Ajker Patrika

হেফাজত ছাড়লেন এক নায়েবে আমির

নিজস্ব প্রতিবেদক
হেফাজত ছাড়লেন এক নায়েবে আমির

হেফাজতে ইসলামের মধ্যে ভিন্ন দল-মতের লোকজন ঢুকে সংগঠনটিকে জনভোগান্তিকর কর্মসূচি দিতে বাধ্য করছে– এই অভিযোগ তুলে সংগঠনের নায়েবে আমিরের পদ ছাড়লেন আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। তিনি বাংলাদেশ ফরায়েজী আন্দোলন নামে একটু সংগঠনের সভাপতি।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন থেকে হেফাজতে ইসলামের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের ওপর বর্তাবে না।

হেফাজতে ইসলামের চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও করণীয় শিরোনামে আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে তার বক্তব্য শুরু করেন। 

মোহাম্মদ হাসান বলেন, স্বাধীনতার রজতজয়ন্তী (আসলে সুবর্ণজয়ন্তী) উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আগের ও পরের বিশৃঙ্খল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি। 

বর্তমান পরিস্থিতিতে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমাদ শফীর নেতৃত্বের শূন্যতা অনুভব করছি উল্লেখ করে মোহাম্মদ হাসান বলেন, আমি নিজের অনুভুতি ও উপলব্ধি থেকে বলছি, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শফীর ইন্তেকালের পর হেফাজতে ইসলামে যোগ্য নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে। গ্রুপিং, দলাদলি সৃষ্টি হয়েছে নিজেদের অঙ্গনে।

হেফাজতে ইসলাম সম্প্রতি কিছু ব্যক্তির নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে দাবি করে মোহাম্মদ হাসান বলেন, বিষয়গুলো বিবেচনা করে আমি হেফাজতে ইসলামের নায়েবে আমির পদ থেকে ইস্তফা প্রদান করলাম। হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার আর আমার ও আমার দলের উপর বর্তাবে না।

হেফাজতের  বিক্ষোভ ও হরতালে হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে ২০ জন নিহত ও অনেকে আহত হওয়ার ঘটনায় কিছু সংবাদকর্মী ও গণমাধ্যম বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ পরিবেশন করেছে বলে অভিযোগ করেন মোহাম্মদ হাসান।

সব কওমি মাদ্রাসা খোলা রাখার সিদ্ধান্ত দিতে প্রধানমন্ত্রীর নির্দেশও কামনা করেন তিনি।

হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হাসান বলেন, এটা বিতর্কিত বিষয়, উনার ব্যক্তিগত বিষয়।

মামুনুল হক ঠিক কাজ করেছেন কিনা, সেই প্রশ্নে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি বলেন, বিগত দিনে আলেমরা কোরআন-সুন্নাহর আলোকে যে ধরনের কথা বলেছেন সেটাই আমাদের কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত