ফিচার ডেস্ক
১৯০৯ সালের নভেম্বর। নিউইয়র্ক সিটির রাস্তায় ৪০ হাজারের বেশি নারী কারখানা শ্রমিক অনুন্নত কর্মপরিবেশ এবং কম মজুরির বিরুদ্ধে বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভের কৌশল পরিকল্পনাসহ বিক্ষোভকারীদের একত্র করার কাজ করছিলেন এক নারী। শুধু এটাই নয়, অ্যান মরগান এবং আলভা বেলমন্টের মতো নিউইয়র্কের অত্যন্ত প্রভাবশালী মানুষের তিনি এ আন্দোলনের পক্ষে এনেছিলেন। এই বুদ্ধিমতী ও লড়াকু নারীর নাম পলিন এম নিউম্যান।
ইন্টারন্যাশনাল লেডিস গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন বা আইএলজিডব্লিউইউর প্রথম নারী সংগঠক ছিলেন পলিন। সংগঠনটির স্বাস্থ্যকেন্দ্রের শিক্ষা পরিচালক হিসেবে প্রায় ৬০ বছর ধরে নিরলস কাজ করেছেন এই শ্রমকর্মী।
পলিন বিশ্বাস করতেন, ইউনিয়নে যোগ দিয়ে অর্থনৈতিক শক্তি অর্জনের পর নারী শ্রমিকদের ব্যালটের শক্তি প্রয়োজন। এ দুই ধরনের শক্তি একসঙ্গে ব্যবহার শ্রমিকদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সহায়তা করবে। কিশোরী বয়সেই যুক্তরাষ্ট্রের সমাজতান্ত্রিক দল তাঁকে নিউইয়র্কে সেক্রেটারি অব স্টেটের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছিল।
পলিন এম নিউম্যানের জন্ম ১৮৮৭ সালের ১৮ অক্টোবর, লিথুয়ানিয়ার কাউনাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও শ্রম বিভাগের তত্ত্বাবধানে জার্মানিজুড়ে যুদ্ধ-পরবর্তী কারখানার অবস্থা পর্যালোচনা করার জন্য কমিশন গঠন করা হয়েছিল, সেখানে ছিলেন পলিন। ট্রুম্যান প্রশাসনের অধীনে মার্কিন জনস্বাস্থ্য পরিষেবার পরামর্শক হিসেবেও কাজ করেছিলেন তিনি। ১৯৮৬ সালের ৮ এপ্রিল নিউইয়র্ক সিটিতে মারা যান এই নারী শ্রম অধিকারকর্মী।
১৯০৯ সালের নভেম্বর। নিউইয়র্ক সিটির রাস্তায় ৪০ হাজারের বেশি নারী কারখানা শ্রমিক অনুন্নত কর্মপরিবেশ এবং কম মজুরির বিরুদ্ধে বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভের কৌশল পরিকল্পনাসহ বিক্ষোভকারীদের একত্র করার কাজ করছিলেন এক নারী। শুধু এটাই নয়, অ্যান মরগান এবং আলভা বেলমন্টের মতো নিউইয়র্কের অত্যন্ত প্রভাবশালী মানুষের তিনি এ আন্দোলনের পক্ষে এনেছিলেন। এই বুদ্ধিমতী ও লড়াকু নারীর নাম পলিন এম নিউম্যান।
ইন্টারন্যাশনাল লেডিস গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন বা আইএলজিডব্লিউইউর প্রথম নারী সংগঠক ছিলেন পলিন। সংগঠনটির স্বাস্থ্যকেন্দ্রের শিক্ষা পরিচালক হিসেবে প্রায় ৬০ বছর ধরে নিরলস কাজ করেছেন এই শ্রমকর্মী।
পলিন বিশ্বাস করতেন, ইউনিয়নে যোগ দিয়ে অর্থনৈতিক শক্তি অর্জনের পর নারী শ্রমিকদের ব্যালটের শক্তি প্রয়োজন। এ দুই ধরনের শক্তি একসঙ্গে ব্যবহার শ্রমিকদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সহায়তা করবে। কিশোরী বয়সেই যুক্তরাষ্ট্রের সমাজতান্ত্রিক দল তাঁকে নিউইয়র্কে সেক্রেটারি অব স্টেটের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছিল।
পলিন এম নিউম্যানের জন্ম ১৮৮৭ সালের ১৮ অক্টোবর, লিথুয়ানিয়ার কাউনাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও শ্রম বিভাগের তত্ত্বাবধানে জার্মানিজুড়ে যুদ্ধ-পরবর্তী কারখানার অবস্থা পর্যালোচনা করার জন্য কমিশন গঠন করা হয়েছিল, সেখানে ছিলেন পলিন। ট্রুম্যান প্রশাসনের অধীনে মার্কিন জনস্বাস্থ্য পরিষেবার পরামর্শক হিসেবেও কাজ করেছিলেন তিনি। ১৯৮৬ সালের ৮ এপ্রিল নিউইয়র্ক সিটিতে মারা যান এই নারী শ্রম অধিকারকর্মী।
পরিচিত বাস্তবতার কোথাও খানিক পরিবর্তন ঘটে গেছে। মানুষের নিরাপদ জায়গা হিসেবে যে পরিবারের কথা বলা হয়েছে সব সময়, সেখানেই এখন আর নিরাপদ নয় মানুষ। এ বছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে দেশে! এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
২ দিন আগেজন্ম থেকে হৃৎপিণ্ডে জটিলতা। বড় হয়ে চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। তবে জীবন থেমে থাকেনি। নিজের চারপাশে মানুষজনের উৎসাহ, ভালোবাসা আর সহানুভূতি তাঁকে সাহস দিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে। একসময় অনলাইনে বসে দেখতে পান, কেউ একজন অন্যকে কাজ শেখাচ্ছেন, ঠিক তখনই মনে হয়...
২ দিন আগেসেলফ ব্লেমিং কি মানসিক রোগ? এখান থেকে কীভাবে নিজেকে বের করে আনব? পরিবার-পরিজনের সঙ্গে আমার এই সমস্যার কারণে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড মানসিক চাপ নিয়ে দিন কাটাতে হচ্ছে
২ দিন আগেমনে পড়ে গাজার ত্রাণবাহী সেই জাহাজের কথা? যে জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছিল মাঝ সমুদ্র থেকে। ‘ফ্রিডম ফ্লোটিলা’ আন্তর্জাতিক সংহতি সংগঠন গাজার অবরোধ ভাঙতে গত ১ জুন ইতালির কাতানিয়া উপকূল থেকে ‘ম্যাডলিন’ নামের একটি জাহাজ পাঠিয়েছিল। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে জাহাজে থাকা...
২ দিন আগে