ফিচার ডেস্ক
অলিম্পিক গেমস, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এটি সাধারণ ক্রীড়াবিদদের জাতীয় নায়ক, চ্যাম্পিয়নদের সেলিব্রিটি এবং প্রজন্মের প্রতিভাকে কিংবদন্তিতে পরিণত করার ক্ষমতা রাখে। বছর ঘুরে অলিম্পিকে এমন অনেক নারীই আসেন, যাঁদের সংগ্রাম ও অর্জনের গল্পগুলো গর্বের সঙ্গে উঠে আসে বিশ্ব দরবারে। শুধুই সোনা, রুপা আর ব্রোঞ্জ পদকের রেকর্ডের গল্প নয়, অলিম্পিক অনেকটাই জীবনের গল্পও বলে যায়। ইতিহাসে প্রথমবারের মতো এবারের অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমসে সমানসংখ্যক পুরুষ ও নারী ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্যারিস অলিম্পিকে এ পর্যন্ত অনেক নারী অ্যাথলেট গড়েছেন রেকর্ড। তাঁদের অনেকে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এসেছেন এই বিশ্বমঞ্চে। তাঁদের হাত ধরে প্যারিসের হালকা বাতাসে উড়েছে বিভিন্ন দেশের পতাকা।
যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের ইয়ারোস্লাভা মাহুচিখ ৪ আগস্ট স্ট্যাডে ডি ফ্রান্সে নারীদের হাই জাম্পের ফাইনালে সোনার পদক জিতেছেন। এদিকে শেলি-অ্যান জ্যামাইকার আধিপত্য ধরে রেখেছিলেন মেয়েদের ১০০ মিটার দৌড়ে। কিন্তু এবার সবাইকে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা। ১৯৯৬ সালের পর আমেরিকান নারী দৌড়বিদেরা একই ইভেন্টে দুটি পদক জিতেছেন। এবার বিশ্বের নতুন দ্রুততম মানবী হয়েছেন যুক্তরাষ্ট্রের জুলিয়েন আলফ্রেড। আর একই ইভেন্টে ১০ দশমিক ৮৭ সেকেন্ডে দৌড় শেষ করে রুপার পদক জিতেছেন শাকারি রিচার্ডসন। দলগত বিভাগ ও অলরাউন্ড ফাইনালে সোনার পদক পাওয়ার পর ভল্ট ফাইনালেও ব্যক্তিগতভাবে সোনার পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস।
অলিম্পিকের ইতিহাসে সাঁতারে নারীদের মধ্যে রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটেকি লেডেকি। এই ইভেন্টে সবচেয়ে বেশি পদক জেতা ক্রীড়াবিদদের মধ্যে লেডেকির অবস্থান এখন যৌথভাবে পঞ্চম এবং নারীদের মধ্যে দ্বিতীয়। এককভাবে পুরো ক্যারিয়ারে তিনি এ মঞ্চে জিতেছেন সবচেয়ে বেশি পদক। এবার নারীদের দলগত ৪×২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে যুক্তরাষ্ট্রের হয়ে রুপা জিতেছেন লেডেকি।
এই অলিম্পিকে জাপানের হয়ে মাত্র ১৪ বছর বয়সে মেয়েদের স্ট্রিট স্কেটবোর্ড গেমসে ‘অল টিনএজ’ ফাইনালে সোনা জিতেছে কোকো ইয়োশিজাওয়া। এদিকে ১৬ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান কিশোরী বান হিওজিন সোনা জিতেছে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে। বান রেকর্ড গড়ে দেশকে এনে দিয়েছে ১০০তম অলিম্পিক পদক।
প্যারিস অলিম্পিকে এবার অংশ নিয়েছেন ৫০ শতাংশ নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষের তুলনায় নারীদের অনুসরণ করার হার ১৪ শতাংশ বেশি। অথচ এখনো নারীদের খেলাধুলা নিয়ে আলোচনা বেশ কম। ইউএন উইমেনের জরিপে বলা হয়েছে, ৭০ শতাংশ মানুষ নারীদের খেলাধুলা উপভোগ করে। তারপরও ২০২২ সালে মিডিয়া কভারেজে নারীদের জায়গা ছিল মাত্র ১৬ শতাংশ জুড়ে। বর্তমানে নারী ক্রীড়াবিদেরা যে উচ্চতায় পৌঁছেছেন, তা নজরে আনার পাশাপাশি তাঁদের যে অপূর্ণতাগুলো আছে, সেগুলো খুঁজে বের করতে হবে।
বেতনে সমতা থেকে শুরু করে তাঁদের নিরাপদ পরিবেশে খেলতে পারাকে নিশ্চিত করতে হবে। এভাবেই ক্রীড়াজগতে লৈঙ্গিক সমতার দিকে নারীদের অগ্রগতি আরও বাড়িয়ে তোলা যাবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
সূত্র: ইউএন উইমেন, অলিম্পিক ডটকম
