Ajker Patrika

কাজে ফাঁকি দিতে ঘুমের ভান ধরে যে ঘোড়া!

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ জুন ২০২২, ১১: ২৬
কাজে ফাঁকি দিতে ঘুমের ভান ধরে যে ঘোড়া!

অদ্ভুত কাণ্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সুগার নামে একটি ঘোড়া। যখন তার কাজ করতে ভালো লাগে না, তখনই ঘুমের ভান ধরে সে!

জিম রোজ নামে এক ব্যক্তি তাঁর টুইটার অ্যাকাউন্টে ওই ঘোড়ার শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এ হলো সুগার। ওর সঙ্গে পরিচিত হোন। সে রাইড করতে পছন্দ করে না। কাজের সময় শুয়ে পড়ে এবং ঘুমের ভান ধরে। ঘোড়সওয়ারেরা চলে না যাওয়া পর্যন্ত সুগার তার চোখ বন্ধ রাখে!’ 

শেয়ার করার পর থেকে, পোস্টটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এটি প্রায় ৫ লাখ লাইক পেয়েছে। আর রিটুইট হয়েছে ৫৪ হাজারেরও বেশি। নেটিজেনরা স্পষ্টতই সুগারের মধ্যে তাদের ‘প্রাণী আত্মা’ খুঁজে পেয়েছেন।

রিটুইটে একজন লিখেছেন, ‘সুগার, আমার প্রাণীরূপ।’ অন্য একজন বলেছেন, ‘সত্যি বলতে, আমি ঘোড়া হলে এমন হতাম।’ কেউ লিখেছেন, ‘স্মার্ট ঘোড়া।’ আরেকজন রিটুইট করেছেন, ‘ভালো ঘোড়া। আমি চাই ও আমার অফিসে কাজ করুক। আমিও রাইড করতে পছন্দ করি না।’

সুগারের ঘুমের ভানের পোস্ট ভাইরাল নেট দুনিয়ায়একজন আবার উদ্বিগ্ন হয়ে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, সুগার মারা গেছে। আমি চাই সে উঠুক। ঘোড়ার জন্য শুয়ে থাকা খারাপ। আমি কখনো একটি ঘোড়াকে শুয়ে থাকতে দেখিনি। ভাবতাম, তারা আক্ষরিক অর্থে মারা না গেলে এমন শুয়ে থাকে না।’

যা হোক, রিটুইটে ঘোড়ার সম্পর্কে ভালো জানে এমন অনুসারীরা জানান, ঘোড়ারা আসলে ঘুমাতে শুয়ে থাকে। এ ছাড়া প্রাণী আচরণ বিশেষজ্ঞ ডা. সুসান হ্যাজেলকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ঘোড়া কেবল দাঁড়িয়েই ঘুমায় না। ঘোড়ারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন তাদের মধ্যে শুয়ে ঘুমানোর প্রবণতা দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত