Ajker Patrika

বিপ্লবী এক নারী সাহিত্যিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

১৯০৭ সালে বিক্রমপুরে এক বৈদ্য পরিবারে জন্মান বিপ্লবী ও সাহিত্যিক কমলা দাশগুপ্ত। এরপর পরিবারের সঙ্গে কলকাতায় বসবাস শুরু করেন।

১৯২৪ সালে ঢাকার ব্রাহ্ম বালিকা শিক্ষালয় থেকে প্রবেশিকা পাস করে কলকাতায় ফিরে বেথুন কলেজে ভর্তি হন কমলা। ১৯২৮ সালে সেখান থেকে বিএ পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিহাসে এমএ পাস করেন। সেখানে পড়া অবস্থাতেই যুগান্তর দলের সঙ্গে পরিচয় হয় তাঁর। সে সময় তিনি দীনেশ মজুমদারের কাছে লাঠিখেলা শিখতে শুরু করেন। ১৯২৯ সালে গান্ধীর অহিংসবাদ ছেড়ে সশস্ত্র সংগ্রামের জন্য রসিক লাল দাসের প্রেরণায় যুগান্তর দলে যোগ দেন কমলা। ১৯২২ সালে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টাকারী বীণা দাসকে রিভলবার সরবরাহ করেন তিনি।

১৯৩২ থেকে ৩৮ সাল পর্যন্ত কমলা দাশগুপ্ত প্রেসিডেন্সি ও হিজলী বন্দিনিবাসে আটক থাকেন এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হন। ১৯৩০ সালে তিনি বাড়ি ছেড়ে দরিদ্র নারীদের জন্য তৈরি একটি হোস্টেলের ম্যানেজার হিসেবে চাকরি নেন। দাঙ্গাবিধ্বস্ত নোয়াখালীতে ত্রাণ বিতরণের কাজ করেছেন এই বিপ্লবী। কর্মজীবনে শিক্ষকতা ছাড়াও ‘মন্দিরা’ নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন কমলা। দেশভাগের পরে লিখেছিলেন আত্মজীবনী এবং একটি গবেষণামূলক বই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত