Ajker Patrika

বিচিত্র /৯১১-তে ফোন দিয়ে অঙ্ক মিলিয়ে দিতে বলল শিশু, বাড়িতে হাজির কর্মকর্তা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৫: ৫১
৯১১-তে ফোন দিয়ে অঙ্ক মিলিয়ে দিতে বলে এক শিশু। ছবি: সংগৃহীত
৯১১-তে ফোন দিয়ে অঙ্ক মিলিয়ে দিতে বলে এক শিশু। ছবি: সংগৃহীত

৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।

শাওয়ানো কাউন্টি শেরিফ অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একজন কর্মী একটি ৯১১ কলের উত্তর দিয়েছিলেন যেখানে, ‘১০ বছর বয়সী একজন ফোন করে তার গণিতের হোমওয়র্কের জন্য সাহায্য চায়।’

‘সে জানায় তার পরিবারের সদস্যরা গণিতে খুব একটা পাকা নয়। তাই তার সাহায্য প্রয়োজন।’ বলা হয় পোস্টে। শেরিফ জর্জ লেনজনার বলেন, ‘ফোনের অপর প্রান্তে থাকা কিম ক্রজি ছেলেটিকে জানান, হোমওয়ার্কে সাহায্য করার জন্য এটি সঠিক নম্বর নয়। নারীটি তারপরও তাকে সাহায্য করার আগ্রহ দেখান।’

‘তার হাতে কিছু সময় ছিল, তাই বলেন, “আমি কি তোমাকে সাহায্য করতে পারি গণিতটির বিষয়ে?” ‘অতএব দশমিকের এই দীর্ঘ সমস্যাটি তুলে ধরে শিশুটি। তবে তিনি তাকে সাহায্য করতে ব্যর্থ হন। তাই তিনি বলেন, আচ্ছা, আমি দেখছি, তোমার বাসার কাছে একজন ডেপুটিকে পাই কিনা।’ লেঞ্জনার গুড মর্নিং আমেরিকাকে বলেছেন।

ডেপুটি শেরিফ চেজ ম্যাসন ওই সময় এলাকায় ছিলেন। গণিতের সমস্যাটি সমাধানের একটি চেষ্টা করে দেখার প্রতিশ্রুতি দেন তিনি।

‘ব্যক্তিগতভাবে, গণিতের ক্ষেত্রে আমি খুব দক্ষ নই, তবে তারপরও সহায়তা করার জন্য সাড়া দিই,’ ম্যাসন ঘটনা সম্পর্কে তার প্রতিবেদনে লিখেছেন।

ম্যাসন, যার ওই শিশুটির সমান বয়সী একটি সৎছেলে রয়েছে, ছেলেটির সঙ্গে বসেন এবং দশমিক সম্পর্কিত গণিতের সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হন বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে। ‘আমাদের কম বয়স্ক সাহায্য প্রার্থীকে একটি বিজনেস কার্ড দেওয়া হয়। তাকে বলা হয় যে আমরা সব সময় সাহায্য করার জন্য এখানে আছি। পরবর্তী সময় জীবন হুমকিতে পড়েছে এমন পরিস্থিতি ছাড়া আশা করা যায় সে ওই জরুরি নম্বরটি ব্যবহার করবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত