Ajker Patrika

বিয়েতে আসতে পারেননি, সোনাক্ষী-জহিরকে যে উপহার পাঠালেন শাহরুখ

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৪: ১৩
বিয়েতে আসতে পারেননি, সোনাক্ষী-জহিরকে যে উপহার পাঠালেন শাহরুখ

দীর্ঘদিন প্রেমের পর গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। বিয়ের পর এদিন রাতেই আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনার। সেখানে দেখা গেছে বলিউডের জনপ্রিয় সব তারকাদের। সেই অনুষ্ঠানে দেখা যায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানকে। তবে বিয়েতে আসতে না পারলেও সোনাক্ষী-জহিরের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন শাহরুখ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিয়ের বেশ কিছু অদেখা ছবি প্রকাশ্যে আনলেন সোনাক্ষী। ইনস্টাগ্রামে পোস্ট করা প্রতিটা ছবির সঙ্গে জুড়ে থাকা মুহূর্তের বর্ণনা দিলেন নায়িকা। সেখানেই জানা গেল বিয়েতে সোনাক্ষীকে দেওয়া শাহরুখের উপহারের বিষয়ে।

২৩ জুন আইনি বিয়ে সারেন সোনাক্ষী ও দীর্ঘ দিনের প্রেমিক জহির ইকবাল। সকালে বাড়িতে বিয়ে, তারপর সন্ধ্যায় প্রীতিভোজের আয়োজন করে সিনহা পরিবার। সেখানে ডাকেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবকে। সালমান খান থেকে রাভিনা ট্যান্ডন, টাবুসহ একাধিক তারকা আসেন সোনাক্ষী-জহিরের প্রীতিভোজে।

শাহরুখের পাঠানো ভয়েস নোট শুনছেন সোনাক্ষী-জহির। ছবি: ইনস্টাগ্রামতবে দেখা যায়নি শাহরুখ খানকে। কারণ, সেই সময় পরিবার নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন অভিনেতা। উপস্থিত হতে না পারলেও সোনাক্ষী-জহিরের বিশেষ দিনে উপহার পাঠিয়েছেন তিনি। সোনাক্ষী পোস্ট করেছেন একটি সাদা-কালো ছবি, তাতে দেখা যাচ্ছে লিফটে সোনাক্ষী-জহির। আর ফোনে শাহরুখের পাঠানো ভয়েস নোট শুনছেন তাঁরা। সোনাক্ষী ছবির ক্যাপশনে লেখেন, ‘আমাদের দুজনের সব থেকে প্রিয় শাহরুখের ভয়েস নোট শুনছি। এত শুভেচ্ছা ও ভালোবাসা পাঠিয়েছেন আমাদের! বিয়ের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৯, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত