যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারকে মেসির কল্যাণে এখন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ভালোই চেনেন। এই লিগে ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং নিউইয়র্ক সিটি এফসির খেলা চলছিল। হঠাৎ সাময়িক ছেদ খেলায়। হঠাৎ এই বিপত্তির কারণ ছোট্ট এক স্তন্যপায়ী প্রাণী, র্যাকুন। সরিয়ে নেওয়ার আগে ১৬১ সেকেন্ড বা দুই মিনিট ৪১ সেকেন্ড এটি মাঠে দৌড়ে বেড়ায়।
গত বুধবার অর্থাৎ ১৫ মার্চ রাতে (যুক্তরাষ্ট্রের সময়) পেনসিলভানিয়ার চেস্টারের সাবারু পার্ক স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় খেলোয়াড়দের সাইডলাইনে থেকে স্টেডিয়ামের কর্মীদের আবর্জনার টিন হাতে র্যাকুনটিকে তাড়া করার দৃশ্য দেখা যায়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটা দারুণ উপভোগ্য একটি বিষয়,’ ওই তাড়া করার সময় মন্তব্য করেন খেলার উপস্থাপক কলাম উইলিয়ামস।
মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে ঢুকে পড়া প্রাণীটির নাম দেন রাকিনহো দ্য র্যাকুন। প্রাণীটি যখন কর্মীদের এড়ানোর জন্য দৌড়াচ্ছিল, তখন দর্শকেরা চিৎকার করে একে বাহবা দিচ্ছিল।
শেষ পর্যন্ত স্টেডিয়ামের কর্মীরা র্যাকুনটিকে আবর্জনার ক্যানের সাহায্যে ধরতে সক্ষম হন এবং এটিকে মাঠের বাইরে নিয়ে যান।
এর মাধ্যমে মেজর লিগে নতুন একটি রেকর্ড গড়ল র্যাকুনটি। ‘র্যাকুন রাকিনহো আজ রাতে ১৬১ সেকেন্ড মাঠে ছিল। এমএলএসের ইতিহাসে কোনো র্যাকুনের জন্য এটি সর্বোচ্চ সময়।’ এক টুইটে জানায় এমএসএল।
মেজর লিগের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে পেস্ট কন্ট্রোল কোম্পানি হফম্যানস স্টেডিয়াম থেকে র্যাকুনটিকে সরিয়ে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়েছে।
‘নিশ্চিত থাকুন, আমাদের নতুন বন্ধুকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।’ ইউএসএ টুডেকে বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারকে মেসির কল্যাণে এখন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ভালোই চেনেন। এই লিগে ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং নিউইয়র্ক সিটি এফসির খেলা চলছিল। হঠাৎ সাময়িক ছেদ খেলায়। হঠাৎ এই বিপত্তির কারণ ছোট্ট এক স্তন্যপায়ী প্রাণী, র্যাকুন। সরিয়ে নেওয়ার আগে ১৬১ সেকেন্ড বা দুই মিনিট ৪১ সেকেন্ড এটি মাঠে দৌড়ে বেড়ায়।
গত বুধবার অর্থাৎ ১৫ মার্চ রাতে (যুক্তরাষ্ট্রের সময়) পেনসিলভানিয়ার চেস্টারের সাবারু পার্ক স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় খেলোয়াড়দের সাইডলাইনে থেকে স্টেডিয়ামের কর্মীদের আবর্জনার টিন হাতে র্যাকুনটিকে তাড়া করার দৃশ্য দেখা যায়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটা দারুণ উপভোগ্য একটি বিষয়,’ ওই তাড়া করার সময় মন্তব্য করেন খেলার উপস্থাপক কলাম উইলিয়ামস।
মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে ঢুকে পড়া প্রাণীটির নাম দেন রাকিনহো দ্য র্যাকুন। প্রাণীটি যখন কর্মীদের এড়ানোর জন্য দৌড়াচ্ছিল, তখন দর্শকেরা চিৎকার করে একে বাহবা দিচ্ছিল।
শেষ পর্যন্ত স্টেডিয়ামের কর্মীরা র্যাকুনটিকে আবর্জনার ক্যানের সাহায্যে ধরতে সক্ষম হন এবং এটিকে মাঠের বাইরে নিয়ে যান।
এর মাধ্যমে মেজর লিগে নতুন একটি রেকর্ড গড়ল র্যাকুনটি। ‘র্যাকুন রাকিনহো আজ রাতে ১৬১ সেকেন্ড মাঠে ছিল। এমএলএসের ইতিহাসে কোনো র্যাকুনের জন্য এটি সর্বোচ্চ সময়।’ এক টুইটে জানায় এমএসএল।
মেজর লিগের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে পেস্ট কন্ট্রোল কোম্পানি হফম্যানস স্টেডিয়াম থেকে র্যাকুনটিকে সরিয়ে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়েছে।
‘নিশ্চিত থাকুন, আমাদের নতুন বন্ধুকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।’ ইউএসএ টুডেকে বলেন তিনি।
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
৩ দিন আগেবিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৯ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
১০ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
১২ দিন আগে