ল-র-ব-য-হ ডেস্ক
ঘুম থেকে উঠে চোখ খুললেন। আপনি হিসাব না রাখলেও এই চোখ কিন্তু সেকেন্ডে অন্তত ৮০ বার ঘোরে। শুনেছি প্রতিদিন দুবার ব্রাশ করা নিয়ে আপনার বেশ গৌরব। কিন্তু বিশ্বাস করেন, আপনার মুখে এই মুহূর্তেও অন্তত ১ বিলিয়ন (১ হাজার লাখ) ব্যাকটেরিয়া নাচানাচি করছে।
যে কোষের সমন্বয়ে আপনার দেহটি গঠিত তাও কিন্তু খুবই ক্ষুদ্র। ধরেন, ১০ হাজার কোষের একটি সমাবেশ করতে চাইলে একটি পিনের অগ্রভাগের চেয়ে বড় ভেন্যুর দরকার পড়বে না। এই কোষগুলোকে সজীব রাখতে যে রক্তনালি রয়েছে তা দিয়ে রশি বানালে এর দৈর্ঘ্য হবে ৬০ হাজার মাইল (৯৬ হাজার ৫৬১ কিলোমিটার)।
প্রতিনিয়ত বাড়তে থাকা নখেও আছে রহস্য। একবার নখ বদলাতে সময় লাগে অন্তত ৬ মাস। অর্থাৎ, আপনার নখের গোড়ার অংশ আগামী ৬ মাস পরে উপড়ে চলে আসবে। নখ বৃদ্ধির গতি কম মনে হচ্ছে? তাহলে শুনুন, মস্তিষ্কের ম্যাসেজ স্নায়ুকোষের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার গতি কিন্তু কম নয়। ঘণ্টায় এই বেগ অন্তত ২০০ মাইল (৩২১ কিলোমিটার)। অন্যদিকে মানুষের ঊরুর হাড় কংক্রিটের চেয়ে শক্তিশালী।
ওপরের জিনিসগুলো সমতা রাখলেও জিহ্বা কিন্তু পুরুষের চেয়ে নারীর প্রতি কিছুটা পক্ষপাতিত্ব করেছে। এ ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর জিহ্বা শনাক্ত করতে পারে বেশি সংখ্যক স্বাদ।
ঘুম থেকে উঠে চোখ খুললেন। আপনি হিসাব না রাখলেও এই চোখ কিন্তু সেকেন্ডে অন্তত ৮০ বার ঘোরে। শুনেছি প্রতিদিন দুবার ব্রাশ করা নিয়ে আপনার বেশ গৌরব। কিন্তু বিশ্বাস করেন, আপনার মুখে এই মুহূর্তেও অন্তত ১ বিলিয়ন (১ হাজার লাখ) ব্যাকটেরিয়া নাচানাচি করছে।
যে কোষের সমন্বয়ে আপনার দেহটি গঠিত তাও কিন্তু খুবই ক্ষুদ্র। ধরেন, ১০ হাজার কোষের একটি সমাবেশ করতে চাইলে একটি পিনের অগ্রভাগের চেয়ে বড় ভেন্যুর দরকার পড়বে না। এই কোষগুলোকে সজীব রাখতে যে রক্তনালি রয়েছে তা দিয়ে রশি বানালে এর দৈর্ঘ্য হবে ৬০ হাজার মাইল (৯৬ হাজার ৫৬১ কিলোমিটার)।
প্রতিনিয়ত বাড়তে থাকা নখেও আছে রহস্য। একবার নখ বদলাতে সময় লাগে অন্তত ৬ মাস। অর্থাৎ, আপনার নখের গোড়ার অংশ আগামী ৬ মাস পরে উপড়ে চলে আসবে। নখ বৃদ্ধির গতি কম মনে হচ্ছে? তাহলে শুনুন, মস্তিষ্কের ম্যাসেজ স্নায়ুকোষের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার গতি কিন্তু কম নয়। ঘণ্টায় এই বেগ অন্তত ২০০ মাইল (৩২১ কিলোমিটার)। অন্যদিকে মানুষের ঊরুর হাড় কংক্রিটের চেয়ে শক্তিশালী।
ওপরের জিনিসগুলো সমতা রাখলেও জিহ্বা কিন্তু পুরুষের চেয়ে নারীর প্রতি কিছুটা পক্ষপাতিত্ব করেছে। এ ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর জিহ্বা শনাক্ত করতে পারে বেশি সংখ্যক স্বাদ।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৯ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
১০ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৯ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২৪ দিন আগে