নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গা ঢাকা দিয়েছেন। পুলিশ বলছে, একাধিকবার গ্রেফতারের জন্য অভিযান চালালেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুই একবার ফেসবুক লাইভে আসলেও সেখানে আর নেই তিনি।
মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলার প্রাথমিক তদন্তে হেফাজতের এ নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। কিন্তু তার বাসা, মাদ্রাসায় ও সম্ভাব্য একাধিক জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। সে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে যেখানে পাওয়া যাবে সেখান থেকেই গ্রেফতার করা হবে।
গত ২৬ মার্চ ঢাকায় বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদে নাশকতার ঘটনায় পল্টন থানার দুই মামলার আসামি করা হয় হেফাজতের এ নেতাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, মামলায় হুকুমের আসামী হিসাবে মামুনুল হকের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে। তারপর থেকেই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।
এদিকে মামুনুল হকের স্ত্রী হিসেবে আলোচনায় আসা দুই নারীকেও খুঁজছে পুলিশ। জান্নাত আরা ঝর্ণার পরে জান্নাতুল ফেরদৌস নামের ঐ দুই নারীও সন্ধান মিলছে না। এখন পর্যন্ত এই দুই নারীর অবস্থান নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
মামুনুলের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা জান্নাতুলের ভাই পরিচয় দেওয়া শাহজাহান নামের এক ব্যক্তি মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি লিখেন, মামুনুল হক তার বড় বোন জান্নাতুল ফেরদৌস ওরফে লিপিকে বিয়ে করেছেন। তবে তার বোনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বোনকে নিরাপত্তা দেওয়া এবং অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য জিডিতে তিনি আইনি সহায়তা চেয়েছেন।
অন্যদিকে মামুনুল হকের নারী কেলেঙ্কারি ও সম্প্রীতি হেফাজতে ইসলামের কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ ফরায়েজী আন্দোলন। এ কারণে হেফাজতে ইসলামের নায়েবে আমীরের পদ থেকে ইস্তফা দিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
আরও পড়ুন:
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গা ঢাকা দিয়েছেন। পুলিশ বলছে, একাধিকবার গ্রেফতারের জন্য অভিযান চালালেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুই একবার ফেসবুক লাইভে আসলেও সেখানে আর নেই তিনি।
মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলার প্রাথমিক তদন্তে হেফাজতের এ নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। কিন্তু তার বাসা, মাদ্রাসায় ও সম্ভাব্য একাধিক জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। সে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে যেখানে পাওয়া যাবে সেখান থেকেই গ্রেফতার করা হবে।
গত ২৬ মার্চ ঢাকায় বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদে নাশকতার ঘটনায় পল্টন থানার দুই মামলার আসামি করা হয় হেফাজতের এ নেতাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, মামলায় হুকুমের আসামী হিসাবে মামুনুল হকের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে। তারপর থেকেই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।
এদিকে মামুনুল হকের স্ত্রী হিসেবে আলোচনায় আসা দুই নারীকেও খুঁজছে পুলিশ। জান্নাত আরা ঝর্ণার পরে জান্নাতুল ফেরদৌস নামের ঐ দুই নারীও সন্ধান মিলছে না। এখন পর্যন্ত এই দুই নারীর অবস্থান নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
মামুনুলের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা জান্নাতুলের ভাই পরিচয় দেওয়া শাহজাহান নামের এক ব্যক্তি মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি লিখেন, মামুনুল হক তার বড় বোন জান্নাতুল ফেরদৌস ওরফে লিপিকে বিয়ে করেছেন। তবে তার বোনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বোনকে নিরাপত্তা দেওয়া এবং অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য জিডিতে তিনি আইনি সহায়তা চেয়েছেন।
অন্যদিকে মামুনুল হকের নারী কেলেঙ্কারি ও সম্প্রীতি হেফাজতে ইসলামের কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ ফরায়েজী আন্দোলন। এ কারণে হেফাজতে ইসলামের নায়েবে আমীরের পদ থেকে ইস্তফা দিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
আরও পড়ুন:
বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করতে সরকার নতজানু ভূমিকা পালন করছে— এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
১৪ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
১৪ ঘণ্টা আগেচার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
১৬ ঘণ্টা আগেআজ শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংখ্যানুপাতিক হারে ভোটের (পিআর) নামে দেশে জগাখিচুড়ি চলছেও বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ির ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্নরকম কথা বলতে...
১৯ ঘণ্টা আগে