সৌদি থেকে ফেরার পরদিনই মেয়ের মৃত্যু দেখলেন বাবা
গতকাল মঙ্গলবার সৌদি আরব থেকে দেশে আসেন ইউসুফ। বুধবার সন্ধ্যায় সবাই এক সঙ্গে খাওয়া-দাওয়া করে তাফরিনকে একা বাসায় রেখে, বাইরে থেকে তালা লাগিয়ে, ছোট ছেলেকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে জুরাইন মার্কেটে যান তাঁরা। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁরা বাসায় ফিরে ঘরের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পান...