বাংলা ভাষায় সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। মাঝে মাঝে ঢুঁ দিয়েছেন হিন্দিতেও। ২০১৭ সালে নিজের সিনেমা ‘রাজকাহিনি’ হিন্দিতে রিমেক করেন ‘বেগমজান’ নামে, যাতে অভিনয় করেন বিদ্যা বালান। এরপর ২০২২ সালে তাপসী পান্নুকে নিয়ে ‘সাবাশ মিঠু’ আর পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে বানান ‘শেরদিল’। এর আগে হিন্দি ভাষায় বানিয়েছেন ‘রে’ ওয়েব সিরিজ।
তবে কোনোটিই সেভাবে সাফল্য পায়নি বক্স অফিসে। আবারও সৃজিত পা রাখছেন হিন্দি সিনেমার চত্বরে। তবে এবার ইতিহাস কিংবা ক্রীড়া নয়; সৃজিত ভরসা রেখেছেন গোয়েন্দা কাহিনিতে। বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের অনুপ্রেরণায় নতুন সিনেমার গল্প লিখেছেন তিনি।
শুক্রবার মুক্তি পেল সৃজিতের নতুন সিনেমা ‘শেখর হোম’-এর ফার্স্ট লুক। পাজল আকারে সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেছেন তিনি, যেখানে একাধিক ব্লক পরপর সেজে ধীরে ধীরে ফুটে উঠেছে শার্লক হোমসের মুখ। গায়ে কোট, মাথায় টুপি।
ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘সব ছবিকে একসঙ্গে জুড়লেই বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন।’ সঙ্গে এটাও জানিয়েছেন, শেখর হোম সিনেমাটি তৈরি হচ্ছে স্যার আর্থার কোনাল ডয়েলের লেখার অনুপ্রেরণায়।
কাকে দেখা যাবে শার্লক হিসেবে? ফার্স্ট লুকে দেখা গেল, টালিউডের কোনো অভিনেতাকে নিচ্ছেন না সৃজিত। সৃজিতের শার্লক হোমস হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কে কে মেনন। ওয়াটসনের চরিত্রে দেখা যাবে রণবীর শোরেকে। এ ছাড়া থাকবেন রসিকা দুগাল, কৃতি কুলহারি, দিব্যেন্দু ভট্টাচার্য, ঊষা উত্থুপ, কৌশিক সেন প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পাবে শেখর হোম।
বাংলা ভাষায় সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। মাঝে মাঝে ঢুঁ দিয়েছেন হিন্দিতেও। ২০১৭ সালে নিজের সিনেমা ‘রাজকাহিনি’ হিন্দিতে রিমেক করেন ‘বেগমজান’ নামে, যাতে অভিনয় করেন বিদ্যা বালান। এরপর ২০২২ সালে তাপসী পান্নুকে নিয়ে ‘সাবাশ মিঠু’ আর পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে বানান ‘শেরদিল’। এর আগে হিন্দি ভাষায় বানিয়েছেন ‘রে’ ওয়েব সিরিজ।
তবে কোনোটিই সেভাবে সাফল্য পায়নি বক্স অফিসে। আবারও সৃজিত পা রাখছেন হিন্দি সিনেমার চত্বরে। তবে এবার ইতিহাস কিংবা ক্রীড়া নয়; সৃজিত ভরসা রেখেছেন গোয়েন্দা কাহিনিতে। বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের অনুপ্রেরণায় নতুন সিনেমার গল্প লিখেছেন তিনি।
শুক্রবার মুক্তি পেল সৃজিতের নতুন সিনেমা ‘শেখর হোম’-এর ফার্স্ট লুক। পাজল আকারে সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেছেন তিনি, যেখানে একাধিক ব্লক পরপর সেজে ধীরে ধীরে ফুটে উঠেছে শার্লক হোমসের মুখ। গায়ে কোট, মাথায় টুপি।
ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘সব ছবিকে একসঙ্গে জুড়লেই বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন।’ সঙ্গে এটাও জানিয়েছেন, শেখর হোম সিনেমাটি তৈরি হচ্ছে স্যার আর্থার কোনাল ডয়েলের লেখার অনুপ্রেরণায়।
কাকে দেখা যাবে শার্লক হিসেবে? ফার্স্ট লুকে দেখা গেল, টালিউডের কোনো অভিনেতাকে নিচ্ছেন না সৃজিত। সৃজিতের শার্লক হোমস হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কে কে মেনন। ওয়াটসনের চরিত্রে দেখা যাবে রণবীর শোরেকে। এ ছাড়া থাকবেন রসিকা দুগাল, কৃতি কুলহারি, দিব্যেন্দু ভট্টাচার্য, ঊষা উত্থুপ, কৌশিক সেন প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পাবে শেখর হোম।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে