উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে নিয়মবহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণে আপত্তি জানাতে আসা পৌরসভার কর্মীকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে সন্ধ্যায় থানায় অভিযোগ করা হয়েছে।
ছাদ থেকে পড়ে আহত গোলাম মোস্তফা পৌরসভা কার্যসহকারী হিসেবে কর্মরত। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, রামদাস ধনিরাম নুরপুরের সাইফুল ইসলাম পৌরসভার বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণ করছেন। এই ঘটনায় প্রতিকার চেয়ে প্রতিবেশী মমিনুল ইসলাম প্লাবন পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। প্রশাসকের নির্দেশনা মোতাবেক কার্যসহকারী মোস্তফা আজ ঘটনাস্থলে গিয়ে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণের বিষয়ে জানতে চান। এ সময় সাইফুল ক্ষিপ্ত হয়ে তাঁকে কিল-ঘুষি ও ধাক্কা মেরে ভবনের একতলার ছাদ থেকে নিচে ফেলে দেন।
পরে আশপাশের লোকজন ও সঙ্গে থাকা সহকর্মীরা মোস্তফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেরুল ইসলাম জানান, মোস্তফার দাঁতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে সাইফুল বলেন, ‘দীর্ঘদিন ধরে ভবনের কাজ চলমান রয়েছে। আগেও একাধিকবার পৌরসভার লোকজন এসে দেখে গেছেন। আজ নিয়মবহির্ভূতভাবে কাজ হচ্ছে বলে গোলাম মোস্তফা আপত্তি করেন। এ সময় তাঁর সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি পা পিছলে নিচে পড়ে যান। তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাটি সঠিক নয়।’
এ ঘটনায় পৌরসভার সহকারী করনির্ধারক রাকিবুল ইসলাম বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে উলিপুর থানায় অভিযোগ করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, পৌর কর্মচারীকে মারধর করে আহত করার ঘটনায় থানায় মামলা করার জন্য বলা হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে নিয়মবহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণে আপত্তি জানাতে আসা পৌরসভার কর্মীকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে সন্ধ্যায় থানায় অভিযোগ করা হয়েছে।
ছাদ থেকে পড়ে আহত গোলাম মোস্তফা পৌরসভা কার্যসহকারী হিসেবে কর্মরত। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, রামদাস ধনিরাম নুরপুরের সাইফুল ইসলাম পৌরসভার বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণ করছেন। এই ঘটনায় প্রতিকার চেয়ে প্রতিবেশী মমিনুল ইসলাম প্লাবন পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। প্রশাসকের নির্দেশনা মোতাবেক কার্যসহকারী মোস্তফা আজ ঘটনাস্থলে গিয়ে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণের বিষয়ে জানতে চান। এ সময় সাইফুল ক্ষিপ্ত হয়ে তাঁকে কিল-ঘুষি ও ধাক্কা মেরে ভবনের একতলার ছাদ থেকে নিচে ফেলে দেন।
পরে আশপাশের লোকজন ও সঙ্গে থাকা সহকর্মীরা মোস্তফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেরুল ইসলাম জানান, মোস্তফার দাঁতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে সাইফুল বলেন, ‘দীর্ঘদিন ধরে ভবনের কাজ চলমান রয়েছে। আগেও একাধিকবার পৌরসভার লোকজন এসে দেখে গেছেন। আজ নিয়মবহির্ভূতভাবে কাজ হচ্ছে বলে গোলাম মোস্তফা আপত্তি করেন। এ সময় তাঁর সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি পা পিছলে নিচে পড়ে যান। তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাটি সঠিক নয়।’
এ ঘটনায় পৌরসভার সহকারী করনির্ধারক রাকিবুল ইসলাম বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে উলিপুর থানায় অভিযোগ করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, পৌর কর্মচারীকে মারধর করে আহত করার ঘটনায় থানায় মামলা করার জন্য বলা হয়েছে।
ঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
৮ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানিয়েছে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত)।
৩২ মিনিট আগেনাটোরের লালপুরে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. রাজন আলী (২০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
৩৪ মিনিট আগেরাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণের জন্য আনা হয়েছে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট। বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন আমদানি কার্গো ভিলেজের সামনে আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে রোবটটিকে একটি বড় লরিতে করে নিয়ে আসতে দেখা যায়।
১ ঘণ্টা আগে