৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
শাওয়ানো কাউন্টি শেরিফ অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একজন কর্মী একটি ৯১১ কলের উত্তর দিয়েছিলেন যেখানে, ‘১০ বছর বয়সী একজন ফোন করে তার গণিতের হোমওয়র্কের জন্য সাহায্য চায়।’
‘সে জানায় তার পরিবারের সদস্যরা গণিতে খুব একটা পাকা নয়। তাই তার সাহায্য প্রয়োজন।’ বলা হয় পোস্টে। শেরিফ জর্জ লেনজনার বলেন, ‘ফোনের অপর প্রান্তে থাকা কিম ক্রজি ছেলেটিকে জানান, হোমওয়ার্কে সাহায্য করার জন্য এটি সঠিক নম্বর নয়। নারীটি তারপরও তাকে সাহায্য করার আগ্রহ দেখান।’
‘তার হাতে কিছু সময় ছিল, তাই বলেন, “আমি কি তোমাকে সাহায্য করতে পারি গণিতটির বিষয়ে?” ‘অতএব দশমিকের এই দীর্ঘ সমস্যাটি তুলে ধরে শিশুটি। তবে তিনি তাকে সাহায্য করতে ব্যর্থ হন। তাই তিনি বলেন, আচ্ছা, আমি দেখছি, তোমার বাসার কাছে একজন ডেপুটিকে পাই কিনা।’ লেঞ্জনার গুড মর্নিং আমেরিকাকে বলেছেন।
ডেপুটি শেরিফ চেজ ম্যাসন ওই সময় এলাকায় ছিলেন। গণিতের সমস্যাটি সমাধানের একটি চেষ্টা করে দেখার প্রতিশ্রুতি দেন তিনি।
‘ব্যক্তিগতভাবে, গণিতের ক্ষেত্রে আমি খুব দক্ষ নই, তবে তারপরও সহায়তা করার জন্য সাড়া দিই,’ ম্যাসন ঘটনা সম্পর্কে তার প্রতিবেদনে লিখেছেন।
ম্যাসন, যার ওই শিশুটির সমান বয়সী একটি সৎছেলে রয়েছে, ছেলেটির সঙ্গে বসেন এবং দশমিক সম্পর্কিত গণিতের সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হন বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে। ‘আমাদের কম বয়স্ক সাহায্য প্রার্থীকে একটি বিজনেস কার্ড দেওয়া হয়। তাকে বলা হয় যে আমরা সব সময় সাহায্য করার জন্য এখানে আছি। পরবর্তী সময় জীবন হুমকিতে পড়েছে এমন পরিস্থিতি ছাড়া আশা করা যায় সে ওই জরুরি নম্বরটি ব্যবহার করবে না।’
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
শাওয়ানো কাউন্টি শেরিফ অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একজন কর্মী একটি ৯১১ কলের উত্তর দিয়েছিলেন যেখানে, ‘১০ বছর বয়সী একজন ফোন করে তার গণিতের হোমওয়র্কের জন্য সাহায্য চায়।’
‘সে জানায় তার পরিবারের সদস্যরা গণিতে খুব একটা পাকা নয়। তাই তার সাহায্য প্রয়োজন।’ বলা হয় পোস্টে। শেরিফ জর্জ লেনজনার বলেন, ‘ফোনের অপর প্রান্তে থাকা কিম ক্রজি ছেলেটিকে জানান, হোমওয়ার্কে সাহায্য করার জন্য এটি সঠিক নম্বর নয়। নারীটি তারপরও তাকে সাহায্য করার আগ্রহ দেখান।’
‘তার হাতে কিছু সময় ছিল, তাই বলেন, “আমি কি তোমাকে সাহায্য করতে পারি গণিতটির বিষয়ে?” ‘অতএব দশমিকের এই দীর্ঘ সমস্যাটি তুলে ধরে শিশুটি। তবে তিনি তাকে সাহায্য করতে ব্যর্থ হন। তাই তিনি বলেন, আচ্ছা, আমি দেখছি, তোমার বাসার কাছে একজন ডেপুটিকে পাই কিনা।’ লেঞ্জনার গুড মর্নিং আমেরিকাকে বলেছেন।
ডেপুটি শেরিফ চেজ ম্যাসন ওই সময় এলাকায় ছিলেন। গণিতের সমস্যাটি সমাধানের একটি চেষ্টা করে দেখার প্রতিশ্রুতি দেন তিনি।
‘ব্যক্তিগতভাবে, গণিতের ক্ষেত্রে আমি খুব দক্ষ নই, তবে তারপরও সহায়তা করার জন্য সাড়া দিই,’ ম্যাসন ঘটনা সম্পর্কে তার প্রতিবেদনে লিখেছেন।
ম্যাসন, যার ওই শিশুটির সমান বয়সী একটি সৎছেলে রয়েছে, ছেলেটির সঙ্গে বসেন এবং দশমিক সম্পর্কিত গণিতের সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হন বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে। ‘আমাদের কম বয়স্ক সাহায্য প্রার্থীকে একটি বিজনেস কার্ড দেওয়া হয়। তাকে বলা হয় যে আমরা সব সময় সাহায্য করার জন্য এখানে আছি। পরবর্তী সময় জীবন হুমকিতে পড়েছে এমন পরিস্থিতি ছাড়া আশা করা যায় সে ওই জরুরি নম্বরটি ব্যবহার করবে না।’
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১২ ঘণ্টা আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
২ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১২ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