চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্রহটি নিলামে তোলার।
সম্প্রতি লন্ডন, নিউ ইয়র্ক ও শিকাগোতে ক্লিভল্যান্ডের সংগ্রহের ৫০০ পোস্টার ও লবির কার্ড নিয়ে প্রদর্শনী হয়েছে। এর মধ্যে রয়েছে ‘কিং কং’, ‘কাসাব্লাঙ্কা’ ও ‘২০০১: এ স্পেস ওডিসি’-এর মতো সর্বকালের সেরা চলচ্চিত্রগুলোর পোস্টার।
আগামী ২৭ ও ২৮ মার্চ ডালাসের হেরিটেজ শোরুমে এই পোস্টার ও লবি কার্ডগুলো নিলামে তুলবেন বলে জানান ক্লিভল্যান্ড।
৬৫ বছর বয়সী ক্লিভল্যান্ড এএফপিকে বলেন, “আমি প্রতিটি পোস্টারকে ভালোবাসি, কারণ প্রতিটিই আমি নিজে বাছাই করেছি। এগুলো বাণিজ্যিক শিল্পকর্ম। এগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এগুলো আমাদের বলত, ‘এই সিনেমাটি দেখো’। ”
এগুলো শুধু বিজ্ঞাপনের জন্যই তৈরি পোস্টারই নয়, বরং ‘গুরুত্বপূর্ণ শিল্পকর্ম’ বলে মনে করেন ক্লিভল্যান্ড।
প্রায় ১২৫ বছরের চলচ্চিত্র ইতিহাসকে তুলে ধরা এই পোস্টার ও কার্ডগুলো একসময় সিনেমা হলের লবিতে প্রদর্শিত হতো। এর মধ্যে অনেক ছবিই ১৯ ও ২০ শতকের শুরুর দিকের।
ক্লিভল্যান্ড বলেন, ‘৫০ বছর পর এসে এই সংগ্রহে নতুন কিছু যোগ করা কঠিন হয়ে পড়ছে। আমি মনে করি না, এই শখে আরও কিছু করতে বা দিতে পারি।’
তিনি মনে করেন, কিছু পোস্টার নিলামে অন্যান্যগুলোর চেয়ে ভালো দামে বিক্রি হবে। যেমন, ১৯৩৩ সালের ‘কিং কং’-এর পোস্টারটি, যেখানে অভিনেত্রী ফে রেকে দানবটির হাত থেকে ধরতে দেখা যাচ্ছে।
এই পোস্টারের আনুমানিক মূল্য ৪০ হাজার থেকে ৮০ হাজার ডলার।
ক্লিভল্যান্ড বলেন, ‘আমার এবং অধিকাংশ সংগ্রাহকের মধ্যে পার্থক্য হলো, আমি প্রথমে শিল্পকর্মের প্রেমে পড়ি। আমি সিনেমার পটভূমি থেকে পোস্টার সংগ্রহে আগ্রহী হই না।’
ক্লিভল্যান্ড স্মৃতিচারণ করে বলেন, স্কুলে যখন তাঁর আর্ট শিক্ষক চলচ্চিত্রের পোস্টার এবং লবি কার্ড প্রদর্শন করতেন, সে থেকে এগুলো সংগ্রহের আগ্রহ তৈরি হয়েছিল।
ক্লিভল্যান্ড বলেন, ‘আমরা প্রতিদিন এগুলো দেখতাম। আমরা সেগুলো নিয়ে বেশ মজা করতাম। কারণ তার কাছে বেশ কিছু বিশেষ সংগ্রহ ছিল।
ক্লিভল্যান্ড ১৯৭৭ সালে একদিন ১৯২৯ সালের ‘ওলফ সং’ সিনেমার একটি লবি কার্ডের প্রতি আকৃষ্ট হন, যেখানে অভিনয় করেছিলেন গ্যারি কুপার এবং মেক্সিকান অভিনেত্রী লুপি ভেলেজ। সেই থেকে তাঁর পোস্টার ও কার্ড সংগ্রহের আগ্রহ বাড়তে থাকে।
২০১৯ সালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের নরটন মিউজিয়াম অব আর্টে ক্লিভল্যান্ডের এই বিশাল সংগ্রহ প্রদর্শিত হয়েছিল। এছাড়াও সান ডিয়েগো, লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কেও প্রদর্শনী আয়োজিত হয়।
ক্লিভল্যান্ড জানান, ১৯৪২ সালের ‘কাসাব্লাঙ্কা’ সিনেমার একটি ১৯৫৩ সালে বানানো একটি ইতালীয় পোস্টারসহ বেশকিছু বিরল সংগ্রহ নিলামে উঠবে। বেশিরভাগ পোস্টারের আনুমানিক মূল্য ১ হাজার থেকে ২ হাজার ডলারের মধ্যে হবে।
হেরিটেজ অনুমান করেছে, পুরো নিলাম থেকে এক মিলিয়ন ডলার উঠতে পারে। হেরিটেজের ভাইস প্রেসিডেন্ট জো ম্যাডালেনা বলেন, ‘হেরিটেজে ক্লিভল্যান্ডের যেসব সংগ্রহ উপস্থাপন করা হবে, তা সেরা সংগ্রহের মধ্যে সেরা।’
ডালাস নিলামের পর ক্লিভল্যান্ড নিজের কাছে প্রায় ১০ হাজার লবি কার্ড ও প্রায় ৫০০ পোস্টার রাখবেন। এগুলো তিনি দান করতে বা নিলামে তুলতে পারেন। ক্লিভল্যান্ড বলেন, ‘কিছু পোস্টার হাতছাড়া হলে কষ্ট হবে কিন্তু আমি খুশি হব এই ভেবে যে, সেগুলো অন্য সংগ্রাহকদের হাতে যাচ্ছে, যাদের কাছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ।’
চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্রহটি নিলামে তোলার।
সম্প্রতি লন্ডন, নিউ ইয়র্ক ও শিকাগোতে ক্লিভল্যান্ডের সংগ্রহের ৫০০ পোস্টার ও লবির কার্ড নিয়ে প্রদর্শনী হয়েছে। এর মধ্যে রয়েছে ‘কিং কং’, ‘কাসাব্লাঙ্কা’ ও ‘২০০১: এ স্পেস ওডিসি’-এর মতো সর্বকালের সেরা চলচ্চিত্রগুলোর পোস্টার।
আগামী ২৭ ও ২৮ মার্চ ডালাসের হেরিটেজ শোরুমে এই পোস্টার ও লবি কার্ডগুলো নিলামে তুলবেন বলে জানান ক্লিভল্যান্ড।
৬৫ বছর বয়সী ক্লিভল্যান্ড এএফপিকে বলেন, “আমি প্রতিটি পোস্টারকে ভালোবাসি, কারণ প্রতিটিই আমি নিজে বাছাই করেছি। এগুলো বাণিজ্যিক শিল্পকর্ম। এগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এগুলো আমাদের বলত, ‘এই সিনেমাটি দেখো’। ”
এগুলো শুধু বিজ্ঞাপনের জন্যই তৈরি পোস্টারই নয়, বরং ‘গুরুত্বপূর্ণ শিল্পকর্ম’ বলে মনে করেন ক্লিভল্যান্ড।
প্রায় ১২৫ বছরের চলচ্চিত্র ইতিহাসকে তুলে ধরা এই পোস্টার ও কার্ডগুলো একসময় সিনেমা হলের লবিতে প্রদর্শিত হতো। এর মধ্যে অনেক ছবিই ১৯ ও ২০ শতকের শুরুর দিকের।
ক্লিভল্যান্ড বলেন, ‘৫০ বছর পর এসে এই সংগ্রহে নতুন কিছু যোগ করা কঠিন হয়ে পড়ছে। আমি মনে করি না, এই শখে আরও কিছু করতে বা দিতে পারি।’
তিনি মনে করেন, কিছু পোস্টার নিলামে অন্যান্যগুলোর চেয়ে ভালো দামে বিক্রি হবে। যেমন, ১৯৩৩ সালের ‘কিং কং’-এর পোস্টারটি, যেখানে অভিনেত্রী ফে রেকে দানবটির হাত থেকে ধরতে দেখা যাচ্ছে।
এই পোস্টারের আনুমানিক মূল্য ৪০ হাজার থেকে ৮০ হাজার ডলার।
ক্লিভল্যান্ড বলেন, ‘আমার এবং অধিকাংশ সংগ্রাহকের মধ্যে পার্থক্য হলো, আমি প্রথমে শিল্পকর্মের প্রেমে পড়ি। আমি সিনেমার পটভূমি থেকে পোস্টার সংগ্রহে আগ্রহী হই না।’
ক্লিভল্যান্ড স্মৃতিচারণ করে বলেন, স্কুলে যখন তাঁর আর্ট শিক্ষক চলচ্চিত্রের পোস্টার এবং লবি কার্ড প্রদর্শন করতেন, সে থেকে এগুলো সংগ্রহের আগ্রহ তৈরি হয়েছিল।
ক্লিভল্যান্ড বলেন, ‘আমরা প্রতিদিন এগুলো দেখতাম। আমরা সেগুলো নিয়ে বেশ মজা করতাম। কারণ তার কাছে বেশ কিছু বিশেষ সংগ্রহ ছিল।
ক্লিভল্যান্ড ১৯৭৭ সালে একদিন ১৯২৯ সালের ‘ওলফ সং’ সিনেমার একটি লবি কার্ডের প্রতি আকৃষ্ট হন, যেখানে অভিনয় করেছিলেন গ্যারি কুপার এবং মেক্সিকান অভিনেত্রী লুপি ভেলেজ। সেই থেকে তাঁর পোস্টার ও কার্ড সংগ্রহের আগ্রহ বাড়তে থাকে।
২০১৯ সালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের নরটন মিউজিয়াম অব আর্টে ক্লিভল্যান্ডের এই বিশাল সংগ্রহ প্রদর্শিত হয়েছিল। এছাড়াও সান ডিয়েগো, লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কেও প্রদর্শনী আয়োজিত হয়।
ক্লিভল্যান্ড জানান, ১৯৪২ সালের ‘কাসাব্লাঙ্কা’ সিনেমার একটি ১৯৫৩ সালে বানানো একটি ইতালীয় পোস্টারসহ বেশকিছু বিরল সংগ্রহ নিলামে উঠবে। বেশিরভাগ পোস্টারের আনুমানিক মূল্য ১ হাজার থেকে ২ হাজার ডলারের মধ্যে হবে।
হেরিটেজ অনুমান করেছে, পুরো নিলাম থেকে এক মিলিয়ন ডলার উঠতে পারে। হেরিটেজের ভাইস প্রেসিডেন্ট জো ম্যাডালেনা বলেন, ‘হেরিটেজে ক্লিভল্যান্ডের যেসব সংগ্রহ উপস্থাপন করা হবে, তা সেরা সংগ্রহের মধ্যে সেরা।’
ডালাস নিলামের পর ক্লিভল্যান্ড নিজের কাছে প্রায় ১০ হাজার লবি কার্ড ও প্রায় ৫০০ পোস্টার রাখবেন। এগুলো তিনি দান করতে বা নিলামে তুলতে পারেন। ক্লিভল্যান্ড বলেন, ‘কিছু পোস্টার হাতছাড়া হলে কষ্ট হবে কিন্তু আমি খুশি হব এই ভেবে যে, সেগুলো অন্য সংগ্রাহকদের হাতে যাচ্ছে, যাদের কাছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ।’
শিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৩ ঘণ্টা আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৩ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৪ দিন আগেভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা...
৫ দিন আগে