Ajker Patrika

কখনো ভাবিনি দেশসেরা হব: রেহেনা

তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) 
কখনো ভাবিনি দেশসেরা হব: রেহেনা

২০২২ সালে পীরগাছার নগরজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪ জন ট্যালেন্টপুলে বৃত্তি পায়। ওই বছর নগরজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পীরগাছা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে শিক্ষা পদক পায়। 

একটি পিছিয়ে পড়া গ্রামীণ স্কুল লেখাপড়ায় এমন সাফল্য পাবে, এটা তেমন কেউ ভাবেনি। কিন্তু এই অসাধ্য সাধনের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন স্কুলটির প্রধান শিক্ষক মোছা. রেহেনা বেগম। শুধু লেখাপড়াই নয়, শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধ, পড়াশোনায় মনোযোগী করা, সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা, নৈতিক মূল্যবোধ শেখানোসহ বিভিন্ন কর্মকাণ্ডে তিনি যুক্ত। এর স্বীকৃতি হিসেবে তিনি ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার পদক পেয়েছেন। এর আগে তিনি উপজেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন। তবে এখন তিনি পীরগাছা উপজেলার পবিত্র ঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। 

গত ২৭ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে রেহেনা বেগমের হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদান, খেলাধুলা, সংগীত, বিদ্যালয় পরিচালনা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, ব্যক্তি, শিক্ষার্থীসহ ১২৬ জনের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পদক তুলে দেওয়া হয়।

১৯৮০ সালে রংপুরের পীরগাছা উপজেলার সুখানপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন রেহেনা বেগম। তাঁর বাবা আজাহার আলী পেশায় ব্যবসায়ী। চার ভাইবোনের মধ্যে রেহেনা সবার ছোট। তিনি ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন। ২০০৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। ব্যক্তিগত জীবনে তিনি ৯ বছরের এক ছেলেসন্তানের মা।

রেহেনা বেগম জানান, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাওয়ার পর তিনি ভেবেছিলেন, ভালো শিক্ষা, জ্ঞান ও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে পারলে তারাই একদিন তাঁকে মনে রাখবে। এ চিন্তা থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন তিনি। তিনি বলেন, ‘ভালোর থেকেও ভালো কিছু করতে মন ছটফট করতে থাকত। অনেক দিন গভীর রাত পর্যন্ত স্কুলের কাজ করেছি। এতে আমার পরিবার আমাকে অনেক সহযোগিতা করেছে।’

রেহেনার উদ্যমের কথা জানেন পীরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন। তিনি জাতীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার পদক পাওয়ায় রেহেনাকে অভিনন্দন জানিয়ে বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার তাঁর অসামান্য অর্জনে অত্যন্ত আনন্দিত।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমনও রেহেনাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তিনি পীরগাছাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করে পীরগাছার সব শিক্ষক আরও ভালো শিক্ষক হয়ে উঠবেন, সেই প্রত্যাশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত