Ajker Patrika

রাজনীতিবিদ জোহরা তাজউদ্দীন

ডেস্ক রিপোর্ট
Thumbnail image

সৈয়দা জোহরা তাজউদ্দীনের জন্ম ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর। তাঁর পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। ১৯৫৯ সালে তাজউদ্দীন আহমদের সঙ্গে তাঁর বিয়ে হয়। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী। জোহরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন। ১৯৫৮ সালের আইয়ুববিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন।

১৯৬৮ সালে গঠিত রাজবন্দী সাহায্য কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন। জোহরা তাজউদ্দীন ছিলেন একজন সচেতন সমাজকর্মী। বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের আহ্বায়ক।

১৯৭৭ সালের এপ্রিল মাসে এক ঘরোয়া বৈঠকে সর্বসম্মতিক্রমে জোহরা তাজউদ্দীনের ওপর অর্পিত হয় আওয়ামী লীগের নেতৃত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর এক কঠিন সময়ে আওয়ামী লীগের হাল ধরেছিলেন তিনি। ১৯৮১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে দলে যোগ দিলে জোহরা তাজউদ্দীনকে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। সেই থেকে মৃত্যুর আগপর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের ২০ ডিসেম্বর সৈয়দা জোহরা তাজউদ্দীন মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত