সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। তাঁর সিনেমাগুলো শুধু বক্স অফিসে ব্যর্থ নয়, সমালোচকদের মনেও দাগ কাটতে পারছে না। মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের ‘সারফিরা’। যেটি হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের ১৫০তম সিনেমা! আর সেই সিনেমাকেই নিজের ক্যারিয়ারের সেরা সিনেমার তকমা দিয়েছেন অভিনেতা নিজেই। তবে এরপরও অগ্রিম টিকিট বুকিংয়ে সাড়া পাচ্ছে না সিনেমাটি। সিনেমা বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, আরেকটা ফ্লপের পথে অক্ষয়।
ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ‘সারফিরা’। এর মধ্যে সিনেমাটির প্রচারণায় কদিন থেকেই দিল্লি, পুনেসহ বেশ কিছু শহরে গিয়েছেন অক্ষয়। কিন্তু এত চেষ্টার পরও যেন ভাগ্য সহায় হচ্ছে না অভিনেতার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অগ্রিম টিকিট বিক্রিতে মাত্র ২৪ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
২০২০ সালে সুধা কোঙ্গারার তামিল ভাষায় সুরারাই পোট্রুর অফিশিয়াল রিমেক ‘সারফিরা’। জি আর গোপীনাথের স্মৃতিকথা ‘সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
সিনেমাটিতে অক্ষয়কে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে, যিনি স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
উল্লেখ্য, আগামী ১২ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। এতে অক্ষয় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন—রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস প্রমুখ।
সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। তাঁর সিনেমাগুলো শুধু বক্স অফিসে ব্যর্থ নয়, সমালোচকদের মনেও দাগ কাটতে পারছে না। মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের ‘সারফিরা’। যেটি হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের ১৫০তম সিনেমা! আর সেই সিনেমাকেই নিজের ক্যারিয়ারের সেরা সিনেমার তকমা দিয়েছেন অভিনেতা নিজেই। তবে এরপরও অগ্রিম টিকিট বুকিংয়ে সাড়া পাচ্ছে না সিনেমাটি। সিনেমা বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, আরেকটা ফ্লপের পথে অক্ষয়।
ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ‘সারফিরা’। এর মধ্যে সিনেমাটির প্রচারণায় কদিন থেকেই দিল্লি, পুনেসহ বেশ কিছু শহরে গিয়েছেন অক্ষয়। কিন্তু এত চেষ্টার পরও যেন ভাগ্য সহায় হচ্ছে না অভিনেতার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অগ্রিম টিকিট বিক্রিতে মাত্র ২৪ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
২০২০ সালে সুধা কোঙ্গারার তামিল ভাষায় সুরারাই পোট্রুর অফিশিয়াল রিমেক ‘সারফিরা’। জি আর গোপীনাথের স্মৃতিকথা ‘সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
সিনেমাটিতে অক্ষয়কে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে, যিনি স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
উল্লেখ্য, আগামী ১২ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। এতে অক্ষয় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন—রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস প্রমুখ।
অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ মিনিট আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
২৮ মিনিট আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
৪৩ মিনিট আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৭ ঘণ্টা আগে