Ajker Patrika

লতা মঙ্গেশকর

সম্পাদকীয়
লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন প্রভাব বিস্তারকারী সংগীতশিল্পী। তাঁর আসল নাম ছিল কুমারী লতা দীননাথ মঙ্গেশকর। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইনদোরের এক সংগীত পরিবারে জন্ম হয় লতা মঙ্গেশকরের। তাঁর বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকার ছিলেন একাধারে গায়ক, নাট্যকার ও সুরকার। বাবার থেকেই সংগীতে প্রথম তালিম নেওয়া। মাত্র ১৩ বছর বয়সে একটি সিনেমার জন্য প্রথমবার গান রেকর্ড করলেও, তা পরবর্তী সময়ে সিনেমা থেকে বাদ পড়ে। ১৯৪৫ সালে মুম্বাইয়ে পাড়ি দেন তিনি। 

মুম্বাই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি সিনেমা ‘মজবুর’-এ গান করেন। পরবর্তী সময়ে আয়েগা আনেওয়ালা, প্যার কিয়া তো ডরনা কেয়া, আল্লা তেরো নাম, কঁহি দীপ জ্বলে—ছয় ও সাতের দশকে এসব গান জনপ্রিয়তার যে শিখর ছুঁয়েছিল, তা আজও অম্লান। 

এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন লতা এবং তাঁর গাওয়া মোট গানের সংখ্যা ১০ হাজারের বেশি। এ ছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষা এবং বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তাঁরই। বাংলা ভাষায় তিনি রেকর্ড করেছিলেন ২০০টি গান, যা আজও শ্রোতামহলে প্রশংসিত হয়। চঞ্চল মন আনমনা হয়, নিঝুম সন্ধ্যায়, কে যেন গো ডেকেছে আমায়, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব ইত্যাদি গান এখনো অনেকের কানে বাজে। 

এ ছাড়া যেভাবে হিন্দি গানের ক্ষেত্রে তিনি নিজের সুরের জাদু প্রতিষ্ঠিত করে গেছেন, তা বহুকাল ধরে অনেকের হৃদয়ে ছুঁয়ে থাকবে। ১৯৭৪ সালে সবচেয়ে বেশিসংখ্যক গান রেকর্ড করার জন্য গিনেস বুক অব রেকর্ডে তাঁর নাম ওঠে। ১৯৮৭ সালে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্মানিক নাগরিকত্ব প্রদান করা হয়। ১৯৯০ সালে পুনে বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। আর এক বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে হলেন লতা মঙ্গেশকরের ছোট বোন। 
২০২২ সালের ৬ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত