ফিচার ডেস্ক
পলিথিন ও প্লাস্টিক একই জিনিস নয়। তবে পলিথিন মূলত একধরনের প্লাস্টিক। বিশ্বজুড়ে সেই প্লাস্টিকের বিরুদ্ধে চলছে আন্দোলন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। হ্যাশট্যাগ বিট প্লাস্টিক পলিউশন স্লোগান দিয়ে এবার প্লাস্টিকদূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানানো হয়েছে। প্লাস্টিক পরিবেশ দূষণ করে। আর এই দূষণে বেশি ক্ষতিগ্রস্ত হন নারীরা। বিশ্বজুড়ে অনেক নারী পরিবেশকর্মী তাঁদের সাহসী উদ্যোগ ও নেতৃত্বের মাধ্যমে প্লাস্টিকদূষণ কমিয়ে আনতে কাজ করছেন।
আফ্রিকা, এশিয়া তো বটেই, ইউরোপ বা আমেরিকা মহাদেশেও নারীরা রুখে দাঁড়িয়েছেন প্লাস্টিকের বিরুদ্ধে। এই আন্দোলন আজকের নয়।
১৯৯৭ সালে গাম্বিয়ার ইসাতু সিসে তাঁর চারজন সহকর্মী নিয়ে গাম্বিয়ার ন’জাউ গ্রামে রিসাইকেল সেন্টার অব এন’জু প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশ রক্ষা এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। ইসাতু সিসে গাম্বিয়ার উইম্যান’স ইনিশিয়েটিভ দ্য গাম্বিয়া প্রতিষ্ঠা করেন, যা নারীদের জন্য বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ পরিচালনা করে। এই উদ্যোগের মাধ্যমে নারীরা জৈব বর্জ্য থেকে জ্বালানি তৈরি, সার উৎপাদন এবং প্লাস্টিক বর্জ্য থেকে বিভিন্ন পণ্য তৈরি করে নিজেদের আয় বাড়ান। তাঁরা প্লাস্টিক ব্যাগ সংগ্রহ করে সেগুলোকে ধুয়ে, কেটে, সুতোয় পরিণত করে ব্যাগ, পার্স ইত্যাদির মতো পণ্য তৈরি করেন। এই পণ্যগুলো বিক্রি করে নারীরা নিজেদের আয় বাড়াতে সক্ষম হন। এই উদ্যোগের কারণে ইসাতু সিসেকে বলা হয় কুইন অব রিসাইক্লিং।
বাহামাসের ক্রিস্টাল অ্যামব্রোস একজন সামুদ্রিক জীববিজ্ঞানী ও পরিবেশকর্মী। ২০১৩ সালে তাঁর প্রতিষ্ঠান বাহামাসে প্লাস্টিক ক্যাম্প কর্মসূচির মাধ্যমে ৫ হাজার পাউন্ডের বেশি সমুদ্র বর্জ্য সংগ্রহ করেছিল। ২০১৮ সালে ক্রিস্টাল অ্যামব্রোস একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য নিষিদ্ধ করার প্রস্তাব দেন। এর ফলে ২০২০ সালের জানুয়ারিতে বাহামাসে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ, স্ট্র, স্টাইরোফোম কনটেইনার ও কাপ নিষিদ্ধ করা হয়। এমনই কাজ করেছেন নেপালের শিলশিলা আচার্য। তিনি আভনি সেন্টার ফর সাসটেইনেবিলিটি প্রতিষ্ঠা করে স্কুল, হোটেল ও পাহাড়ি অঞ্চলে প্লাস্টিক বর্জ্য কমাতে কাজ করছেন। এ ছাড়া প্লাস্টিক প্রতিস্থাপনে পুনর্ব্যবহারযোগ্য উপকরণের প্রচারে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। কেনিয়ার উদ্যোক্তা লরনা রুট্টো ইকো পোস্ট নামক সংস্থার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য থেকে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী তৈরি করেন।
