একটি উড়োজাহাজ কত বড় হতে পারে? যদি বলি একটি ফুটবল মাঠের সমান! অবিশ্বাস্য হলেও এমন বিশাল একটি উড়োজাহাজ তৈরির কাজ শুরু হতে যাচ্ছে। ভাগ্য ভালো থাকলে কয়েক বছরের মধ্যে ফুটবল মাঠের আকারের উড়োজাহাজটিকে মাথার ওপর দিয়ে উড়ে যেতেও দেখতে পারেন!
গত জানুয়ারিতে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ স্ট্রেটোলঞ্চ রক তার দীর্ঘতম পরীক্ষামূলক ফ্লাইট শেষ করার পর বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। মূলত রকেট এবং হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুতগতির যান বহন করার জন্য নকশা করা হয় এর। ২৩৯ ফুট লম্বা উড়োজাহাজটি পাঁচ লাখ পাউন্ড ওজন বহনে সক্ষম বলে দাবি করা হয়েছে। কমপক্ষে ১২ হাজার ফুট লম্বা একটি রানওয়ে প্রয়োজন এর ওড়ার জন্য। দুটি বোয়িং ৭৪৭-৪০০ জাম্বো জেটের সমন্বয়ে তৈরি করা হয় বিশালাকায় উড়োজাহাজটি।
তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, এখন আরও বড় এক উড়োজাহাজের কাজ চলছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, ৩৫৬ ফুট লম্বা (ফুটবল মাঠের চেয়ে চার ফুট কম) উইন্ডরানার নামের উড়োজাহাজটি তৈরি হয়ে গেলে, দৈর্ঘ্য এবং মালামাল বহনের দিক থেকে এটি হবে ইতিহাসের বৃহত্তম উড়োজাহাজ। ৮০ টন ধারণক্ষমতার উইন্ডরানারটিকে বিশ্বের বৃহত্তম উইন্ড টারবাইন ব্লেড বা বায়ুকলের পাখা বহন করার উদ্দেশ্য নিয়ে নকশা করা হয়েছে। এ ধরনের পাখা এত বিশাল যে স্থলপথে পরিবহন সম্ভব নয়। সে ক্ষেত্রে উড়োজাহাজটি নবায়নযোগ্য শক্তির বিভিন্ন প্রকল্পে যে দারুণ কাজে লাগবে তাতে সন্দেহ নেই।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) প্রশিক্ষিত রকেট বিজ্ঞানী মার্ক লুন্ডস্ট্রম ২০১৬ সালে কলোরাডো-ভিত্তিক স্টার্টআপ রেডিয়া প্রতিষ্ঠা করেন। উইন্ডরানারের প্রাথমিক নকশা বছরের পর বছর গোপন রাখা হয়েছিল। প্রকৌশলীদের একটি দলের সঙ্গে লুন্ডস্ট্রম বিষয়টি নিয়ে কাজ করছেন গত সাত বছর।
রেডিয়ার মতে, উইন্ডরানার ছয় হাজার ফুটের মতো ছোট এয়ারস্ট্রিপে অবতরণ করতে সক্ষম হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, বাণিজ্যিক কার্যক্রম ২০২৭ সালের প্রথম দিকে শুরু করতে পারে। যদিও রেডিয়া আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি।
এটি নিঃসন্দেহে উড়োজাহাজ চালনায় একটি বিশাল অগ্রগতি, সম্ভাব্য নবায়নযোগ্য শক্তির জন্যও। তবে এটাও ঠিক, একটি ফুটবল মাঠের আকারের কোনো উড়োজাহাজকে মাথার ওপর দিয়ে উড়ে যেতে দেখাটা কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে অনেকের জন্যই।
একটি উড়োজাহাজ কত বড় হতে পারে? যদি বলি একটি ফুটবল মাঠের সমান! অবিশ্বাস্য হলেও এমন বিশাল একটি উড়োজাহাজ তৈরির কাজ শুরু হতে যাচ্ছে। ভাগ্য ভালো থাকলে কয়েক বছরের মধ্যে ফুটবল মাঠের আকারের উড়োজাহাজটিকে মাথার ওপর দিয়ে উড়ে যেতেও দেখতে পারেন!
গত জানুয়ারিতে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ স্ট্রেটোলঞ্চ রক তার দীর্ঘতম পরীক্ষামূলক ফ্লাইট শেষ করার পর বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। মূলত রকেট এবং হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুতগতির যান বহন করার জন্য নকশা করা হয় এর। ২৩৯ ফুট লম্বা উড়োজাহাজটি পাঁচ লাখ পাউন্ড ওজন বহনে সক্ষম বলে দাবি করা হয়েছে। কমপক্ষে ১২ হাজার ফুট লম্বা একটি রানওয়ে প্রয়োজন এর ওড়ার জন্য। দুটি বোয়িং ৭৪৭-৪০০ জাম্বো জেটের সমন্বয়ে তৈরি করা হয় বিশালাকায় উড়োজাহাজটি।
তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, এখন আরও বড় এক উড়োজাহাজের কাজ চলছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, ৩৫৬ ফুট লম্বা (ফুটবল মাঠের চেয়ে চার ফুট কম) উইন্ডরানার নামের উড়োজাহাজটি তৈরি হয়ে গেলে, দৈর্ঘ্য এবং মালামাল বহনের দিক থেকে এটি হবে ইতিহাসের বৃহত্তম উড়োজাহাজ। ৮০ টন ধারণক্ষমতার উইন্ডরানারটিকে বিশ্বের বৃহত্তম উইন্ড টারবাইন ব্লেড বা বায়ুকলের পাখা বহন করার উদ্দেশ্য নিয়ে নকশা করা হয়েছে। এ ধরনের পাখা এত বিশাল যে স্থলপথে পরিবহন সম্ভব নয়। সে ক্ষেত্রে উড়োজাহাজটি নবায়নযোগ্য শক্তির বিভিন্ন প্রকল্পে যে দারুণ কাজে লাগবে তাতে সন্দেহ নেই।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) প্রশিক্ষিত রকেট বিজ্ঞানী মার্ক লুন্ডস্ট্রম ২০১৬ সালে কলোরাডো-ভিত্তিক স্টার্টআপ রেডিয়া প্রতিষ্ঠা করেন। উইন্ডরানারের প্রাথমিক নকশা বছরের পর বছর গোপন রাখা হয়েছিল। প্রকৌশলীদের একটি দলের সঙ্গে লুন্ডস্ট্রম বিষয়টি নিয়ে কাজ করছেন গত সাত বছর।
রেডিয়ার মতে, উইন্ডরানার ছয় হাজার ফুটের মতো ছোট এয়ারস্ট্রিপে অবতরণ করতে সক্ষম হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, বাণিজ্যিক কার্যক্রম ২০২৭ সালের প্রথম দিকে শুরু করতে পারে। যদিও রেডিয়া আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি।
এটি নিঃসন্দেহে উড়োজাহাজ চালনায় একটি বিশাল অগ্রগতি, সম্ভাব্য নবায়নযোগ্য শক্তির জন্যও। তবে এটাও ঠিক, একটি ফুটবল মাঠের আকারের কোনো উড়োজাহাজকে মাথার ওপর দিয়ে উড়ে যেতে দেখাটা কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে অনেকের জন্যই।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