ফিচার ডেস্ক
বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ছয় দফা সুপারিশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গত সোমবার সংগঠনটি এই সুপারিশপত্র জমা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করাসহ এসব ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে দেখা করে এ সুপারিশপত্র হস্তান্তর করে।
বাংলাদেশ মহিলা পরিষদের ছয়টি সুপারিশের মধ্যে প্রথমটি হলো, বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে প্রতিটি অনুষদে কমিটি গঠন করা। অন্য তিনটি সুপারিশ করা হয়েছে ২০০৯ সালের হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে। সেগুলো হলো, রায়ের নির্দেশনায় যেসব বিষয়কে যৌন হয়রানি ও নিপীড়ন বলে উল্লেখ করা আছে, সেগুলো শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভায় আলোচনা করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিবিধির যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে সেই নির্দেশনার বিষয়গুলো যুক্ত করা এবং এ ধরনের ঘটনার জন্য অভিযোগ কমিটি গঠন ও কমিটির কার্যক্রম বিষয়ে অংশীজনের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করা।
এ ছাড়া অন্য দুটি সুপারিশ হলো, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম গতিশীল করা এবং সুপারিশ বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।
বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ছয় দফা সুপারিশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গত সোমবার সংগঠনটি এই সুপারিশপত্র জমা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করাসহ এসব ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে দেখা করে এ সুপারিশপত্র হস্তান্তর করে।
বাংলাদেশ মহিলা পরিষদের ছয়টি সুপারিশের মধ্যে প্রথমটি হলো, বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে প্রতিটি অনুষদে কমিটি গঠন করা। অন্য তিনটি সুপারিশ করা হয়েছে ২০০৯ সালের হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে। সেগুলো হলো, রায়ের নির্দেশনায় যেসব বিষয়কে যৌন হয়রানি ও নিপীড়ন বলে উল্লেখ করা আছে, সেগুলো শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভায় আলোচনা করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিবিধির যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে সেই নির্দেশনার বিষয়গুলো যুক্ত করা এবং এ ধরনের ঘটনার জন্য অভিযোগ কমিটি গঠন ও কমিটির কার্যক্রম বিষয়ে অংশীজনের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করা।
এ ছাড়া অন্য দুটি সুপারিশ হলো, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম গতিশীল করা এবং সুপারিশ বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।
পরিচিত বাস্তবতার কোথাও খানিক পরিবর্তন ঘটে গেছে। মানুষের নিরাপদ জায়গা হিসেবে যে পরিবারের কথা বলা হয়েছে সব সময়, সেখানেই এখন আর নিরাপদ নয় মানুষ। এ বছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে দেশে! এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
৪ দিন আগেজন্ম থেকে হৃৎপিণ্ডে জটিলতা। বড় হয়ে চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। তবে জীবন থেমে থাকেনি। নিজের চারপাশে মানুষজনের উৎসাহ, ভালোবাসা আর সহানুভূতি তাঁকে সাহস দিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে। একসময় অনলাইনে বসে দেখতে পান, কেউ একজন অন্যকে কাজ শেখাচ্ছেন, ঠিক তখনই মনে হয়...
৪ দিন আগেসেলফ ব্লেমিং কি মানসিক রোগ? এখান থেকে কীভাবে নিজেকে বের করে আনব? পরিবার-পরিজনের সঙ্গে আমার এই সমস্যার কারণে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড মানসিক চাপ নিয়ে দিন কাটাতে হচ্ছে
৫ দিন আগেমনে পড়ে গাজার ত্রাণবাহী সেই জাহাজের কথা? যে জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছিল মাঝ সমুদ্র থেকে। ‘ফ্রিডম ফ্লোটিলা’ আন্তর্জাতিক সংহতি সংগঠন গাজার অবরোধ ভাঙতে গত ১ জুন ইতালির কাতানিয়া উপকূল থেকে ‘ম্যাডলিন’ নামের একটি জাহাজ পাঠিয়েছিল। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে জাহাজে থাকা...
৫ দিন আগে