যুক্তরাজ্যের নাবিক ও পরিবেশকর্মী এমিলি পেন এক্সএক্সপেডিশন নামে মহাসাগরের প্লাস্টিক দূষণ নিয়ে গবেষণা করছেন। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর ২০১৮ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে হওয়া ১১টি অভিযানে এক শতাধিক নারী অংশ নেন। এটি ছাড়া এমিলি এমন একটি সংস্থা চালু করেছেন, যা মহাসাগর প্লাস্টিকদূষণ মোকাবিলায় ব্যক্তিগত ও ব্যবসায়িক সমাধান খুঁজে বের করতে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের সি হাগার সংস্থার প্রতিষ্ঠাতা সেল ক্লিভ প্লাস্টিকদূষণ রোধে তৃণমূল সচেতনতা তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন এবং সমুদ্রতট পরিচ্ছন্ন অভিযানে জনগণকে যুক্ত করছেন।
এই কয়েকজন নারী প্রমাণ করেছেন, নেতৃত্ব আর সদিচ্ছা থাকলে পরিবেশ রক্ষায় বাস্তব পরিবর্তন নিয়ে আসা সম্ভব। তাঁরা শুধু নিজেরাই বলছেন না; অন্যান্য নারী ও পুরুষদের সংগঠিত করছেন প্লাস্টিকদূষণ বন্ধ করার লক্ষ্যে।
পলিথিন ও প্লাস্টিক একই জিনিস নয়। তবে পলিথিন মূলত একধরনের প্লাস্টিক। বিশ্বজুড়ে সেই প্লাস্টিকের বিরুদ্ধে চলছে আন্দোলন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। হ্যাশট্যাগ বিট প্লাস্টিক পলিউশন স্লোগান দিয়ে এবার প্লাস্টিকদূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানানো হয়েছে। প্লাস্টিক পরিবেশ দূষণ করে। আর এই দূষণে বেশি ক্ষতিগ্রস্ত হন নারীরা। বিশ্বজুড়ে অনেক নারী পরিবেশকর্মী তাঁদের সাহসী উদ্যোগ ও নেতৃত্বের মাধ্যমে প্লাস্টিকদূষণ কমিয়ে আনতে কাজ করছেন।
আফ্রিকা, এশিয়া তো বটেই, ইউরোপ বা আমেরিকা মহাদেশেও নারীরা রুখে দাঁড়িয়েছেন প্লাস্টিকের বিরুদ্ধে। এই আন্দোলন আজকের নয়।
১৯৯৭ সালে গাম্বিয়ার ইসাতু সিসে তাঁর চারজন সহকর্মী নিয়ে গাম্বিয়ার ন’জাউ গ্রামে রিসাইকেল সেন্টার অব এন’জু প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশ রক্ষা এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। ইসাতু সিসে গাম্বিয়ার উইম্যান’স ইনিশিয়েটিভ দ্য গাম্বিয়া প্রতিষ্ঠা করেন, যা নারীদের জন্য বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ পরিচালনা করে। এই উদ্যোগের মাধ্যমে নারীরা জৈব বর্জ্য থেকে জ্বালানি তৈরি, সার উৎপাদন এবং প্লাস্টিক বর্জ্য থেকে বিভিন্ন পণ্য তৈরি করে নিজেদের আয় বাড়ান। তাঁরা প্লাস্টিক ব্যাগ সংগ্রহ করে সেগুলোকে ধুয়ে, কেটে, সুতোয় পরিণত করে ব্যাগ, পার্স ইত্যাদির মতো পণ্য তৈরি করেন। এই পণ্যগুলো বিক্রি করে নারীরা নিজেদের আয় বাড়াতে সক্ষম হন। এই উদ্যোগের কারণে ইসাতু সিসেকে বলা হয় কুইন অব রিসাইক্লিং।
বাহামাসের ক্রিস্টাল অ্যামব্রোস একজন সামুদ্রিক জীববিজ্ঞানী ও পরিবেশকর্মী। ২০১৩ সালে তাঁর প্রতিষ্ঠান বাহামাসে প্লাস্টিক ক্যাম্প কর্মসূচির মাধ্যমে ৫ হাজার পাউন্ডের বেশি সমুদ্র বর্জ্য সংগ্রহ করেছিল। ২০১৮ সালে ক্রিস্টাল অ্যামব্রোস একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য নিষিদ্ধ করার প্রস্তাব দেন। এর ফলে ২০২০ সালের জানুয়ারিতে বাহামাসে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ, স্ট্র, স্টাইরোফোম কনটেইনার ও কাপ নিষিদ্ধ করা হয়। এমনই কাজ করেছেন নেপালের শিলশিলা আচার্য। তিনি আভনি সেন্টার ফর সাসটেইনেবিলিটি প্রতিষ্ঠা করে স্কুল, হোটেল ও পাহাড়ি অঞ্চলে প্লাস্টিক বর্জ্য কমাতে কাজ করছেন। এ ছাড়া প্লাস্টিক প্রতিস্থাপনে পুনর্ব্যবহারযোগ্য উপকরণের প্রচারে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। কেনিয়ার উদ্যোক্তা লরনা রুট্টো ইকো পোস্ট নামক সংস্থার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য থেকে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী তৈরি করেন।
যুক্তরাজ্যের নাবিক ও পরিবেশকর্মী এমিলি পেন এক্সএক্সপেডিশন নামে মহাসাগরের প্লাস্টিক দূষণ নিয়ে গবেষণা করছেন। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর ২০১৮ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে হওয়া ১১টি অভিযানে এক শতাধিক নারী অংশ নেন। এটি ছাড়া এমিলি এমন একটি সংস্থা চালু করেছেন, যা মহাসাগর প্লাস্টিকদূষণ মোকাবিলায় ব্যক্তিগত ও ব্যবসায়িক সমাধান খুঁজে বের করতে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের সি হাগার সংস্থার প্রতিষ্ঠাতা সেল ক্লিভ প্লাস্টিকদূষণ রোধে তৃণমূল সচেতনতা তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন এবং সমুদ্রতট পরিচ্ছন্ন অভিযানে জনগণকে যুক্ত করছেন।
এই কয়েকজন নারী প্রমাণ করেছেন, নেতৃত্ব আর সদিচ্ছা থাকলে পরিবেশ রক্ষায় বাস্তব পরিবর্তন নিয়ে আসা সম্ভব। তাঁরা শুধু নিজেরাই বলছেন না; অন্যান্য নারী ও পুরুষদের সংগঠিত করছেন প্লাস্টিকদূষণ বন্ধ করার লক্ষ্যে।
সৌদি আরবের চলচ্চিত্রে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম শাহাদ আমিন। এই নারী নির্মাতার হাত ধরে সৌদি সিনেমা পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ২০১৯ সালে প্রথম তাঁর নামটি ব্যাপকভাবে উচ্চারিত হয় ‘স্কেলস’ সিনেমার কল্যাণে। এর আগে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য বানালেও স্কেলস ছিল তাঁর প্রথম সিনেমা।
১১ ঘণ্টা আগেজুলাই সনদ সবার জন্য হয়নি বলে অভিযোগ করেছে নারী অধিকার সংগঠন ‘নারীর রাজনৈতিক অধিকার ফোরাম’। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়।
৪ দিন আগেলাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল কমিটি তাঁকে নোবেল দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে, ‘ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সংগত ও শান্তিপূর্ণ পরিবর্তনের
৫ দিন আগেজেসমিন পাথেইয়া শুধু একজন শিল্পী কিংবা উদ্যোক্তা নন; তিনি ভারতের রাস্তায় নারীদের প্রতি হয়রানি এবং লৈঙ্গিকভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কণ্ঠস্বর। কলেজজীবনে নিজে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছিলেন।
৫ দিন আগে