Ajker Patrika

ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৫, ২০: ২৫
ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি

ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটার ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বুধবার সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এ বিবৃতি দেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি দেওয়ার জন্য ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয় এবং একপর্যায়ে লাঠিপেটা করে।

সংগঠনটি মনে করেন, নারী ও শিশু ধর্ষণ সম্প্রতি যে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, সে প্রেক্ষিতে সকল সচেতন নাগরিকই এই প্রতিবাদে আন্দোলন করবে এবং এই আন্দোলন করা তাদের গণতান্ত্রিক, নাগরিক অধিকার ও মানবাধিকার।

এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আন্দোলন দমন না করে, মূল সমস্যার প্রতি রাষ্ট্রের দৃষ্টি দেওয়ার প্রতি জোর দাবি জানায় মহিলা পরিষদ।

সংগঠনটির পক্ষ থেকে নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত