Ajker Patrika

৬০ বছর বয়সে আইন পেশায় এলিজাবেথ

ফিচার ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবাসনব্যবসা ছেড়ে জীবনকে নতুনভাবে দেখতে ৫৪ বছর বয়সে আইন বিষয়ে পড়াশোনার জন্য স্কুলে ভর্তি হন এলিজাবেথ বারবুর। উদ্দেশ্য ছিল পারিবারিক সহিংসতায় পড়া নারীদের পাশে দাঁড়ানো। আইন বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে ৬০ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় লিগ্যাল এইড সোসাইটিতে যোগ দেন। সেখানে পারিবারিক সহিংসতাবিষয়ক মামলা পরিচালনা শুরু করেন। বর্তমানে ৬৮ বছর বয়সী এলিজাবেথ বারবুর ৫০টি পারিবারিক সহিংসতার মামলা নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ‘এই নারীরা অনেক কিছু সহ্য করে যখন আমার কাছে আসেন, তাঁরাও জীবনকে নতুন করে দেখতে চান। ঠিক আমার মতো।’

আইন পেশায় আসা একটু অস্বাভাবিক ছিল এলিজাবেথের জন্য। তিনি বলেন, ‘আইন স্কুলে শুরুর সময়টা বেশ কঠিন ছিল। আমি ছিলাম সবার মায়ের বয়সী। আমার কোনো বন্ধু ছিল না। কিন্তু সেটাও একসময় ঠিক হয়ে যায় এবং তিন বছর পড়াশোনার মধ্যে ডুবে থাকার পর আমার মানসিক ক্ষমতা অনেক বাড়ে।’

এলিজাবেথ বারবুর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, বিশেষ করে পারিবারিক সহিংসতার শিকার নারীদের আইনি সহায়তা দিচ্ছেন। ৬০ বছর বয়সে আইন পেশায় আসা তাঁর জন্য যেমন চ্যালেঞ্জ ছিল, তেমনি তিনি তাঁর লক্ষ্য অর্জনেও ছিলেন অনড়।

সূত্র: দ্য গার্ডিয়ান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত