নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গা ঢাকা দিয়েছেন। পুলিশ বলছে, একাধিকবার গ্রেফতারের জন্য অভিযান চালালেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুই একবার ফেসবুক লাইভে আসলেও সেখানে আর নেই তিনি।
মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলার প্রাথমিক তদন্তে হেফাজতের এ নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। কিন্তু তার বাসা, মাদ্রাসায় ও সম্ভাব্য একাধিক জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। সে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে যেখানে পাওয়া যাবে সেখান থেকেই গ্রেফতার করা হবে।
গত ২৬ মার্চ ঢাকায় বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদে নাশকতার ঘটনায় পল্টন থানার দুই মামলার আসামি করা হয় হেফাজতের এ নেতাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, মামলায় হুকুমের আসামী হিসাবে মামুনুল হকের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে। তারপর থেকেই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।
এদিকে মামুনুল হকের স্ত্রী হিসেবে আলোচনায় আসা দুই নারীকেও খুঁজছে পুলিশ। জান্নাত আরা ঝর্ণার পরে জান্নাতুল ফেরদৌস নামের ঐ দুই নারীও সন্ধান মিলছে না। এখন পর্যন্ত এই দুই নারীর অবস্থান নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
মামুনুলের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা জান্নাতুলের ভাই পরিচয় দেওয়া শাহজাহান নামের এক ব্যক্তি মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি লিখেন, মামুনুল হক তার বড় বোন জান্নাতুল ফেরদৌস ওরফে লিপিকে বিয়ে করেছেন। তবে তার বোনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বোনকে নিরাপত্তা দেওয়া এবং অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য জিডিতে তিনি আইনি সহায়তা চেয়েছেন।
অন্যদিকে মামুনুল হকের নারী কেলেঙ্কারি ও সম্প্রীতি হেফাজতে ইসলামের কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ ফরায়েজী আন্দোলন। এ কারণে হেফাজতে ইসলামের নায়েবে আমীরের পদ থেকে ইস্তফা দিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
আরও পড়ুন:
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গা ঢাকা দিয়েছেন। পুলিশ বলছে, একাধিকবার গ্রেফতারের জন্য অভিযান চালালেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুই একবার ফেসবুক লাইভে আসলেও সেখানে আর নেই তিনি।
মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলার প্রাথমিক তদন্তে হেফাজতের এ নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। কিন্তু তার বাসা, মাদ্রাসায় ও সম্ভাব্য একাধিক জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। সে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে যেখানে পাওয়া যাবে সেখান থেকেই গ্রেফতার করা হবে।
গত ২৬ মার্চ ঢাকায় বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদে নাশকতার ঘটনায় পল্টন থানার দুই মামলার আসামি করা হয় হেফাজতের এ নেতাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, মামলায় হুকুমের আসামী হিসাবে মামুনুল হকের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে। তারপর থেকেই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।
এদিকে মামুনুল হকের স্ত্রী হিসেবে আলোচনায় আসা দুই নারীকেও খুঁজছে পুলিশ। জান্নাত আরা ঝর্ণার পরে জান্নাতুল ফেরদৌস নামের ঐ দুই নারীও সন্ধান মিলছে না। এখন পর্যন্ত এই দুই নারীর অবস্থান নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
মামুনুলের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা জান্নাতুলের ভাই পরিচয় দেওয়া শাহজাহান নামের এক ব্যক্তি মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি লিখেন, মামুনুল হক তার বড় বোন জান্নাতুল ফেরদৌস ওরফে লিপিকে বিয়ে করেছেন। তবে তার বোনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বোনকে নিরাপত্তা দেওয়া এবং অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য জিডিতে তিনি আইনি সহায়তা চেয়েছেন।
অন্যদিকে মামুনুল হকের নারী কেলেঙ্কারি ও সম্প্রীতি হেফাজতে ইসলামের কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ ফরায়েজী আন্দোলন। এ কারণে হেফাজতে ইসলামের নায়েবে আমীরের পদ থেকে ইস্তফা দিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
আরও পড়ুন:
নির্বাচন বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে। তবে যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব।
২১ মিনিট আগেসংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব করেছে দলটি। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
৫ ঘণ্টা আগেকয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগেমনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
২১ ঘণ্টা আগে