অলিম্পিক গেমস, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এটি সাধারণ ক্রীড়াবিদদের জাতীয় নায়ক, চ্যাম্পিয়নদের সেলিব্রিটি এবং প্রজন্মের প্রতিভাকে কিংবদন্তিতে পরিণত করার ক্ষমতা রাখে। বছর ঘুরে অলিম্পিকে এমন অনেক নারীই আসেন, যাঁদের সংগ্রাম ও অর্জনের গল্পগুলো গর্বের সঙ্গে উঠে আসে বিশ্ব দরবারে। শুধুই সোনা, রুপা আর ব্রোঞ্জ পদকের রেকর্ডের গল্প নয়, অলিম্পিক অনেকটাই জীবনের গল্পও বলে যায়। ইতিহাসে প্রথমবারের মতো এবারের অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমসে সমানসংখ্যক পুরুষ ও নারী ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্যারিস অলিম্পিকে এ পর্যন্ত অনেক নারী অ্যাথলেট গড়েছেন রেকর্ড। তাঁদের অনেকে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এসেছেন এই বিশ্বমঞ্চে। তাঁদের হাত ধরে প্যারিসের হালকা বাতাসে উড়েছে বিভিন্ন দেশের পতাকা।
যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের ইয়ারোস্লাভা মাহুচিখ ৪ আগস্ট স্ট্যাডে ডি ফ্রান্সে নারীদের হাই জাম্পের ফাইনালে সোনার পদক জিতেছেন। এদিকে শেলি-অ্যান জ্যামাইকার আধিপত্য ধরে রেখেছিলেন মেয়েদের ১০০ মিটার দৌড়ে। কিন্তু এবার সবাইকে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা। ১৯৯৬ সালের পর আমেরিকান নারী দৌড়বিদেরা একই ইভেন্টে দুটি পদক জিতেছেন। এবার বিশ্বের নতুন দ্রুততম মানবী হয়েছেন যুক্তরাষ্ট্রের জুলিয়েন আলফ্রেড। আর একই ইভেন্টে ১০ দশমিক ৮৭ সেকেন্ডে দৌড় শেষ করে রুপার পদক জিতেছেন শাকারি রিচার্ডসন। দলগত বিভাগ ও অলরাউন্ড ফাইনালে সোনার পদক পাওয়ার পর ভল্ট ফাইনালেও ব্যক্তিগতভাবে সোনার পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস।
অলিম্পিকের ইতিহাসে সাঁতারে নারীদের মধ্যে রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটেকি লেডেকি। এই ইভেন্টে সবচেয়ে বেশি পদক জেতা ক্রীড়াবিদদের মধ্যে লেডেকির অবস্থান এখন যৌথভাবে পঞ্চম এবং নারীদের মধ্যে দ্বিতীয়। এককভাবে পুরো ক্যারিয়ারে তিনি এ মঞ্চে জিতেছেন সবচেয়ে বেশি পদক। এবার নারীদের দলগত ৪×২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে যুক্তরাষ্ট্রের হয়ে রুপা জিতেছেন লেডেকি।
এই অলিম্পিকে জাপানের হয়ে মাত্র ১৪ বছর বয়সে মেয়েদের স্ট্রিট স্কেটবোর্ড গেমসে ‘অল টিনএজ’ ফাইনালে সোনা জিতেছে কোকো ইয়োশিজাওয়া। এদিকে ১৬ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান কিশোরী বান হিওজিন সোনা জিতেছে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে। বান রেকর্ড গড়ে দেশকে এনে দিয়েছে ১০০তম অলিম্পিক পদক।
প্যারিস অলিম্পিকে এবার অংশ নিয়েছেন ৫০ শতাংশ নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষের তুলনায় নারীদের অনুসরণ করার হার ১৪ শতাংশ বেশি। অথচ এখনো নারীদের খেলাধুলা নিয়ে আলোচনা বেশ কম। ইউএন উইমেনের জরিপে বলা হয়েছে, ৭০ শতাংশ মানুষ নারীদের খেলাধুলা উপভোগ করে। তারপরও ২০২২ সালে মিডিয়া কভারেজে নারীদের জায়গা ছিল মাত্র ১৬ শতাংশ জুড়ে। বর্তমানে নারী ক্রীড়াবিদেরা যে উচ্চতায় পৌঁছেছেন, তা নজরে আনার পাশাপাশি তাঁদের যে অপূর্ণতাগুলো আছে, সেগুলো খুঁজে বের করতে হবে।
বেতনে সমতা থেকে শুরু করে তাঁদের নিরাপদ পরিবেশে খেলতে পারাকে নিশ্চিত করতে হবে। এভাবেই ক্রীড়াজগতে লৈঙ্গিক সমতার দিকে নারীদের অগ্রগতি আরও বাড়িয়ে তোলা যাবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
সূত্র: ইউএন উইমেন, অলিম্পিক ডটকম
বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
২ দিন আগেপ্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
৪ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৫ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৫ দিন আগে