান।
এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন লতা এবং তাঁর গাওয়া মোট গানের সংখ্যা ১০ হাজারের বেশি। এ ছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষা এবং বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তাঁরই। বাংলা ভাষায় তিনি রেকর্ড করেছিলেন ২০০টি গান, যা আজও শ্রোতামহলে প্রশংসিত হয়। চঞ্চল মন আনমনা হয়, নিঝুম সন্ধ্যায়, কে যেন গো ডেকেছে আমায়, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব ইত্যাদি গান এখনো অনেকের কানে বাজে।
এ ছাড়া যেভাবে হিন্দি গানের ক্ষেত্রে তিনি নিজের সুরের জাদু প্রতিষ্ঠিত করে গেছেন, তা বহুকাল ধরে অনেকের হৃদয়ে ছুঁয়ে থাকবে। ১৯৭৪ সালে সবচেয়ে বেশিসংখ্যক গান রেকর্ড করার জন্য গিনেস বুক অব রেকর্ডে তাঁর নাম ওঠে। ১৯৮৭ সালে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্মানিক নাগরিকত্ব প্রদান করা হয়। ১৯৯০ সালে পুনে বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। আর এক বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে হলেন লতা মঙ্গেশকরের ছোট বোন।
২০২২ সালের ৬ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
আর এক বছর পর ৪০-এর কোঠায় পৌঁছাবে বয়স। হঠাৎ পদোন্নতি হলো পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা ক্যারেন উডসের। এখন থেকে ই-মেইল লিখতে হবে তাঁকে। কিন্তু তিনি তো নিরক্ষর। কীভাবে পড়তে-লিখতে হয় জানেন না। প্রথমে বেশ লজ্জায় পড়ে যান। সবাই জেনে ফেললে কী ভাববে! তবে, সেই লজ্জা-ভয় তাঁকে আটকে রাখেনি। বরং নতুন পথ...
১ দিন আগেতখন দিল্লির সুলতান ফিরোজ শাহ আর বাংলার সুবেদার ফখরুদ্দিন মোবারক শাহ। সেই সময় হজরত শাহজালাল (রহ.) ও অন্যান্য আউলিয়ার সঙ্গে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১৩৫১ সালে এ দেশে আসেন হজরত রাস্তি শাহ (র.)। তিনি ছিলেন বড়পীর আবদুল কাদের জিলানির আত্মীয়। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ধর্ম প্রচার করতে এসে রাস্তি...
৬ দিন আগেগাইবান্ধা জেলার মীরের বাগান একসময় ছিল বন-জঙ্গলে ভরা। ১৯০০ সালে সৈয়দ ওয়াজেদ আলী নামের এক দরবেশ এদিকটায় এসে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে খুঁজে পান একটি মসজিদ ও তিন আউলিয়ার মাজার। মসজিদটির দেয়ালে খোদাই করা লিপি থেকে জানা যায়, এটি হাজার বছর আগে ১০১১ সালে নির্মিত।
৭ দিন আগেআমি মনে করি, পৃথিবীতে ‘সব প্রতিষ্ঠানের বড় প্রতিষ্ঠান হচ্ছে লিঙ্গায়ন’। এটা নীরবেই অনেক আগেই বিশ্বায়িত...। অনেক আগে হাজার হাজার বছর আগে...বিশ্ব নিয়ে লোকে তখনো ভাবতেই শেখেনি। লিঙ্গ থেকে যা আলাদা হচ্ছে একমাত্র অভিজ্ঞতালব্ধ পার্থক্য, যা প্রত্যেকেই আঁচ করতে পারে আর তাই আপনারা জানতে পারবেন...
১০ দিন আগে