কদিন আগেই ভারত সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন দেশটির পাঞ্জাবি লোকসংগীতের শিল্পী এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রয়াত গুরমিত বাওয়ার মেয়ে গ্লোরি। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন পরিবারের আর্থিক কষ্টের কথা। এবার প্রয়াত গায়কের পরিবারের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গায়কের পরিবারের কাছে ২৫ লাখ রুপি পাঠিয়েছেন অভিনেতা।
অক্ষয়ের কাছ থেকে এই আর্থিক সাহায্য পেয়ে গ্লোরি বলেন, ‘এর অর্থ কী, তা ব্যাখ্যার জন্য আমার কাছে শব্দ নেই।’ যদিও অক্ষয় এটাকে সাহায্য বলতে রাজি হননি। অভিনেতার কথায়, ‘এটা সাহায্য নয়, ভাই হিসাবে বোনের পাশে দাঁড়ানো।’
গ্লোরি আরও জানিয়েছেন, এই টাকায় তাঁর সব সমস্যা না মিটলেও পরিবারের অনেক উপকারে আসবে। তিনি বলেন, ‘কিন্তু আমি কাজ চাই, তাই চাইছি। মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন এবং আশা করি আমাদের মতো শিল্পীরাও কাজ পাবে।’
অক্ষয় জানান, ‘আমি সোশ্যাল মিডিয়া থেকে বিষয়টি জানতে পেরেছি। ব্যাপারটা দুঃখজনক, গুরমিত বাওয়াজি পাঞ্জাবের গর্ব। তাঁর পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে দেখে হতাশ হয়েছিলাম। এটি ভাই হিসেবে তাঁর মেয়ে গ্লোরি বাওয়ার পাশে দাঁড়ান। এটা সাহায্য নয়, একজন পাঞ্জাবি ও শিল্পী হিসেবে আমার দায়িত্ব পালন।’
করোনা মহামারির সময় ভারতের জনগণের জন্য নিজের ব্যাংক ব্যালেন্স উজাড় করে দিয়েছিলেন অক্ষয়, একাই ২৫ কোটি রুপি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর তহবিলে। এর বাইরে ইন্ডাস্ট্রির জুনিয়র আর্টিস্ট থেকে কুশীলব—সবার দিকেই সাহায্যের হাত বাড়ান তিনি।
কদিন আগেই ভারত সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন দেশটির পাঞ্জাবি লোকসংগীতের শিল্পী এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রয়াত গুরমিত বাওয়ার মেয়ে গ্লোরি। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন পরিবারের আর্থিক কষ্টের কথা। এবার প্রয়াত গায়কের পরিবারের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গায়কের পরিবারের কাছে ২৫ লাখ রুপি পাঠিয়েছেন অভিনেতা।
অক্ষয়ের কাছ থেকে এই আর্থিক সাহায্য পেয়ে গ্লোরি বলেন, ‘এর অর্থ কী, তা ব্যাখ্যার জন্য আমার কাছে শব্দ নেই।’ যদিও অক্ষয় এটাকে সাহায্য বলতে রাজি হননি। অভিনেতার কথায়, ‘এটা সাহায্য নয়, ভাই হিসাবে বোনের পাশে দাঁড়ানো।’
গ্লোরি আরও জানিয়েছেন, এই টাকায় তাঁর সব সমস্যা না মিটলেও পরিবারের অনেক উপকারে আসবে। তিনি বলেন, ‘কিন্তু আমি কাজ চাই, তাই চাইছি। মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন এবং আশা করি আমাদের মতো শিল্পীরাও কাজ পাবে।’
অক্ষয় জানান, ‘আমি সোশ্যাল মিডিয়া থেকে বিষয়টি জানতে পেরেছি। ব্যাপারটা দুঃখজনক, গুরমিত বাওয়াজি পাঞ্জাবের গর্ব। তাঁর পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে দেখে হতাশ হয়েছিলাম। এটি ভাই হিসেবে তাঁর মেয়ে গ্লোরি বাওয়ার পাশে দাঁড়ান। এটা সাহায্য নয়, একজন পাঞ্জাবি ও শিল্পী হিসেবে আমার দায়িত্ব পালন।’
করোনা মহামারির সময় ভারতের জনগণের জন্য নিজের ব্যাংক ব্যালেন্স উজাড় করে দিয়েছিলেন অক্ষয়, একাই ২৫ কোটি রুপি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর তহবিলে। এর বাইরে ইন্ডাস্ট্রির জুনিয়র আর্টিস্ট থেকে কুশীলব—সবার দিকেই সাহায্যের হাত বাড়ান তিনি।
অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১২ মিনিট আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৩৪ মিনিট আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
১ ঘণ্টা আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৭ ঘণ্টা আগে