Ajker Patrika

নগদ অর্থ থেকে পাসপোর্ট—ইতালিতে সব খুইয়েছেন এ তারকা দম্পতি

আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৩: ০০
নগদ অর্থ থেকে পাসপোর্ট—ইতালিতে সব খুইয়েছেন এ তারকা দম্পতি

ভারতের জনপ্রিয় টিভি তারকা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া। বিবাহিত জীবনের আট বছর পার করছেন তাঁরা। অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষে এখন রয়েছেন ইতালি ট্যুরে। আর সেখানেই বিপাকে পড়েছেন এই জুটি। ইতালির ফ্লোরেন্সে ডাকাতির শিকার হয়েছেন তাঁরা। খুইয়েছেন নগদ অর্থ থেকে পাসপোর্ট।

বিবাহবার্ষিকী উপলক্ষে সম্প্রতি ইউরোপ টুরে যান দিব্যাঙ্কা-বিবেক। সোশ্যাল মিডিয়ায় নানা ছবিও দিচ্ছিলেন নিয়মিত। গত বুধবার ইতালির ফ্লোরেন্সে পৌঁছান তাঁরা। কথা ছিল, এক দিন সে শহরে থাকবেন। গাড়িতে সব রেখে হোটেল দেখতে গিয়েছিলেন বিবেক-দিব্যাঙ্কা। ফিরে এসে দেখেন গাড়ি ভাঙা, চুরি হয়েছে পাসপোর্টসহ সমস্ত জরুরি কাগজপত্র, নগদ অর্থ (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লাখ রুপি), সফরে কেনা কিছু বিদেশি বহুমূল্য সামগ্রী।

দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া। ছবি: ইনস্টাগ্রামস্থানীয় থানা থেকে ভারতীয় দূতাবাস সব জায়গায় যোগাযোগ করেন তারকা দম্পতি। কিন্তু নির্দিষ্ট এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় তাঁদের অভিযোগ বাতিল করে স্থানীয় পুলিশ। টাকা, পাসপোর্ট কিছুই না থাকায়, ভারতে ফিরতে এই মুহূর্তে দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বিবেক-দিব্যাঙ্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত