ফিচার ডেস্ক
আবাসনব্যবসা ছেড়ে জীবনকে নতুনভাবে দেখতে ৫৪ বছর বয়সে আইন বিষয়ে পড়াশোনার জন্য স্কুলে ভর্তি হন এলিজাবেথ বারবুর। উদ্দেশ্য ছিল পারিবারিক সহিংসতায় পড়া নারীদের পাশে দাঁড়ানো। আইন বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে ৬০ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় লিগ্যাল এইড সোসাইটিতে যোগ দেন। সেখানে পারিবারিক সহিংসতাবিষয়ক মামলা পরিচালনা শুরু করেন। বর্তমানে ৬৮ বছর বয়সী এলিজাবেথ বারবুর ৫০টি পারিবারিক সহিংসতার মামলা নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ‘এই নারীরা অনেক কিছু সহ্য করে যখন আমার কাছে আসেন, তাঁরাও জীবনকে নতুন করে দেখতে চান। ঠিক আমার মতো।’
আইন পেশায় আসা একটু অস্বাভাবিক ছিল এলিজাবেথের জন্য। তিনি বলেন, ‘আইন স্কুলে শুরুর সময়টা বেশ কঠিন ছিল। আমি ছিলাম সবার মায়ের বয়সী। আমার কোনো বন্ধু ছিল না। কিন্তু সেটাও একসময় ঠিক হয়ে যায় এবং তিন বছর পড়াশোনার মধ্যে ডুবে থাকার পর আমার মানসিক ক্ষমতা অনেক বাড়ে।’
এলিজাবেথ বারবুর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, বিশেষ করে পারিবারিক সহিংসতার শিকার নারীদের আইনি সহায়তা দিচ্ছেন। ৬০ বছর বয়সে আইন পেশায় আসা তাঁর জন্য যেমন চ্যালেঞ্জ ছিল, তেমনি তিনি তাঁর লক্ষ্য অর্জনেও ছিলেন অনড়।
সূত্র: দ্য গার্ডিয়ান
আবাসনব্যবসা ছেড়ে জীবনকে নতুনভাবে দেখতে ৫৪ বছর বয়সে আইন বিষয়ে পড়াশোনার জন্য স্কুলে ভর্তি হন এলিজাবেথ বারবুর। উদ্দেশ্য ছিল পারিবারিক সহিংসতায় পড়া নারীদের পাশে দাঁড়ানো। আইন বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে ৬০ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় লিগ্যাল এইড সোসাইটিতে যোগ দেন। সেখানে পারিবারিক সহিংসতাবিষয়ক মামলা পরিচালনা শুরু করেন। বর্তমানে ৬৮ বছর বয়সী এলিজাবেথ বারবুর ৫০টি পারিবারিক সহিংসতার মামলা নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ‘এই নারীরা অনেক কিছু সহ্য করে যখন আমার কাছে আসেন, তাঁরাও জীবনকে নতুন করে দেখতে চান। ঠিক আমার মতো।’
আইন পেশায় আসা একটু অস্বাভাবিক ছিল এলিজাবেথের জন্য। তিনি বলেন, ‘আইন স্কুলে শুরুর সময়টা বেশ কঠিন ছিল। আমি ছিলাম সবার মায়ের বয়সী। আমার কোনো বন্ধু ছিল না। কিন্তু সেটাও একসময় ঠিক হয়ে যায় এবং তিন বছর পড়াশোনার মধ্যে ডুবে থাকার পর আমার মানসিক ক্ষমতা অনেক বাড়ে।’
এলিজাবেথ বারবুর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, বিশেষ করে পারিবারিক সহিংসতার শিকার নারীদের আইনি সহায়তা দিচ্ছেন। ৬০ বছর বয়সে আইন পেশায় আসা তাঁর জন্য যেমন চ্যালেঞ্জ ছিল, তেমনি তিনি তাঁর লক্ষ্য অর্জনেও ছিলেন অনড়।
সূত্র: দ্য গার্ডিয়ান
পঞ্চাশের পর নিজেদের গুটিয়ে নেওয়া বেশির ভাগ নারীর সাধারণ প্রবণতা। খুব কম সংখ্যার নারী নিজেদের বিকশিত রাখতে পছন্দ করেন। তবে বয়সের কারণে গুটিয়ে না গিয়ে নিজেদের বিকশিত করার এই প্রবণতা এখন কিছুটা বেড়েছে বলা চলে। বিষয়টিকে বলা হচ্ছে ‘মিডলাইফ গ্লো আপ’। বাংলায় একে বলা যায় ‘মাঝবয়সের নয়া দীপ্তি’।
৪ দিন আগেসামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। বন্ধুদের সঙ্গে সংযোগ, মতপ্রকাশ, ব্যবসা, এমনকি সচেতনতা তৈরির কাজেও এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তির আলোর নিচে গাঢ় হয়ে উঠেছে এক নতুন অন্ধকার, যাকে বলা হয় সাইবার হয়রানি।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর চারদিক আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সে সময় ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করেন শিক্ষিকা মাসুকা বেগম।
৬ দিন আগেকালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে কুটিরশিল্পের অন্যতম বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র। একসময় বাঁশের তৈরি বিভিন্ন পণ্য সংসারের কাজের অন্যতম মাধ্যম হলেও আজ তা প্লাস্টিক জিনিসপত্রের ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসেছে। তবু এই ঐতিহ্য ধরে রাখতে, আর পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন মাদারীপুরের রাজৈর
৬ দিন আগে