Ajker Patrika

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: শাপলা চত্বরে হামলার ঘটনা জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধানের দাবি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার সন্ধ্যায় বৈঠকটি হয়। ছবি: পিআইডি
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার সন্ধ্যায় বৈঠকটি হয়। ছবি: পিআইডি

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকে ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলার ঘটনা জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধানের দাবি করেছেন নেতারা।

আজ শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে হেফাজতের নেতারা এ দাবি করেন বলে প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

এ ছাড়া ফ‍্যাসিবাদী শাসনামলে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও আলেম-উলামাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের পক্ষে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে ছিলেন মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাও. আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ ও মুফতি কেফায়েতুল্লাহ আজহারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত