৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
শাওয়ানো কাউন্টি শেরিফ অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একজন কর্মী একটি ৯১১ কলের উত্তর দিয়েছিলেন যেখানে, ‘১০ বছর বয়সী একজন ফোন করে তার গণিতের হোমওয়র্কের জন্য সাহায্য চায়।’
‘সে জানায় তার পরিবারের সদস্যরা গণিতে খুব একটা পাকা নয়। তাই তার সাহায্য প্রয়োজন।’ বলা হয় পোস্টে। শেরিফ জর্জ লেনজনার বলেন, ‘ফোনের অপর প্রান্তে থাকা কিম ক্রজি ছেলেটিকে জানান, হোমওয়ার্কে সাহায্য করার জন্য এটি সঠিক নম্বর নয়। নারীটি তারপরও তাকে সাহায্য করার আগ্রহ দেখান।’
‘তার হাতে কিছু সময় ছিল, তাই বলেন, “আমি কি তোমাকে সাহায্য করতে পারি গণিতটির বিষয়ে?” ‘অতএব দশমিকের এই দীর্ঘ সমস্যাটি তুলে ধরে শিশুটি। তবে তিনি তাকে সাহায্য করতে ব্যর্থ হন। তাই তিনি বলেন, আচ্ছা, আমি দেখছি, তোমার বাসার কাছে একজন ডেপুটিকে পাই কিনা।’ লেঞ্জনার গুড মর্নিং আমেরিকাকে বলেছেন।
ডেপুটি শেরিফ চেজ ম্যাসন ওই সময় এলাকায় ছিলেন। গণিতের সমস্যাটি সমাধানের একটি চেষ্টা করে দেখার প্রতিশ্রুতি দেন তিনি।
‘ব্যক্তিগতভাবে, গণিতের ক্ষেত্রে আমি খুব দক্ষ নই, তবে তারপরও সহায়তা করার জন্য সাড়া দিই,’ ম্যাসন ঘটনা সম্পর্কে তার প্রতিবেদনে লিখেছেন।
ম্যাসন, যার ওই শিশুটির সমান বয়সী একটি সৎছেলে রয়েছে, ছেলেটির সঙ্গে বসেন এবং দশমিক সম্পর্কিত গণিতের সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হন বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে। ‘আমাদের কম বয়স্ক সাহায্য প্রার্থীকে একটি বিজনেস কার্ড দেওয়া হয়। তাকে বলা হয় যে আমরা সব সময় সাহায্য করার জন্য এখানে আছি। পরবর্তী সময় জীবন হুমকিতে পড়েছে এমন পরিস্থিতি ছাড়া আশা করা যায় সে ওই জরুরি নম্বরটি ব্যবহার করবে না।’
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
শাওয়ানো কাউন্টি শেরিফ অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একজন কর্মী একটি ৯১১ কলের উত্তর দিয়েছিলেন যেখানে, ‘১০ বছর বয়সী একজন ফোন করে তার গণিতের হোমওয়র্কের জন্য সাহায্য চায়।’
‘সে জানায় তার পরিবারের সদস্যরা গণিতে খুব একটা পাকা নয়। তাই তার সাহায্য প্রয়োজন।’ বলা হয় পোস্টে। শেরিফ জর্জ লেনজনার বলেন, ‘ফোনের অপর প্রান্তে থাকা কিম ক্রজি ছেলেটিকে জানান, হোমওয়ার্কে সাহায্য করার জন্য এটি সঠিক নম্বর নয়। নারীটি তারপরও তাকে সাহায্য করার আগ্রহ দেখান।’
‘তার হাতে কিছু সময় ছিল, তাই বলেন, “আমি কি তোমাকে সাহায্য করতে পারি গণিতটির বিষয়ে?” ‘অতএব দশমিকের এই দীর্ঘ সমস্যাটি তুলে ধরে শিশুটি। তবে তিনি তাকে সাহায্য করতে ব্যর্থ হন। তাই তিনি বলেন, আচ্ছা, আমি দেখছি, তোমার বাসার কাছে একজন ডেপুটিকে পাই কিনা।’ লেঞ্জনার গুড মর্নিং আমেরিকাকে বলেছেন।
ডেপুটি শেরিফ চেজ ম্যাসন ওই সময় এলাকায় ছিলেন। গণিতের সমস্যাটি সমাধানের একটি চেষ্টা করে দেখার প্রতিশ্রুতি দেন তিনি।
‘ব্যক্তিগতভাবে, গণিতের ক্ষেত্রে আমি খুব দক্ষ নই, তবে তারপরও সহায়তা করার জন্য সাড়া দিই,’ ম্যাসন ঘটনা সম্পর্কে তার প্রতিবেদনে লিখেছেন।
ম্যাসন, যার ওই শিশুটির সমান বয়সী একটি সৎছেলে রয়েছে, ছেলেটির সঙ্গে বসেন এবং দশমিক সম্পর্কিত গণিতের সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হন বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে। ‘আমাদের কম বয়স্ক সাহায্য প্রার্থীকে একটি বিজনেস কার্ড দেওয়া হয়। তাকে বলা হয় যে আমরা সব সময় সাহায্য করার জন্য এখানে আছি। পরবর্তী সময় জীবন হুমকিতে পড়েছে এমন পরিস্থিতি ছাড়া আশা করা যায় সে ওই জরুরি নম্বরটি ব্যবহার করবে না।’
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
২ দিন আগেবিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৯ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
১০ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
১১ দিন আগে