ইংল্যান্ডের এক গ্রামের কাছে বানের জলে কুমির চলে এসেছে বলে খবর পায় পুলিশ। স্বাভাবিকভাবেই পুলিশের একটি দল তড়িঘড়ি সেখানে উপস্থিত হয়। তবে ঘটনাস্থলে গিয়ে তারা যেটা দেখল, তার জন্য প্রস্তুত ছিলেন না মোটেই।
টেমস ভ্যালি পুলিশের সাউথ বাকিংহামশায়ার শাখার সদস্যরা গত সপ্তাহে হার্টফোর্ডশায়ারের সীমান্ত এলাকায় ট্রিংয়ের কাছে একটি গ্রাম চোলসবারির কাছে পানির ওপর কুমিরের একটা মাথা দেখা যাওয়ার সংবাদ পান। একাধিক সূত্রে সংবাদটি আসায় দেরি না করে জায়গাটিতে হাজির হন তাঁরা।
তবে সেখানে যাওয়ার পর রীতিমতো চমকে উঠলেন পুলিশ সদস্যরা। তাঁরা ভাবছিলেন বেপরোয়া এক সরীসৃপের মোকাবিলা করতে হবে। কিন্তু আবিষ্কার করলেন, এটা জ্যান্ত কোনো কুমির নয়, বরং কুমিরের মাথার এক রেপ্লিকা। এগুলো খেলনার দোকানে ৬ দশমিক ৯৯ পাউন্ডেই পাওয়া যায়।
এসব তথ্য পাওয়া যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
পুলিশ সদস্যরাও বিষয়টিতে মজা পেয়েছেন। তাঁরা ফেসবুকে এটা নিয়ে একটি পোস্ট দিয়েছেন, ‘ওয়াও! চোলসবারির কাছে বন্যার পানিতে ভেসে আসা কুমিরের খবর আপনাকে প্রতিদিন পাঠানো হয় না।’
পুলিশের গাড়ির কাছে পানিতে ‘কুমিরের মাথা’র একটি ছবি এবং থানার একটি টেবিলে বসানো ‘কুমিরের মাথার’ দুটি ছবি আপলোডও করেন তাঁরা ফেসবুকে।
আর ফেসবুকের ওই পোস্টে অনেকেই মজা পেয়ে নানা ধরনের কমেন্ট করেছেন। একজন যেমন কর্মকর্তাদের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ সাহসী!’
ইংল্যান্ডের এক গ্রামের কাছে বানের জলে কুমির চলে এসেছে বলে খবর পায় পুলিশ। স্বাভাবিকভাবেই পুলিশের একটি দল তড়িঘড়ি সেখানে উপস্থিত হয়। তবে ঘটনাস্থলে গিয়ে তারা যেটা দেখল, তার জন্য প্রস্তুত ছিলেন না মোটেই।
টেমস ভ্যালি পুলিশের সাউথ বাকিংহামশায়ার শাখার সদস্যরা গত সপ্তাহে হার্টফোর্ডশায়ারের সীমান্ত এলাকায় ট্রিংয়ের কাছে একটি গ্রাম চোলসবারির কাছে পানির ওপর কুমিরের একটা মাথা দেখা যাওয়ার সংবাদ পান। একাধিক সূত্রে সংবাদটি আসায় দেরি না করে জায়গাটিতে হাজির হন তাঁরা।
তবে সেখানে যাওয়ার পর রীতিমতো চমকে উঠলেন পুলিশ সদস্যরা। তাঁরা ভাবছিলেন বেপরোয়া এক সরীসৃপের মোকাবিলা করতে হবে। কিন্তু আবিষ্কার করলেন, এটা জ্যান্ত কোনো কুমির নয়, বরং কুমিরের মাথার এক রেপ্লিকা। এগুলো খেলনার দোকানে ৬ দশমিক ৯৯ পাউন্ডেই পাওয়া যায়।
এসব তথ্য পাওয়া যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
পুলিশ সদস্যরাও বিষয়টিতে মজা পেয়েছেন। তাঁরা ফেসবুকে এটা নিয়ে একটি পোস্ট দিয়েছেন, ‘ওয়াও! চোলসবারির কাছে বন্যার পানিতে ভেসে আসা কুমিরের খবর আপনাকে প্রতিদিন পাঠানো হয় না।’
পুলিশের গাড়ির কাছে পানিতে ‘কুমিরের মাথা’র একটি ছবি এবং থানার একটি টেবিলে বসানো ‘কুমিরের মাথার’ দুটি ছবি আপলোডও করেন তাঁরা ফেসবুকে।
আর ফেসবুকের ওই পোস্টে অনেকেই মজা পেয়ে নানা ধরনের কমেন্ট করেছেন। একজন যেমন কর্মকর্তাদের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ সাহসী!’
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
৩ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগে