অদ্ভুত কাণ্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সুগার নামে একটি ঘোড়া। যখন তার কাজ করতে ভালো লাগে না, তখনই ঘুমের ভান ধরে সে!
জিম রোজ নামে এক ব্যক্তি তাঁর টুইটার অ্যাকাউন্টে ওই ঘোড়ার শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এ হলো সুগার। ওর সঙ্গে পরিচিত হোন। সে রাইড করতে পছন্দ করে না। কাজের সময় শুয়ে পড়ে এবং ঘুমের ভান ধরে। ঘোড়সওয়ারেরা চলে না যাওয়া পর্যন্ত সুগার তার চোখ বন্ধ রাখে!’
শেয়ার করার পর থেকে, পোস্টটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এটি প্রায় ৫ লাখ লাইক পেয়েছে। আর রিটুইট হয়েছে ৫৪ হাজারেরও বেশি। নেটিজেনরা স্পষ্টতই সুগারের মধ্যে তাদের ‘প্রাণী আত্মা’ খুঁজে পেয়েছেন।
রিটুইটে একজন লিখেছেন, ‘সুগার, আমার প্রাণীরূপ।’ অন্য একজন বলেছেন, ‘সত্যি বলতে, আমি ঘোড়া হলে এমন হতাম।’ কেউ লিখেছেন, ‘স্মার্ট ঘোড়া।’ আরেকজন রিটুইট করেছেন, ‘ভালো ঘোড়া। আমি চাই ও আমার অফিসে কাজ করুক। আমিও রাইড করতে পছন্দ করি না।’
একজন আবার উদ্বিগ্ন হয়ে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, সুগার মারা গেছে। আমি চাই সে উঠুক। ঘোড়ার জন্য শুয়ে থাকা খারাপ। আমি কখনো একটি ঘোড়াকে শুয়ে থাকতে দেখিনি। ভাবতাম, তারা আক্ষরিক অর্থে মারা না গেলে এমন শুয়ে থাকে না।’
যা হোক, রিটুইটে ঘোড়ার সম্পর্কে ভালো জানে এমন অনুসারীরা জানান, ঘোড়ারা আসলে ঘুমাতে শুয়ে থাকে। এ ছাড়া প্রাণী আচরণ বিশেষজ্ঞ ডা. সুসান হ্যাজেলকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ঘোড়া কেবল দাঁড়িয়েই ঘুমায় না। ঘোড়ারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন তাদের মধ্যে শুয়ে ঘুমানোর প্রবণতা দেখা যায়।
অদ্ভুত কাণ্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সুগার নামে একটি ঘোড়া। যখন তার কাজ করতে ভালো লাগে না, তখনই ঘুমের ভান ধরে সে!
জিম রোজ নামে এক ব্যক্তি তাঁর টুইটার অ্যাকাউন্টে ওই ঘোড়ার শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এ হলো সুগার। ওর সঙ্গে পরিচিত হোন। সে রাইড করতে পছন্দ করে না। কাজের সময় শুয়ে পড়ে এবং ঘুমের ভান ধরে। ঘোড়সওয়ারেরা চলে না যাওয়া পর্যন্ত সুগার তার চোখ বন্ধ রাখে!’
শেয়ার করার পর থেকে, পোস্টটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এটি প্রায় ৫ লাখ লাইক পেয়েছে। আর রিটুইট হয়েছে ৫৪ হাজারেরও বেশি। নেটিজেনরা স্পষ্টতই সুগারের মধ্যে তাদের ‘প্রাণী আত্মা’ খুঁজে পেয়েছেন।
রিটুইটে একজন লিখেছেন, ‘সুগার, আমার প্রাণীরূপ।’ অন্য একজন বলেছেন, ‘সত্যি বলতে, আমি ঘোড়া হলে এমন হতাম।’ কেউ লিখেছেন, ‘স্মার্ট ঘোড়া।’ আরেকজন রিটুইট করেছেন, ‘ভালো ঘোড়া। আমি চাই ও আমার অফিসে কাজ করুক। আমিও রাইড করতে পছন্দ করি না।’
একজন আবার উদ্বিগ্ন হয়ে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, সুগার মারা গেছে। আমি চাই সে উঠুক। ঘোড়ার জন্য শুয়ে থাকা খারাপ। আমি কখনো একটি ঘোড়াকে শুয়ে থাকতে দেখিনি। ভাবতাম, তারা আক্ষরিক অর্থে মারা না গেলে এমন শুয়ে থাকে না।’
যা হোক, রিটুইটে ঘোড়ার সম্পর্কে ভালো জানে এমন অনুসারীরা জানান, ঘোড়ারা আসলে ঘুমাতে শুয়ে থাকে। এ ছাড়া প্রাণী আচরণ বিশেষজ্ঞ ডা. সুসান হ্যাজেলকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ঘোড়া কেবল দাঁড়িয়েই ঘুমায় না। ঘোড়ারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন তাদের মধ্যে শুয়ে ঘুমানোর প্রবণতা দেখা যায়।
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৭ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৭ দিন আগে