অস্ট্রেলিয়ার সিডনিতে এএফএলডব্লিউ বা অস্ট্রেলিয়ান ফুটবল লিগ ওমেন’সের একটি খেলা নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘণ্টা দেরিতে শুরু হয়। কারণ খেলার মাঠে ঢুকে পড়েছিল একটি বিষধর সাপ। পরে অবশ্য একজন স্নেক কেচার বা সাপ ধরায় পারদর্শী ব্যক্তি সাপটিকে সরিয়ে নেন।
সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে গতকাল শনিবার ছিল গ্রেটার ওয়েস্টার্ন সিডনি জায়ান্টস ও রিচমন্ড টাইগারসের খেলা। এটি আসলে অস্ট্রেলীয় রুল ফুটবলের প্রতিযোগিতা। রাগবি বল দিয়ে খেলা হলেও রাগবির সঙ্গে এর বেশ কিছু পার্থক্যও আছে। আর খেলা শুরুর আগে মাঠে দেখা যায় রেড-বেলিড ব্ল্যাক স্নেক নামের একটি বিষধর সাপ। অস্ট্রেলিয়ান মিউজিয়াম জানিয়েছে, খুব বিপদে না পড়লে এই সাপ কামরায় না। সাপটি দেখা যাওয়ায় খেলোয়াড়েরা খেলা শুরু করেননি। পরে একজন স্নেক কেচার এটিকে সরিয়ে নেওয়ার পর আধা ঘণ্টা বিলম্বে খেলা শুরু হয়। এসব তথ্য জানা গেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সূত্রে।
‘এটা বেশ বিস্ময়কর ঘটনা,’ খেলা শুরু হওয়ার ওই বিলম্বের সময় বলেন গ্রেটার ওয়েস্টার্ন সিডনি জায়ান্টসের নারী ফুটবল দলের প্রধান ব্রিয়ানা হার্ভে, ‘ছোট্ট একটা রেড-বেলিড ব্ল্যাক স্নেক ওই সময় ছিল মাঠে। বেশ দূরে মাঠের এক পাশে ছিল ওটা। সবার নিরাপত্তার কথা বিবেচনা করে খেলাটা শুরু করা সম্ভব হচ্ছিল না।’ এ বক্তব্য পাওয়া যায় এএফএলের সূত্রে।
একপর্যায়ে সাপ ধরায় পারদর্শী এক ব্যক্তি এসে আলগোছে লেজ ধরে সাপটি তুলে ফেলেন। তারপর ক্যামেরার সামনে কিছুক্ষণ ধরে রেখে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য একটি কনটেইনারে পুরে ফেলেন।
বিলম্বের পর খেলা শুরু হয়। এতে মৌসুমে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ নেয় গ্রেটার ওয়েস্টার্ন সিডনি জায়ান্টস।
অস্ট্রেলিয়ার সিডনিতে এএফএলডব্লিউ বা অস্ট্রেলিয়ান ফুটবল লিগ ওমেন’সের একটি খেলা নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘণ্টা দেরিতে শুরু হয়। কারণ খেলার মাঠে ঢুকে পড়েছিল একটি বিষধর সাপ। পরে অবশ্য একজন স্নেক কেচার বা সাপ ধরায় পারদর্শী ব্যক্তি সাপটিকে সরিয়ে নেন।
সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে গতকাল শনিবার ছিল গ্রেটার ওয়েস্টার্ন সিডনি জায়ান্টস ও রিচমন্ড টাইগারসের খেলা। এটি আসলে অস্ট্রেলীয় রুল ফুটবলের প্রতিযোগিতা। রাগবি বল দিয়ে খেলা হলেও রাগবির সঙ্গে এর বেশ কিছু পার্থক্যও আছে। আর খেলা শুরুর আগে মাঠে দেখা যায় রেড-বেলিড ব্ল্যাক স্নেক নামের একটি বিষধর সাপ। অস্ট্রেলিয়ান মিউজিয়াম জানিয়েছে, খুব বিপদে না পড়লে এই সাপ কামরায় না। সাপটি দেখা যাওয়ায় খেলোয়াড়েরা খেলা শুরু করেননি। পরে একজন স্নেক কেচার এটিকে সরিয়ে নেওয়ার পর আধা ঘণ্টা বিলম্বে খেলা শুরু হয়। এসব তথ্য জানা গেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সূত্রে।
‘এটা বেশ বিস্ময়কর ঘটনা,’ খেলা শুরু হওয়ার ওই বিলম্বের সময় বলেন গ্রেটার ওয়েস্টার্ন সিডনি জায়ান্টসের নারী ফুটবল দলের প্রধান ব্রিয়ানা হার্ভে, ‘ছোট্ট একটা রেড-বেলিড ব্ল্যাক স্নেক ওই সময় ছিল মাঠে। বেশ দূরে মাঠের এক পাশে ছিল ওটা। সবার নিরাপত্তার কথা বিবেচনা করে খেলাটা শুরু করা সম্ভব হচ্ছিল না।’ এ বক্তব্য পাওয়া যায় এএফএলের সূত্রে।
একপর্যায়ে সাপ ধরায় পারদর্শী এক ব্যক্তি এসে আলগোছে লেজ ধরে সাপটি তুলে ফেলেন। তারপর ক্যামেরার সামনে কিছুক্ষণ ধরে রেখে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য একটি কনটেইনারে পুরে ফেলেন।
বিলম্বের পর খেলা শুরু হয়। এতে মৌসুমে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ নেয় গ্রেটার ওয়েস্টার্ন সিডনি জায়ান্টস।
ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
২০ ঘণ্টা আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
২ দিন আগেইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
৩ দিন আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৫ দিন আগে