নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটার ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বুধবার সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এ বিবৃতি দেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি দেওয়ার জন্য ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয় এবং একপর্যায়ে লাঠিপেটা করে।
সংগঠনটি মনে করেন, নারী ও শিশু ধর্ষণ সম্প্রতি যে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, সে প্রেক্ষিতে সকল সচেতন নাগরিকই এই প্রতিবাদে আন্দোলন করবে এবং এই আন্দোলন করা তাদের গণতান্ত্রিক, নাগরিক অধিকার ও মানবাধিকার।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আন্দোলন দমন না করে, মূল সমস্যার প্রতি রাষ্ট্রের দৃষ্টি দেওয়ার প্রতি জোর দাবি জানায় মহিলা পরিষদ।
সংগঠনটির পক্ষ থেকে নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটার ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বুধবার সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এ বিবৃতি দেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি দেওয়ার জন্য ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয় এবং একপর্যায়ে লাঠিপেটা করে।
সংগঠনটি মনে করেন, নারী ও শিশু ধর্ষণ সম্প্রতি যে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, সে প্রেক্ষিতে সকল সচেতন নাগরিকই এই প্রতিবাদে আন্দোলন করবে এবং এই আন্দোলন করা তাদের গণতান্ত্রিক, নাগরিক অধিকার ও মানবাধিকার।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আন্দোলন দমন না করে, মূল সমস্যার প্রতি রাষ্ট্রের দৃষ্টি দেওয়ার প্রতি জোর দাবি জানায় মহিলা পরিষদ।
সংগঠনটির পক্ষ থেকে নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
‘আমি একজন শরণার্থী। আমার পরদাদাও শরণার্থী ছিলেন। ১৯৪৮ সালে ইসরায়েলের দখলদারত্বে ভিটেছাড়া হয়েছিলেন তিনি। গাজা উপত্যকার খান ইউনিসে এক শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলেন। আমি সেখানেই জন্মেছি, কিন্তু ইসরায়েলি সেনারা সেখানে আমাকে থাকতে দেয়নি। ২০০০ সালে আমাদের বাড়ি গুঁড়িয়ে দেয় তারা। দুই বছর আমাদের মাথার ওপর
৬ দিন আগেআমার বয়স ৩২ বছর, গৃহিণী। আমি আগে শিক্ষকতা করতাম। হঠাৎ পারিবারিক চাপে সেই চাকরি ছেড়ে দিতে হয়েছে। আমার শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো। তারা চায় না আমি চাকরি করি। আমার ননদ একজন সমাজকর্মী।
৬ দিন আগেশিক্ষকতার পাশাপাশি তিনি ব্যবসাও করেন। এই সবকিছুর চাপ সামলে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আছিম কুটিরা গ্রামে তিনি তৈরি করেছেন কুটিরা জ্ঞানের আলো পাঠাগার। নিজের উপার্জনের কিছু অংশ পাঠাগারের পেছনে ব্যয় করেন তিনি।
৬ দিন আগেবাংলাদেশ মহিলা পরিষদ প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ মাসে দেশে ২৪৮ কন্যা এবং ১৯৪ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নির্যাতনের শিকার নারী ও কন্যার সংখ্যা ৮৩৬। তাঁদের মধ্যে শুধু মার্চ মাসে নির্যাতনের শিকার ৪৪২ জন নারী ও কন্যা।
৬ দিন আগে