রিসোর্টে ডুবলেন মামুনুল, মামুনুলে হেফাজত
আলোচিত রিসোর্ট-কাণ্ডের জেরে সাংগঠনিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক মর্যাদা খুইয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। অপবাদ, কলঙ্ক, মামলার বোঝা নিয়ে হলেন গ্রেপ্তারও। তার আগে একরকম নির্বাসনেই ছিলেন তিনি।