নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শত শত মেয়ের অমোঘ নিয়তির মতো, অষ্টম শ্রেণির পর আর পড়াশোনা করা হয়নি মাজেদা খানমের। কিশোরী বয়সেই বিয়ে হয় তাঁর। সেই সঙ্গে পাথরচাপা পড়ে যায় জীবন নামের জিনিসটি।
স্বামীর ঘরে যাওয়ার পর শুরু হয় যৌতুকের জন্য নির্যাতন। প্রথমে মোটরসাইকেল কিনতে ৭০ হাজার টাকা চাওয়া হয়। সেটা পাওয়ার পর প্রবাসে যাওয়ার জন্য চাওয়া হয় তিন লাখ টাকা। মাজেদার দরিদ্র মা-বাবা তা দিতে না পারায় শ্বশুরবাড়ির সবাই মিলে মারধর করেন তাঁকে। নির্যাতন সইতে না পেরে শ্বশুরবাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন হবিগঞ্জের এই নারী। কিন্তু বাবার বাড়ি ফিরে লাঞ্ছনা-গঞ্জনার মধ্যে কাটতে থাকে তাঁর দিন। একপর্যায়ে কেয়ার বাংলাদেশের সৌহার্দ্য প্রজেক্টে ট্রেনিং নেন তিনি। ৪০ হাজার টাকা পান সেখান থেকে। সেই টাকায় মাছ চাষ শুরু করেন মাজেদা।
শ্বশুরবাড়ির নির্যাতন আর বাবার বাড়ির লাঞ্ছনায় দিন কাটানো মাজেদা এখন স্বাবলম্বী। পাশাপাশি অন্যদেরও তিনি আয়ের পথ দেখাচ্ছেন। কেয়ার বাংলাদেশের সৌহার্দ্য প্রকল্পের আওতায় স্থানীয় সেবাদানকারী (এলএসপি) হিসেবে কাজ করছেন তিনি। গত সোমবার, ৩ জুন রাজধানীর একটি হোটেলে কেয়ার বাংলাদেশ আয়োজিত ‘সেলিব্রেটিং অ্যান্ড লঞ্চিং লোকাল সার্ভিস প্রোভাইডারস নেটওয়ার্ক: সাপোর্টিং আ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে নিজের জীবন বদলে ফেলার গল্প শোনান মাজেদা।
অনুষ্ঠানে সৌহার্দ্য প্রকল্পের আওতায় ‘উদ্যোক্তা তৈরি’ শীর্ষক প্রশিক্ষণে প্রশিক্ষিত স্থানীয় সেবাদানকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। আয়োজকেরা জানান, ইউএসএআইডির অর্থায়নে সৌহার্দ্য প্রকল্প বেসরকারি খাতের সঙ্গে স্থানীয় সেবাদানকারীদের সম্পৃক্ততা জোরদার করতে কাজ করছে। এই প্রকল্প ২ হাজার ৩০০ স্থানীয় সেবাদানকারীর সক্ষমতা বৃদ্ধি করেছে। প্রকল্পটি ৪৫০ জন স্থানীয় সেবাদানকারীকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য ‘উদ্যোক্তা তৈরি’ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক। তিনি বলেন, ‘আমরা খুবই খুশি যে এলএসপিরা রোগ, সঠিক টিকা এবং চিকিৎসা সম্পর্কে জানে। তারাই সৌহার্দ্যের আলোকিত মানুষ।’
কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস বলেন, সৌহার্দ্য প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকার দরিদ্র ও অতিদরিদ্র জনগণ তাদের জীবন-জীবিকার উন্নতি করতে সক্ষম হয়েছে।
শত শত মেয়ের অমোঘ নিয়তির মতো, অষ্টম শ্রেণির পর আর পড়াশোনা করা হয়নি মাজেদা খানমের। কিশোরী বয়সেই বিয়ে হয় তাঁর। সেই সঙ্গে পাথরচাপা পড়ে যায় জীবন নামের জিনিসটি।
স্বামীর ঘরে যাওয়ার পর শুরু হয় যৌতুকের জন্য নির্যাতন। প্রথমে মোটরসাইকেল কিনতে ৭০ হাজার টাকা চাওয়া হয়। সেটা পাওয়ার পর প্রবাসে যাওয়ার জন্য চাওয়া হয় তিন লাখ টাকা। মাজেদার দরিদ্র মা-বাবা তা দিতে না পারায় শ্বশুরবাড়ির সবাই মিলে মারধর করেন তাঁকে। নির্যাতন সইতে না পেরে শ্বশুরবাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন হবিগঞ্জের এই নারী। কিন্তু বাবার বাড়ি ফিরে লাঞ্ছনা-গঞ্জনার মধ্যে কাটতে থাকে তাঁর দিন। একপর্যায়ে কেয়ার বাংলাদেশের সৌহার্দ্য প্রজেক্টে ট্রেনিং নেন তিনি। ৪০ হাজার টাকা পান সেখান থেকে। সেই টাকায় মাছ চাষ শুরু করেন মাজেদা।
শ্বশুরবাড়ির নির্যাতন আর বাবার বাড়ির লাঞ্ছনায় দিন কাটানো মাজেদা এখন স্বাবলম্বী। পাশাপাশি অন্যদেরও তিনি আয়ের পথ দেখাচ্ছেন। কেয়ার বাংলাদেশের সৌহার্দ্য প্রকল্পের আওতায় স্থানীয় সেবাদানকারী (এলএসপি) হিসেবে কাজ করছেন তিনি। গত সোমবার, ৩ জুন রাজধানীর একটি হোটেলে কেয়ার বাংলাদেশ আয়োজিত ‘সেলিব্রেটিং অ্যান্ড লঞ্চিং লোকাল সার্ভিস প্রোভাইডারস নেটওয়ার্ক: সাপোর্টিং আ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে নিজের জীবন বদলে ফেলার গল্প শোনান মাজেদা।
অনুষ্ঠানে সৌহার্দ্য প্রকল্পের আওতায় ‘উদ্যোক্তা তৈরি’ শীর্ষক প্রশিক্ষণে প্রশিক্ষিত স্থানীয় সেবাদানকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। আয়োজকেরা জানান, ইউএসএআইডির অর্থায়নে সৌহার্দ্য প্রকল্প বেসরকারি খাতের সঙ্গে স্থানীয় সেবাদানকারীদের সম্পৃক্ততা জোরদার করতে কাজ করছে। এই প্রকল্প ২ হাজার ৩০০ স্থানীয় সেবাদানকারীর সক্ষমতা বৃদ্ধি করেছে। প্রকল্পটি ৪৫০ জন স্থানীয় সেবাদানকারীকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য ‘উদ্যোক্তা তৈরি’ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক। তিনি বলেন, ‘আমরা খুবই খুশি যে এলএসপিরা রোগ, সঠিক টিকা এবং চিকিৎসা সম্পর্কে জানে। তারাই সৌহার্দ্যের আলোকিত মানুষ।’
কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস বলেন, সৌহার্দ্য প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকার দরিদ্র ও অতিদরিদ্র জনগণ তাদের জীবন-জীবিকার উন্নতি করতে সক্ষম হয়েছে।
বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
২ দিন আগেপ্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
৪ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৫ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৫ দিন আগে