ইংল্যান্ডের এক গ্রামের কাছে বানের জলে কুমির চলে এসেছে বলে খবর পায় পুলিশ। স্বাভাবিকভাবেই পুলিশের একটি দল তড়িঘড়ি সেখানে উপস্থিত হয়। তবে ঘটনাস্থলে গিয়ে তারা যেটা দেখল, তার জন্য প্রস্তুত ছিলেন না মোটেই।
টেমস ভ্যালি পুলিশের সাউথ বাকিংহামশায়ার শাখার সদস্যরা গত সপ্তাহে হার্টফোর্ডশায়ারের সীমান্ত এলাকায় ট্রিংয়ের কাছে একটি গ্রাম চোলসবারির কাছে পানির ওপর কুমিরের একটা মাথা দেখা যাওয়ার সংবাদ পান। একাধিক সূত্রে সংবাদটি আসায় দেরি না করে জায়গাটিতে হাজির হন তাঁরা।
তবে সেখানে যাওয়ার পর রীতিমতো চমকে উঠলেন পুলিশ সদস্যরা। তাঁরা ভাবছিলেন বেপরোয়া এক সরীসৃপের মোকাবিলা করতে হবে। কিন্তু আবিষ্কার করলেন, এটা জ্যান্ত কোনো কুমির নয়, বরং কুমিরের মাথার এক রেপ্লিকা। এগুলো খেলনার দোকানে ৬ দশমিক ৯৯ পাউন্ডেই পাওয়া যায়।
এসব তথ্য পাওয়া যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
পুলিশ সদস্যরাও বিষয়টিতে মজা পেয়েছেন। তাঁরা ফেসবুকে এটা নিয়ে একটি পোস্ট দিয়েছেন, ‘ওয়াও! চোলসবারির কাছে বন্যার পানিতে ভেসে আসা কুমিরের খবর আপনাকে প্রতিদিন পাঠানো হয় না।’
পুলিশের গাড়ির কাছে পানিতে ‘কুমিরের মাথা’র একটি ছবি এবং থানার একটি টেবিলে বসানো ‘কুমিরের মাথার’ দুটি ছবি আপলোডও করেন তাঁরা ফেসবুকে।
আর ফেসবুকের ওই পোস্টে অনেকেই মজা পেয়ে নানা ধরনের কমেন্ট করেছেন। একজন যেমন কর্মকর্তাদের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ সাহসী!’
ইংল্যান্ডের এক গ্রামের কাছে বানের জলে কুমির চলে এসেছে বলে খবর পায় পুলিশ। স্বাভাবিকভাবেই পুলিশের একটি দল তড়িঘড়ি সেখানে উপস্থিত হয়। তবে ঘটনাস্থলে গিয়ে তারা যেটা দেখল, তার জন্য প্রস্তুত ছিলেন না মোটেই।
টেমস ভ্যালি পুলিশের সাউথ বাকিংহামশায়ার শাখার সদস্যরা গত সপ্তাহে হার্টফোর্ডশায়ারের সীমান্ত এলাকায় ট্রিংয়ের কাছে একটি গ্রাম চোলসবারির কাছে পানির ওপর কুমিরের একটা মাথা দেখা যাওয়ার সংবাদ পান। একাধিক সূত্রে সংবাদটি আসায় দেরি না করে জায়গাটিতে হাজির হন তাঁরা।
তবে সেখানে যাওয়ার পর রীতিমতো চমকে উঠলেন পুলিশ সদস্যরা। তাঁরা ভাবছিলেন বেপরোয়া এক সরীসৃপের মোকাবিলা করতে হবে। কিন্তু আবিষ্কার করলেন, এটা জ্যান্ত কোনো কুমির নয়, বরং কুমিরের মাথার এক রেপ্লিকা। এগুলো খেলনার দোকানে ৬ দশমিক ৯৯ পাউন্ডেই পাওয়া যায়।
এসব তথ্য পাওয়া যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
পুলিশ সদস্যরাও বিষয়টিতে মজা পেয়েছেন। তাঁরা ফেসবুকে এটা নিয়ে একটি পোস্ট দিয়েছেন, ‘ওয়াও! চোলসবারির কাছে বন্যার পানিতে ভেসে আসা কুমিরের খবর আপনাকে প্রতিদিন পাঠানো হয় না।’
পুলিশের গাড়ির কাছে পানিতে ‘কুমিরের মাথা’র একটি ছবি এবং থানার একটি টেবিলে বসানো ‘কুমিরের মাথার’ দুটি ছবি আপলোডও করেন তাঁরা ফেসবুকে।
আর ফেসবুকের ওই পোস্টে অনেকেই মজা পেয়ে নানা ধরনের কমেন্ট করেছেন। একজন যেমন কর্মকর্তাদের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ সাহসী!’
ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
৯ ঘণ্টা আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৩ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৩ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৬ দিন আগে