সব ছাপিয়ে একাই উজ্জ্বল দীপিকা পাড়ুকোন
ভারতের জনপ্রিয় শিল্পীরা এক হয়েছেন ‘কল্কি ২৮৯৮ এডি’র ফ্রেমে। আছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানিসহ নামী সব মুখ। সিনেমার বাজেট ৬০০ কোটি রুপি। অনুমান ছিল, প্রথম দিনেই বিশ্বজুড়ে ২০০ কোটি রুপি আয় করবে কল্কি। অনুমান মিথ্যে হয়নি।