চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্রহটি নিলামে তোলার।
সম্প্রতি লন্ডন, নিউ ইয়র্ক ও শিকাগোতে ক্লিভল্যান্ডের সংগ্রহের ৫০০ পোস্টার ও লবির কার্ড নিয়ে প্রদর্শনী হয়েছে। এর মধ্যে রয়েছে ‘কিং কং’, ‘কাসাব্লাঙ্কা’ ও ‘২০০১: এ স্পেস ওডিসি’-এর মতো সর্বকালের সেরা চলচ্চিত্রগুলোর পোস্টার।
আগামী ২৭ ও ২৮ মার্চ ডালাসের হেরিটেজ শোরুমে এই পোস্টার ও লবি কার্ডগুলো নিলামে তুলবেন বলে জানান ক্লিভল্যান্ড।
৬৫ বছর বয়সী ক্লিভল্যান্ড এএফপিকে বলেন, “আমি প্রতিটি পোস্টারকে ভালোবাসি, কারণ প্রতিটিই আমি নিজে বাছাই করেছি। এগুলো বাণিজ্যিক শিল্পকর্ম। এগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এগুলো আমাদের বলত, ‘এই সিনেমাটি দেখো’। ”
এগুলো শুধু বিজ্ঞাপনের জন্যই তৈরি পোস্টারই নয়, বরং ‘গুরুত্বপূর্ণ শিল্পকর্ম’ বলে মনে করেন ক্লিভল্যান্ড।
প্রায় ১২৫ বছরের চলচ্চিত্র ইতিহাসকে তুলে ধরা এই পোস্টার ও কার্ডগুলো একসময় সিনেমা হলের লবিতে প্রদর্শিত হতো। এর মধ্যে অনেক ছবিই ১৯ ও ২০ শতকের শুরুর দিকের।
ক্লিভল্যান্ড বলেন, ‘৫০ বছর পর এসে এই সংগ্রহে নতুন কিছু যোগ করা কঠিন হয়ে পড়ছে। আমি মনে করি না, এই শখে আরও কিছু করতে বা দিতে পারি।’
তিনি মনে করেন, কিছু পোস্টার নিলামে অন্যান্যগুলোর চেয়ে ভালো দামে বিক্রি হবে। যেমন, ১৯৩৩ সালের ‘কিং কং’-এর পোস্টারটি, যেখানে অভিনেত্রী ফে রেকে দানবটির হাত থেকে ধরতে দেখা যাচ্ছে।
এই পোস্টারের আনুমানিক মূল্য ৪০ হাজার থেকে ৮০ হাজার ডলার।
ক্লিভল্যান্ড বলেন, ‘আমার এবং অধিকাংশ সংগ্রাহকের মধ্যে পার্থক্য হলো, আমি প্রথমে শিল্পকর্মের প্রেমে পড়ি। আমি সিনেমার পটভূমি থেকে পোস্টার সংগ্রহে আগ্রহী হই না।’
ক্লিভল্যান্ড স্মৃতিচারণ করে বলেন, স্কুলে যখন তাঁর আর্ট শিক্ষক চলচ্চিত্রের পোস্টার এবং লবি কার্ড প্রদর্শন করতেন, সে থেকে এগুলো সংগ্রহের আগ্রহ তৈরি হয়েছিল।
ক্লিভল্যান্ড বলেন, ‘আমরা প্রতিদিন এগুলো দেখতাম। আমরা সেগুলো নিয়ে বেশ মজা করতাম। কারণ তার কাছে বেশ কিছু বিশেষ সংগ্রহ ছিল।
ক্লিভল্যান্ড ১৯৭৭ সালে একদিন ১৯২৯ সালের ‘ওলফ সং’ সিনেমার একটি লবি কার্ডের প্রতি আকৃষ্ট হন, যেখানে অভিনয় করেছিলেন গ্যারি কুপার এবং মেক্সিকান অভিনেত্রী লুপি ভেলেজ। সেই থেকে তাঁর পোস্টার ও কার্ড সংগ্রহের আগ্রহ বাড়তে থাকে।
২০১৯ সালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের নরটন মিউজিয়াম অব আর্টে ক্লিভল্যান্ডের এই বিশাল সংগ্রহ প্রদর্শিত হয়েছিল। এছাড়াও সান ডিয়েগো, লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কেও প্রদর্শনী আয়োজিত হয়।
ক্লিভল্যান্ড জানান, ১৯৪২ সালের ‘কাসাব্লাঙ্কা’ সিনেমার একটি ১৯৫৩ সালে বানানো একটি ইতালীয় পোস্টারসহ বেশকিছু বিরল সংগ্রহ নিলামে উঠবে। বেশিরভাগ পোস্টারের আনুমানিক মূল্য ১ হাজার থেকে ২ হাজার ডলারের মধ্যে হবে।
হেরিটেজ অনুমান করেছে, পুরো নিলাম থেকে এক মিলিয়ন ডলার উঠতে পারে। হেরিটেজের ভাইস প্রেসিডেন্ট জো ম্যাডালেনা বলেন, ‘হেরিটেজে ক্লিভল্যান্ডের যেসব সংগ্রহ উপস্থাপন করা হবে, তা সেরা সংগ্রহের মধ্যে সেরা।’
ডালাস নিলামের পর ক্লিভল্যান্ড নিজের কাছে প্রায় ১০ হাজার লবি কার্ড ও প্রায় ৫০০ পোস্টার রাখবেন। এগুলো তিনি দান করতে বা নিলামে তুলতে পারেন। ক্লিভল্যান্ড বলেন, ‘কিছু পোস্টার হাতছাড়া হলে কষ্ট হবে কিন্তু আমি খুশি হব এই ভেবে যে, সেগুলো অন্য সংগ্রাহকদের হাতে যাচ্ছে, যাদের কাছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ।’
চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্রহটি নিলামে তোলার।
সম্প্রতি লন্ডন, নিউ ইয়র্ক ও শিকাগোতে ক্লিভল্যান্ডের সংগ্রহের ৫০০ পোস্টার ও লবির কার্ড নিয়ে প্রদর্শনী হয়েছে। এর মধ্যে রয়েছে ‘কিং কং’, ‘কাসাব্লাঙ্কা’ ও ‘২০০১: এ স্পেস ওডিসি’-এর মতো সর্বকালের সেরা চলচ্চিত্রগুলোর পোস্টার।
আগামী ২৭ ও ২৮ মার্চ ডালাসের হেরিটেজ শোরুমে এই পোস্টার ও লবি কার্ডগুলো নিলামে তুলবেন বলে জানান ক্লিভল্যান্ড।
৬৫ বছর বয়সী ক্লিভল্যান্ড এএফপিকে বলেন, “আমি প্রতিটি পোস্টারকে ভালোবাসি, কারণ প্রতিটিই আমি নিজে বাছাই করেছি। এগুলো বাণিজ্যিক শিল্পকর্ম। এগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এগুলো আমাদের বলত, ‘এই সিনেমাটি দেখো’। ”
এগুলো শুধু বিজ্ঞাপনের জন্যই তৈরি পোস্টারই নয়, বরং ‘গুরুত্বপূর্ণ শিল্পকর্ম’ বলে মনে করেন ক্লিভল্যান্ড।
প্রায় ১২৫ বছরের চলচ্চিত্র ইতিহাসকে তুলে ধরা এই পোস্টার ও কার্ডগুলো একসময় সিনেমা হলের লবিতে প্রদর্শিত হতো। এর মধ্যে অনেক ছবিই ১৯ ও ২০ শতকের শুরুর দিকের।
ক্লিভল্যান্ড বলেন, ‘৫০ বছর পর এসে এই সংগ্রহে নতুন কিছু যোগ করা কঠিন হয়ে পড়ছে। আমি মনে করি না, এই শখে আরও কিছু করতে বা দিতে পারি।’
তিনি মনে করেন, কিছু পোস্টার নিলামে অন্যান্যগুলোর চেয়ে ভালো দামে বিক্রি হবে। যেমন, ১৯৩৩ সালের ‘কিং কং’-এর পোস্টারটি, যেখানে অভিনেত্রী ফে রেকে দানবটির হাত থেকে ধরতে দেখা যাচ্ছে।
এই পোস্টারের আনুমানিক মূল্য ৪০ হাজার থেকে ৮০ হাজার ডলার।
ক্লিভল্যান্ড বলেন, ‘আমার এবং অধিকাংশ সংগ্রাহকের মধ্যে পার্থক্য হলো, আমি প্রথমে শিল্পকর্মের প্রেমে পড়ি। আমি সিনেমার পটভূমি থেকে পোস্টার সংগ্রহে আগ্রহী হই না।’
ক্লিভল্যান্ড স্মৃতিচারণ করে বলেন, স্কুলে যখন তাঁর আর্ট শিক্ষক চলচ্চিত্রের পোস্টার এবং লবি কার্ড প্রদর্শন করতেন, সে থেকে এগুলো সংগ্রহের আগ্রহ তৈরি হয়েছিল।
ক্লিভল্যান্ড বলেন, ‘আমরা প্রতিদিন এগুলো দেখতাম। আমরা সেগুলো নিয়ে বেশ মজা করতাম। কারণ তার কাছে বেশ কিছু বিশেষ সংগ্রহ ছিল।
ক্লিভল্যান্ড ১৯৭৭ সালে একদিন ১৯২৯ সালের ‘ওলফ সং’ সিনেমার একটি লবি কার্ডের প্রতি আকৃষ্ট হন, যেখানে অভিনয় করেছিলেন গ্যারি কুপার এবং মেক্সিকান অভিনেত্রী লুপি ভেলেজ। সেই থেকে তাঁর পোস্টার ও কার্ড সংগ্রহের আগ্রহ বাড়তে থাকে।
২০১৯ সালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের নরটন মিউজিয়াম অব আর্টে ক্লিভল্যান্ডের এই বিশাল সংগ্রহ প্রদর্শিত হয়েছিল। এছাড়াও সান ডিয়েগো, লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কেও প্রদর্শনী আয়োজিত হয়।
ক্লিভল্যান্ড জানান, ১৯৪২ সালের ‘কাসাব্লাঙ্কা’ সিনেমার একটি ১৯৫৩ সালে বানানো একটি ইতালীয় পোস্টারসহ বেশকিছু বিরল সংগ্রহ নিলামে উঠবে। বেশিরভাগ পোস্টারের আনুমানিক মূল্য ১ হাজার থেকে ২ হাজার ডলারের মধ্যে হবে।
হেরিটেজ অনুমান করেছে, পুরো নিলাম থেকে এক মিলিয়ন ডলার উঠতে পারে। হেরিটেজের ভাইস প্রেসিডেন্ট জো ম্যাডালেনা বলেন, ‘হেরিটেজে ক্লিভল্যান্ডের যেসব সংগ্রহ উপস্থাপন করা হবে, তা সেরা সংগ্রহের মধ্যে সেরা।’
ডালাস নিলামের পর ক্লিভল্যান্ড নিজের কাছে প্রায় ১০ হাজার লবি কার্ড ও প্রায় ৫০০ পোস্টার রাখবেন। এগুলো তিনি দান করতে বা নিলামে তুলতে পারেন। ক্লিভল্যান্ড বলেন, ‘কিছু পোস্টার হাতছাড়া হলে কষ্ট হবে কিন্তু আমি খুশি হব এই ভেবে যে, সেগুলো অন্য সংগ্রাহকদের হাতে যাচ্ছে, যাদের কাছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ।’
বিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগেচীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশার এক আবাসিক এলাকা লাল ব্যানার টাঙিয়ে স্বামীর পরকীয়ার প্রতিবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী। ব্যানারে ওই নারী ব্যঙ্গ করে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করায় ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন।
৯ দিন আগে