জীবনধারা ডেস্ক
সময়ের নিয়মে বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে ২০২৩ সালের। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব কষতে কষতে আমরা পা রাখতে যাচ্ছি নতুন বছরে। অনেক সাফল্য ও অর্জনের পাশাপাশি এ বছর আমাদের রয়ে গেছে কিছু হারানোর ক্ষত। চিরবিদায় জানাতে হয়েছে অসংখ্য গুণী ব্যক্তিত্বকে।
নাদিরা বেগম
ভাওয়াইয়া গানের কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা নাদিরা বেগম ৬ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। নাদিরা বেগম ভাওয়াইয়া বিষয়ক সংগঠন বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদের উপদেষ্টা, ভাওয়াইয়া একাডেমির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাওয়াইয়া সংসদের চেয়ারম্যান ছিলেন। এই বীর মুক্তিযোদ্ধাকে জয়পুরহাটে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হয়।
জিনাত বরকতুল্লাহ
২০২৩ সালের ২০ সেপ্টেম্বর মারা যান একুশে পদক প্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২২ সালে একুশে পদকে ভূষিত করে। শুধু নৃত্য চর্চায় নয়, অভিনয়েও সাবলীল ছিলেন তিনি। ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। প্রায় ৮০টি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন জিনাত বরকতুল্লাহ।
পান্না কায়সার
চলতি বছরের ৪ আগস্ট মারা যান লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার। তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা। লেখালেখির জগতে পান্না কায়সারের প্রবেশ ১৯৯১ সালে। তাঁর প্রথম গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’। তাঁর অন্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—‘মুক্তি’, ‘নীলিমায় নীল’, ‘হৃদয়ে একাত্তর’, ‘আমি ও আমার মুক্তিযুদ্ধ’, ‘মুক্তিযুদ্ধ-সমগ্র’, ‘একাত্তরের শহীদ শহীদুল্লা কায়সার’, ‘মুক্তিযুদ্ধের কথকতা’, ‘হৃদয়ে বাংলাদেশ’ প্রভৃতি।
মিতা চৌধুরী
সত্তর-আশির দশকের জনপ্রিয় নাট্যশিল্পী মিতা চৌধুরী। শুধু টিভি নাটকই নয়, মঞ্চে ‘সূচনা’ ও ‘গুড নাইট মা’ এর মতো প্রযোজনায় অবদান ছিল তাঁর। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী ‘গুড নাইট মা’ নাটকের পাণ্ডুলিপি তৈরি করেন। মঞ্চনাটকে সূক্ষ্ম অভিনয় বা টিভি পর্দায় জাঁদরেল অভিনেত্রী সবকিছুতেই স্বাভাবিকভাবে মানিয়ে যেতেন তিনি। ক্যানসার আক্রান্ত হয়ে চলতি বছরের ২৯ জুন মৃত্যু হয় তাঁর।
বুলবুল মহলানবীশ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ এ বছরের ১৪ জুলাই মারা যান। ১৭ জুলাই রাষ্ট্রীয় সম্মান ও ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয় তাঁকে।
সুফিয়া খাতুন
বিদুষী লেখক, শিক্ষক ও সমাজসেবক সুফিয়া খাতুন চলতি বছরের ৭ জানুয়ারি মারা যান। তিনি ২০২১ সালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ‘জীবন নদীর বাঁকে বাঁকে’ বইয়ের লেখক। সুফিয়া খাতুন ছিলেন একজন সফল স্কুলশিক্ষক। ’৫০ এর দশক থেকে শুরু করে ২৩ বছর তিনি সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, ভিকারুননিসা নূন স্কুল ও তৎকালীন ক্যান্টনমেন্ট মডার্ন স্কুলে শিক্ষকতা করেছেন। সমাজসেবাধর্মী বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন সুফিয়া খাতুন।
সময়ের নিয়মে বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে ২০২৩ সালের। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব কষতে কষতে আমরা পা রাখতে যাচ্ছি নতুন বছরে। অনেক সাফল্য ও অর্জনের পাশাপাশি এ বছর আমাদের রয়ে গেছে কিছু হারানোর ক্ষত। চিরবিদায় জানাতে হয়েছে অসংখ্য গুণী ব্যক্তিত্বকে।
নাদিরা বেগম
ভাওয়াইয়া গানের কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা নাদিরা বেগম ৬ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। নাদিরা বেগম ভাওয়াইয়া বিষয়ক সংগঠন বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদের উপদেষ্টা, ভাওয়াইয়া একাডেমির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাওয়াইয়া সংসদের চেয়ারম্যান ছিলেন। এই বীর মুক্তিযোদ্ধাকে জয়পুরহাটে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হয়।
জিনাত বরকতুল্লাহ
২০২৩ সালের ২০ সেপ্টেম্বর মারা যান একুশে পদক প্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২২ সালে একুশে পদকে ভূষিত করে। শুধু নৃত্য চর্চায় নয়, অভিনয়েও সাবলীল ছিলেন তিনি। ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। প্রায় ৮০টি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন জিনাত বরকতুল্লাহ।
পান্না কায়সার
চলতি বছরের ৪ আগস্ট মারা যান লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার। তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা। লেখালেখির জগতে পান্না কায়সারের প্রবেশ ১৯৯১ সালে। তাঁর প্রথম গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’। তাঁর অন্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—‘মুক্তি’, ‘নীলিমায় নীল’, ‘হৃদয়ে একাত্তর’, ‘আমি ও আমার মুক্তিযুদ্ধ’, ‘মুক্তিযুদ্ধ-সমগ্র’, ‘একাত্তরের শহীদ শহীদুল্লা কায়সার’, ‘মুক্তিযুদ্ধের কথকতা’, ‘হৃদয়ে বাংলাদেশ’ প্রভৃতি।
মিতা চৌধুরী
সত্তর-আশির দশকের জনপ্রিয় নাট্যশিল্পী মিতা চৌধুরী। শুধু টিভি নাটকই নয়, মঞ্চে ‘সূচনা’ ও ‘গুড নাইট মা’ এর মতো প্রযোজনায় অবদান ছিল তাঁর। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী ‘গুড নাইট মা’ নাটকের পাণ্ডুলিপি তৈরি করেন। মঞ্চনাটকে সূক্ষ্ম অভিনয় বা টিভি পর্দায় জাঁদরেল অভিনেত্রী সবকিছুতেই স্বাভাবিকভাবে মানিয়ে যেতেন তিনি। ক্যানসার আক্রান্ত হয়ে চলতি বছরের ২৯ জুন মৃত্যু হয় তাঁর।
বুলবুল মহলানবীশ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ এ বছরের ১৪ জুলাই মারা যান। ১৭ জুলাই রাষ্ট্রীয় সম্মান ও ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয় তাঁকে।
সুফিয়া খাতুন
বিদুষী লেখক, শিক্ষক ও সমাজসেবক সুফিয়া খাতুন চলতি বছরের ৭ জানুয়ারি মারা যান। তিনি ২০২১ সালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ‘জীবন নদীর বাঁকে বাঁকে’ বইয়ের লেখক। সুফিয়া খাতুন ছিলেন একজন সফল স্কুলশিক্ষক। ’৫০ এর দশক থেকে শুরু করে ২৩ বছর তিনি সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, ভিকারুননিসা নূন স্কুল ও তৎকালীন ক্যান্টনমেন্ট মডার্ন স্কুলে শিক্ষকতা করেছেন। সমাজসেবাধর্মী বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন সুফিয়া খাতুন।
প্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
২ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৩ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৩ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
৩ দিন আগে