ল–র–ব–য–হ ডেস্ক
ওয়ারেন এডওয়ার্ড বাফেটকে বিংশ শতাব্দীর সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে ধরা হয়। এ মার্কিন নাগরিক একাধারে ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং জনহিতৈষীও। ৩ বছর আগেও বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বাফেটের বর্তমান সম্পত্তি ১০৪ বিলিয়ন ডলার। এই শীর্ষ ধনীর আজ ৯১ তম জন্মদিন।
ওয়ারেন বাফেট ছোটবেলায় বাবার দোকানে ডেলিভারি বয় হিসেবে কাজ করেছেন। বিক্রি করেছেন ওয়াশিংটন পোস্ট ও টাইমস হেরাল্ড পত্রিকা। এ কাজ করে জমানো ১২০ ডলার দিয়ে তিনটি শেয়ার কেনেন। ১১ বছর বয়সে এভাবেই ব্যবসার শুরু। ১৬ বছরের মধ্যেই হয়ে যান ৫৩ হাজার ডলারের মালিক।
মাধ্যমিকের ছাত্র থাকাকালে তিনি এক বন্ধুকে নিয়ে ২৫ ডলারে একটি ব্যবহৃত পিন বল মেশিন কিনে স্থানীয় নাপিতের দোকানে রেখেছিলেন। এ মেশিনের লাভ থেকে কয়েক মাসেই কয়েকটি মেশিন কিনে তিনটি দোকানে বসিয়ে দেন। তবে তাঁর বিপুল সম্পত্তির ৯৪ শতাংশই উপার্জিত হয়েছে ৬০ বছরের পরে।
এত সম্পত্তির মালিক হলেও বাফেটের জীবনযাপন খুবই সাদামাটা। ১৯৫৮ সাল থেকে ছোট একটি বাড়িতে বাস করছেন বাফেট। দিনের ৮০ ভাগ সময়ই কাটান বই পড়ে। তাঁর খাদ্যাভ্যাস ৬ বছর বয়সী শিশুর মতো। ৬ বছর বয়সীদের মৃত্যুহার কম হওয়ায় তিনি এই অভ্যাস গড়ে তুলেছেন বলে ধারণা অনেকের। তাঁর কাছে স্মার্টফোনের চেয়ে বেশি পছন্দ নকিয়া ফ্লিপ ফোন।
বাফেট তাঁর বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের কর্মীদের জন্য প্রতি বছর একটি প্রতিযোগিতার আয়োজন করেন। এ কর্মীদের প্রতি বছর ১ মিলিয়ন ডলার দিয়ে থাকেন। নিজ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের বার্ষিক স্টকের ৮৫ শতাংশ দান করেন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনেরও একজন বড় দাতা বাফেট। প্রতি রোববার কয়েকজন বাচ্চা নিয়ে ডেইরি কুইন পরিদর্শন করে তিনি বিপুল আনন্দ পান।
ওয়ারেন এডওয়ার্ড বাফেটকে বিংশ শতাব্দীর সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে ধরা হয়। এ মার্কিন নাগরিক একাধারে ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং জনহিতৈষীও। ৩ বছর আগেও বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বাফেটের বর্তমান সম্পত্তি ১০৪ বিলিয়ন ডলার। এই শীর্ষ ধনীর আজ ৯১ তম জন্মদিন।
ওয়ারেন বাফেট ছোটবেলায় বাবার দোকানে ডেলিভারি বয় হিসেবে কাজ করেছেন। বিক্রি করেছেন ওয়াশিংটন পোস্ট ও টাইমস হেরাল্ড পত্রিকা। এ কাজ করে জমানো ১২০ ডলার দিয়ে তিনটি শেয়ার কেনেন। ১১ বছর বয়সে এভাবেই ব্যবসার শুরু। ১৬ বছরের মধ্যেই হয়ে যান ৫৩ হাজার ডলারের মালিক।
মাধ্যমিকের ছাত্র থাকাকালে তিনি এক বন্ধুকে নিয়ে ২৫ ডলারে একটি ব্যবহৃত পিন বল মেশিন কিনে স্থানীয় নাপিতের দোকানে রেখেছিলেন। এ মেশিনের লাভ থেকে কয়েক মাসেই কয়েকটি মেশিন কিনে তিনটি দোকানে বসিয়ে দেন। তবে তাঁর বিপুল সম্পত্তির ৯৪ শতাংশই উপার্জিত হয়েছে ৬০ বছরের পরে।
এত সম্পত্তির মালিক হলেও বাফেটের জীবনযাপন খুবই সাদামাটা। ১৯৫৮ সাল থেকে ছোট একটি বাড়িতে বাস করছেন বাফেট। দিনের ৮০ ভাগ সময়ই কাটান বই পড়ে। তাঁর খাদ্যাভ্যাস ৬ বছর বয়সী শিশুর মতো। ৬ বছর বয়সীদের মৃত্যুহার কম হওয়ায় তিনি এই অভ্যাস গড়ে তুলেছেন বলে ধারণা অনেকের। তাঁর কাছে স্মার্টফোনের চেয়ে বেশি পছন্দ নকিয়া ফ্লিপ ফোন।
বাফেট তাঁর বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের কর্মীদের জন্য প্রতি বছর একটি প্রতিযোগিতার আয়োজন করেন। এ কর্মীদের প্রতি বছর ১ মিলিয়ন ডলার দিয়ে থাকেন। নিজ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের বার্ষিক স্টকের ৮৫ শতাংশ দান করেন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনেরও একজন বড় দাতা বাফেট। প্রতি রোববার কয়েকজন বাচ্চা নিয়ে ডেইরি কুইন পরিদর্শন করে তিনি বিপুল আনন্দ পান।
সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
২ দিন আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
২ দিন আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
২ দিন আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৫ দিন আগে