ইশতিয়াক হাসান
মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে গেলে দেখা পাবেন আশ্চর্য সুন্দর এক উষ্ণ প্রস্রবণের। নানা রঙের খেলা একে পর্যটকদের খুব প্রিয় এক গন্তব্যে পরিণত করেছে। কিন্তু কথা হলো, উষ্ণ প্রস্রবণটি এত রং পেল কোথা থেকে?
উষ্ণ প্রস্রবণটির নাম গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং। প্রিজম হলো এমন এক স্বচ্ছ বস্তু, যার মধ্য দিয়ে সাদা আলোকরশ্মি যাওয়ার সময় সাতটি রঙে বিভক্ত হয়ে যায়। বুঝতেই পারছেন উষ্ণ প্রস্রবণে এই নানা ধরনের রংই একে এমন নাম পাইয়ে দিয়েছে।
ঝরনাটির মাঝখানটা নীল, চারপাশ ঘিরে আছে লাল থেকে সবুজ নানা বর্ণের আংটি বা রিং। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, ঝরনাটি এমন আশ্চর্য চেহারা পাওয়ার কারণ বর্ণিল সব ব্যাকটেরিয়া ও অণুজীব। হ্রদটির উষ্ণ, খনিজসমৃদ্ধ জলে এরা প্রচুর পরিমাণে আছে। ঋতুভেদে এই রং ফিকে হয়, গাঢ় হয়। ওই সময় জলাধারটিতে কী ধরনের ব্যাকটেরিয়ার প্রাচুর্য থাকে, এটি একটা বড় ব্যাপার। আবার পানির তাপমাত্রার কারণে বিভিন্ন ধরনের রিংয়ের জন্ম হয় এতে।
উষ্ণ প্রস্রবণের কেন্দ্রে পানির যে বুদ্বুদ চোখে পড়ে, তা প্রচণ্ড উত্তপ্ত। এখানকার তাপমাত্রা ১৮৯ ডিগ্রি ফারেনহাইটের আশপাশে। চারপাশে পানির উষ্ণতা কিছুটা কম থাকে।
মাঝখানটায় পানি অত্যধিক গরম থাকায় বেশির ভাগ ব্যাকটেরিয়া কিংবা অণুজীবের পক্ষে এখানে বেঁচে থাকা সম্ভব নয়। আর এ অংশটায় কমসংখ্যক অণুজীব টিকে থাকায় পানি থাকে অনেক পরিষ্কার, নীল। আর পুকুরটির চারপাশের আংটি বা রিংগুলোয় নানা ধরনের ব্যাকটেরিয়া বেঁচে থাকে।
ঝরনার প্রতিটি রিং বা আংটিতে আলাদা আলাদা তাপমাত্রা থাকে, ভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সেখানে টিকে থাকে। আর এ কারণে নানা রং চোখে পড়ে পর্যটকদের।
উনিশ শতকের গোড়ার দিকে গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিংয়ের কথা প্রথম শোনা যায় ইউরোপীয় অভিযাত্রীদের মুখ থেকে। ১৮৩৯ সালের দিকে মিডওয়ে গেইসার বেসিন অতিক্রম করা ফার সংগ্রহকারীরাও ফুটন্ত একটি হ্রদের গল্প বলেন।
১৮৭১ সালে হেইডেন এক্সপিডিশন এর নাম রাখে গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং। এর এক বছর আগে ওয়াশবার্ন-ল্যাংফোর্ড-ডোয়ানে এক্সপিডিশন এলাকাটি পরিদর্শন করে।
অর্থাৎ তাপমাত্রার ওঠানামা, চারপাশের পরিবেশ আর সূর্যের আলোর খেলা—সবকিছু মিলিয়ে বাহারি রঙে সেজে ওঠে উষ্ণ প্রস্রবণটি। ঝরনার জলে সাত রঙের খেলা দেখে আপনার মনে হতে পারে কোনো তৈলচিত্র বাস্তবে মূর্ত হয়ে উঠেছে। এমনকি হঠাৎ দেখে একে এই পৃথিবীর নয়, ভিনগ্রহের কিংবা কল্পলোকের কিছু একটা মনে হলে দোষ দেওয়া যাবে না।
বেশির ভাগ ছবিতে অসাধারণ রূপে ঝরনাটিকে দেখা গেলেও কোনো কোনো পর্যটক আবার সেখানে গিয়ে কিছুটা হতাশ হন। বিপুল ধৈর্য নিয়ে, সঠিক সময়ের অপেক্ষা করে তবেই একটি দুর্দান্ত ছবি তোলা সম্ভব হয়। আর তাই একে সেরা চেহারায় দেখতে চাইলে বেশ কিছুটা সময় থাকতে হবে জায়গাটিতে। এমনকি ভাগ্য ভালো থাকলে লেক ঘিরে ওঠা বাষ্পের মেঘও দেখার সৌভাগ্য হয়ে যেতে পারে আপনার।
বিশেষজ্ঞরা প্রস্রবণটির খুব কাছে না যাওয়ারও পরামর্শ দেন দর্শনার্থীদের। কারণ পানির তাপমাত্রা কোন অংশে কেমন থাকে তা বোঝা একটু মুশকিল। উষ্ণ প্রস্রবণ ও গেইসার বেসিন ঘিরে একটি হাঁটা পথ আছে। এটি পর্যটকদের নিরাপদ দূরত্ব থেকে জায়গাটির সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়।
অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি এটি একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক এলাকাও। ৩০০ ফুট প্রশস্ত ও ১২১ ফুট গভীর প্রস্রবণটি মিনিটে ৫৬০ গ্যালন পানি ছাড়ে, যা একে ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের সবচেয়ে বড় উষ্ণ প্রস্রবণে পরিণত করেছে। গোটা পৃথিবীর মধ্যে এর অবস্থান তৃতীয়। তালিকায় গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিংয়ের ওপরে আছে কেবল নিউজিল্যান্ডের ফ্রাইং প্যান লেক ও ডমিনিকার বয়লিং লেক।
মন্টানার পশ্চিম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের আপার গেইসার বেসিনের কেবল সাত মাইল উত্তরে বর্ণিল হ্রদটির অবস্থান। জায়গাটি পরিচিত মিডওয়ে গেইসার বেসিন নামে। এখানকার ফেয়ারি ফলস ট্রেইলহেড থেকে আধ মাইলের কিছুটা বেশি পথ হাঁটলেই পৌঁছে যাবেন বিচিত্র, বর্ণিল এই উষ্ণ প্রস্রবণে। আর একবার সেখানে পৌঁছালে মজে যাবেন নীল, লাল, হলুদসহ হরেক রঙের সৌন্দর্যে।
সূত্র: এটলাস অবসকিউরা, আনইউজুয়াল প্লেসেস, ডিসকভারিং মন্টানা ডট কম
মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে গেলে দেখা পাবেন আশ্চর্য সুন্দর এক উষ্ণ প্রস্রবণের। নানা রঙের খেলা একে পর্যটকদের খুব প্রিয় এক গন্তব্যে পরিণত করেছে। কিন্তু কথা হলো, উষ্ণ প্রস্রবণটি এত রং পেল কোথা থেকে?
উষ্ণ প্রস্রবণটির নাম গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং। প্রিজম হলো এমন এক স্বচ্ছ বস্তু, যার মধ্য দিয়ে সাদা আলোকরশ্মি যাওয়ার সময় সাতটি রঙে বিভক্ত হয়ে যায়। বুঝতেই পারছেন উষ্ণ প্রস্রবণে এই নানা ধরনের রংই একে এমন নাম পাইয়ে দিয়েছে।
ঝরনাটির মাঝখানটা নীল, চারপাশ ঘিরে আছে লাল থেকে সবুজ নানা বর্ণের আংটি বা রিং। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, ঝরনাটি এমন আশ্চর্য চেহারা পাওয়ার কারণ বর্ণিল সব ব্যাকটেরিয়া ও অণুজীব। হ্রদটির উষ্ণ, খনিজসমৃদ্ধ জলে এরা প্রচুর পরিমাণে আছে। ঋতুভেদে এই রং ফিকে হয়, গাঢ় হয়। ওই সময় জলাধারটিতে কী ধরনের ব্যাকটেরিয়ার প্রাচুর্য থাকে, এটি একটা বড় ব্যাপার। আবার পানির তাপমাত্রার কারণে বিভিন্ন ধরনের রিংয়ের জন্ম হয় এতে।
উষ্ণ প্রস্রবণের কেন্দ্রে পানির যে বুদ্বুদ চোখে পড়ে, তা প্রচণ্ড উত্তপ্ত। এখানকার তাপমাত্রা ১৮৯ ডিগ্রি ফারেনহাইটের আশপাশে। চারপাশে পানির উষ্ণতা কিছুটা কম থাকে।
মাঝখানটায় পানি অত্যধিক গরম থাকায় বেশির ভাগ ব্যাকটেরিয়া কিংবা অণুজীবের পক্ষে এখানে বেঁচে থাকা সম্ভব নয়। আর এ অংশটায় কমসংখ্যক অণুজীব টিকে থাকায় পানি থাকে অনেক পরিষ্কার, নীল। আর পুকুরটির চারপাশের আংটি বা রিংগুলোয় নানা ধরনের ব্যাকটেরিয়া বেঁচে থাকে।
ঝরনার প্রতিটি রিং বা আংটিতে আলাদা আলাদা তাপমাত্রা থাকে, ভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সেখানে টিকে থাকে। আর এ কারণে নানা রং চোখে পড়ে পর্যটকদের।
উনিশ শতকের গোড়ার দিকে গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিংয়ের কথা প্রথম শোনা যায় ইউরোপীয় অভিযাত্রীদের মুখ থেকে। ১৮৩৯ সালের দিকে মিডওয়ে গেইসার বেসিন অতিক্রম করা ফার সংগ্রহকারীরাও ফুটন্ত একটি হ্রদের গল্প বলেন।
১৮৭১ সালে হেইডেন এক্সপিডিশন এর নাম রাখে গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং। এর এক বছর আগে ওয়াশবার্ন-ল্যাংফোর্ড-ডোয়ানে এক্সপিডিশন এলাকাটি পরিদর্শন করে।
অর্থাৎ তাপমাত্রার ওঠানামা, চারপাশের পরিবেশ আর সূর্যের আলোর খেলা—সবকিছু মিলিয়ে বাহারি রঙে সেজে ওঠে উষ্ণ প্রস্রবণটি। ঝরনার জলে সাত রঙের খেলা দেখে আপনার মনে হতে পারে কোনো তৈলচিত্র বাস্তবে মূর্ত হয়ে উঠেছে। এমনকি হঠাৎ দেখে একে এই পৃথিবীর নয়, ভিনগ্রহের কিংবা কল্পলোকের কিছু একটা মনে হলে দোষ দেওয়া যাবে না।
বেশির ভাগ ছবিতে অসাধারণ রূপে ঝরনাটিকে দেখা গেলেও কোনো কোনো পর্যটক আবার সেখানে গিয়ে কিছুটা হতাশ হন। বিপুল ধৈর্য নিয়ে, সঠিক সময়ের অপেক্ষা করে তবেই একটি দুর্দান্ত ছবি তোলা সম্ভব হয়। আর তাই একে সেরা চেহারায় দেখতে চাইলে বেশ কিছুটা সময় থাকতে হবে জায়গাটিতে। এমনকি ভাগ্য ভালো থাকলে লেক ঘিরে ওঠা বাষ্পের মেঘও দেখার সৌভাগ্য হয়ে যেতে পারে আপনার।
বিশেষজ্ঞরা প্রস্রবণটির খুব কাছে না যাওয়ারও পরামর্শ দেন দর্শনার্থীদের। কারণ পানির তাপমাত্রা কোন অংশে কেমন থাকে তা বোঝা একটু মুশকিল। উষ্ণ প্রস্রবণ ও গেইসার বেসিন ঘিরে একটি হাঁটা পথ আছে। এটি পর্যটকদের নিরাপদ দূরত্ব থেকে জায়গাটির সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়।
অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি এটি একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক এলাকাও। ৩০০ ফুট প্রশস্ত ও ১২১ ফুট গভীর প্রস্রবণটি মিনিটে ৫৬০ গ্যালন পানি ছাড়ে, যা একে ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের সবচেয়ে বড় উষ্ণ প্রস্রবণে পরিণত করেছে। গোটা পৃথিবীর মধ্যে এর অবস্থান তৃতীয়। তালিকায় গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিংয়ের ওপরে আছে কেবল নিউজিল্যান্ডের ফ্রাইং প্যান লেক ও ডমিনিকার বয়লিং লেক।
মন্টানার পশ্চিম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের আপার গেইসার বেসিনের কেবল সাত মাইল উত্তরে বর্ণিল হ্রদটির অবস্থান। জায়গাটি পরিচিত মিডওয়ে গেইসার বেসিন নামে। এখানকার ফেয়ারি ফলস ট্রেইলহেড থেকে আধ মাইলের কিছুটা বেশি পথ হাঁটলেই পৌঁছে যাবেন বিচিত্র, বর্ণিল এই উষ্ণ প্রস্রবণে। আর একবার সেখানে পৌঁছালে মজে যাবেন নীল, লাল, হলুদসহ হরেক রঙের সৌন্দর্যে।
সূত্র: এটলাস অবসকিউরা, আনইউজুয়াল প্লেসেস, ডিসকভারিং মন্টানা ডট কম
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগে