Ajker Patrika

জর্জ হ্যারিসন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৮: ২০
জর্জ হ্যারিসন

এই তো সেদিন, শুক্রবার বিকেলে ঢাকায় একটা কনসার্ট হলো, ‘টু গাজা ফ্রম ঢাকা’। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে এই চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। ঠিক এমনভাবেই মুক্তিযুদ্ধের সময় বাংলার নিপীড়িত মানুষের সাহায্যার্থে ১৯৭১ সালের ১ আগস্ট আয়োজন করা হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। সেই থেকে রবি শঙ্করের সঙ্গে এই কনসার্টের অন্যতম আয়োজক জর্জ হ্যারিসন বাংলাদেশের বন্ধু।

ইংল্যান্ডের ‘লিভারপুল’ শহরে জন্মেছিলেন বিশ্বখ্যাত দ্য বিটলস ব্যান্ডের সদস্য জর্জ হ্যারিসন। সেটা অনেক বছর আগে, ১৯৪৩ সালে। এক বাস কনডাক্টর বাবার ছেলে যে একদিন এত বড় তারকা বনে যাবেন, সেটা কে জানত! আর কেউ না হোক, মা জানতেন, জর্জ সংগীত খুব ভালোবাসেন। ওতেই ছেলের সব সুখ।

একটা সময় বাবা বুঝতে পেরে নিজেই ছেলেকে কিনে দেন অ্যাকুস্টিক গিটার। বাবার এক বন্ধু জর্জকে গিটার শেখার হাতেখড়ি দেন। স্কুলবাসে পরিচয় হয়েছিল বিটলসের আরেক কিংবদন্তি শিল্পী পল ম্যাককার্টনির সঙ্গে। তারপর তো দ্য বিটলসের ইতিহাস সবারই জানা। ১৯৫৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পুরো পৃথিবীর সংগীতপ্রেমীদের মাতিয়ে রেখেছিল এই ব্যান্ড দল।

জর্জের মা-ও কিন্তু সংগীতপ্রেমী ছিলেন। জর্জ যখন গর্ভে, তখন মা রেডিও ইন্ডিয়ায় সেতার আর তবলার বাজনা শুনতেন। সেই থেকেই হয়তো জর্জের মনে ভারতীয় সংগীতের প্রতি টান জন্মে। একসময় পরিচয় হয় পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে। গুরু মানেন জর্জ তাঁকে। রবিশঙ্করের কাছেই জানতে পারেন মুক্তিযুদ্ধের কথা, জানতে পারেন শরণার্থীদের কথা। এরপর কিংবদন্তি শিল্পীদের নিয়ে আয়োজন করে ফেলেন ঐতিহাসিক কনসার্টটি। টিকিটের সব টাকা পৌঁছে গিয়েছিল শরণার্থীদের সাহাযার্থে। তবু তাঁর মন ভরেনি। তিনি আরও কিছু করতে চেয়েছিলেন বাংলাদেশের মানুষের জন্য।

বিটলস ছাড়ার পরও তাঁর খ্যাতির এতটুকু কমতি ছিল না। এখনো নেই। তাই তো মৃত্যুর পরেও তিনি স্মরণীয়, শ্রদ্ধার। ২০০১ সালের আজকের দিনে ফুসফুস ক্যানসারের কাছে হেরে যান জর্জ হ্যারিসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত