রোবটের দুনিয়ায় স্বাগত
শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল কিংবা রান্নাঘর—সবখানেই ধীরে ধীরে ঢুকে পড়ছে রোবট নামের যন্ত্রটি। তাই একুশ শতকের মানুষ এখন আর রোবোটিকসশিল্পের বিকাশে খুব একটা অবাক হয় না; বরং যাঁরা এ বিষয়ে খোঁজখবর রাখেন, তাঁরা জানতে চান, কতটা কঠিন ও জটিল কাজ করছে রোবটরা? আর এ কারণে সেগুলো ধীরে ধীরে হয়ে উঠছে মানু