Ajker Patrika

ডলফিনরা নিজেদের নাম ধরে ডাকে!

ল-র-ব-য-হ ডেস্ক
ডলফিনরা নিজেদের নাম ধরে ডাকে!

ডলফিন সামাজিক প্রাণী। এরা দলবদ্ধ হয়ে বসবাস করে। বুদ্ধির মানদণ্ডেও ডলফিনের অবস্থান মানুষের পরেই। পুরুষ বটলনোজ ডলফিনের আরেকটি মজার বৈশিষ্ট্য হলো—এরা মানুষের মতো নাম রাখে, পরস্পরকে আলাদা নামে ডাকে। অন্য কোন প্রাণীর ক্ষেত্রে এমন শোনা যায় না। 

গবেষণায় এর প্রমাণও মিলেছে। পশ্চিম অস্ট্রেলিয়ার সোয়ান নদীতে শব্দ ট্র্যাকিং করে এডিথ কোয়ান ইউনিভার্সিটি (ইসিইউ) এবং অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এ গবেষণা করেছেন। তাঁরা এখানে ডলফিনের ৫০০ ধরনের হুইসেল শুনতে পেয়েছেন। ভোকাল কর্ড ব্যবহার করে সবাইকে ভিন্ন নামে ডাকার দক্ষতাও এদের রয়েছে। 

কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন এরবে বলেন, 'প্রতিটি ডলফিনের জন্য আলাদা হুইসেল থাকে। হুইসেলগুলো একেকজনের নামের মতো। কেউ দল থেকে বিচ্ছিন্ন হলে ওই হুইসেল বাজিয়ে বাকিরা তাকে খুঁজে নেয়।' ভবিষ্যতে আলাদা আলাদা ডলফিনের ওপর গবেষণা চালিয়ে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত