টি এইচ মাহির
মক্সিরোবট
এই রোবট বানানো হয়েছে মূলত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য। অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে ভোগা শিশুদের মানসিক বিকাশে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে মক্সিরোবট। মক্সি ছোট খেলনা আকারের রোবট। কথোপকথন, চোখের যোগাযোগ, মুখের অভিব্যক্তি এবং অন্যান্য আচরণ বুঝতে, প্রক্রিয়া করতে এবং প্রতিক্রিয়া জানাতে পারে এই রোবট। সোশ্যাল এক্স সফটওয়্যার দিয়ে এই রোবট চালানো যায়। শিশুর অভিভাবকেরাও একে চালাতে পারবেন স্মার্টফোন থেকে। শিশুদের দক্ষতা বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করতে এই রোবট তাদের সঙ্গে কথা বলে, খেলাধুলাসহ বিভিন্ন মিথস্ক্রিয়া করে। অ্যাম্বোডেড নামে এক জাপানি রোবোটিকস ও এআইভিত্তিক প্রতিষ্ঠান এই রোবট তৈরি করেছে।
সফটব্যাংক রোবোটিকস পেপার
মানুষ আকৃতির রোবটটি গ্রাহক পরিষেবা ও সামাজিক যোগাযোগের জন্য ডিজাইন করা হয়েছে। এটি মানুষের আবেগ চিনতে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে সক্ষম। এর বুকের কাছে একটি স্ক্রিন আছে। ব্যাংকিং, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানাতে ব্যবহার করা যাবে এই রোবট। এটি ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স সেবা দিতে পারে। গ্রাহকদের সঙ্গে কথা বলতে এবং গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ করতে পারে। রোবটটি তৈরি করেছে সফটব্যাংক নামের একটি প্রতিষ্ঠান।
স্পট রোবট
বহুমুখী কাজের জন্য বানানো হয়েছে এই রোবট। কারখানা থেকে নির্মাণ সাইট, গবেষণা ল্যাবসহ বিভিন্ন জায়গায় কাজ করতে পারে চার পায়ের প্রাণী আকৃতির এই রোবট। এটি তৈরি করেছে বোস্টন ডায়নামিকস নামের একটি প্রতিষ্ঠান। ল্যাব বা কারখানায় ঝুঁকিপূর্ণ কাজের জন্য এটি ব্যবহার করা যাবে।
মোটোবট
স্বয়ংক্রিয় ড্রাইভিংয়ের জন্য জাপানি মোটর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়ামাহা তৈরি করেছে মোটোবট নামের একটি রোবট। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে মোটরবাইক পরিচালনা করে এই রোবট। বাইকের গতি, ইঞ্জিন আরপিএম, মেশিন ইত্যাদি ডেটার ওপর ভিত্তি করে মোটোবট বাইকের ছয়টি অবস্থা নিয়ন্ত্রণ করবে। মোটোবটে মেশিনের অবস্থান শনাক্তকরণের প্রযুক্তি, উচ্চ-নির্ভুল জিপিএস, বিভিন্ন সেন্সর এবং মেশিন লার্নিং ব্যবহার করা হয়েছে, যাতে সেটি নির্ভুল বাইক চালাতে পারে। মোটোবট দেখতে বাইকে বসে থাকা বাইকারের মতো। জাপানি কোম্পানি ইয়ামাহা ভবিষ্যতের কথা চিন্তা করে এই রোবট ডিজাইন করেছে।
নাইটস্কোপ
এটি মূলত সিকিউরিটি রোবট। যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় নিরাপত্তা ও নজরদারি বাড়াতে এই রোবট স্থাপন করা হয়েছে। নাইটস্কোপ নামের এই রোবট দেখতে অনেকটা অর্ধেক ক্যাপসুলের মতো। এটি বাড়ি বা বিল্ডিংয়ের সামনে স্থাপন করলে মনে হবে কোনো কফি মেশিন অথবা কোনো অত্যাধুনিক ডাস্টবিন। সাধারণত যুক্তরাষ্ট্রের হোটেলগুলোকে কেন্দ্র করে মানব পাচার, চুরি, হামলা, গাড়ি ভাঙচুর এবং হত্যাকাণ্ডের মতো অপরাধ সংঘটিত হয়। এ ধরনের অপরাধ ট্র্যাক ও নিরাপত্তা জোরদার করতে নাইটস্কোপ অটোনোমাস সিকিউরিটি রোবট মোতায়েন করা হয়েছে দেশটির বিভিন্ন জায়গায়। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই রোবটে আছে সিকিউরিটি ক্যামেরা। এটি ২৪ ঘণ্টা চালু থাকে। তা ছাড়া এই রোবট এক জায়গা থেকে অন্য জায়গায়ও টহল দিতে পারে।
মক্সিরোবট
এই রোবট বানানো হয়েছে মূলত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য। অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে ভোগা শিশুদের মানসিক বিকাশে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে মক্সিরোবট। মক্সি ছোট খেলনা আকারের রোবট। কথোপকথন, চোখের যোগাযোগ, মুখের অভিব্যক্তি এবং অন্যান্য আচরণ বুঝতে, প্রক্রিয়া করতে এবং প্রতিক্রিয়া জানাতে পারে এই রোবট। সোশ্যাল এক্স সফটওয়্যার দিয়ে এই রোবট চালানো যায়। শিশুর অভিভাবকেরাও একে চালাতে পারবেন স্মার্টফোন থেকে। শিশুদের দক্ষতা বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করতে এই রোবট তাদের সঙ্গে কথা বলে, খেলাধুলাসহ বিভিন্ন মিথস্ক্রিয়া করে। অ্যাম্বোডেড নামে এক জাপানি রোবোটিকস ও এআইভিত্তিক প্রতিষ্ঠান এই রোবট তৈরি করেছে।
সফটব্যাংক রোবোটিকস পেপার
মানুষ আকৃতির রোবটটি গ্রাহক পরিষেবা ও সামাজিক যোগাযোগের জন্য ডিজাইন করা হয়েছে। এটি মানুষের আবেগ চিনতে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে সক্ষম। এর বুকের কাছে একটি স্ক্রিন আছে। ব্যাংকিং, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানাতে ব্যবহার করা যাবে এই রোবট। এটি ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স সেবা দিতে পারে। গ্রাহকদের সঙ্গে কথা বলতে এবং গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ করতে পারে। রোবটটি তৈরি করেছে সফটব্যাংক নামের একটি প্রতিষ্ঠান।
স্পট রোবট
বহুমুখী কাজের জন্য বানানো হয়েছে এই রোবট। কারখানা থেকে নির্মাণ সাইট, গবেষণা ল্যাবসহ বিভিন্ন জায়গায় কাজ করতে পারে চার পায়ের প্রাণী আকৃতির এই রোবট। এটি তৈরি করেছে বোস্টন ডায়নামিকস নামের একটি প্রতিষ্ঠান। ল্যাব বা কারখানায় ঝুঁকিপূর্ণ কাজের জন্য এটি ব্যবহার করা যাবে।
মোটোবট
স্বয়ংক্রিয় ড্রাইভিংয়ের জন্য জাপানি মোটর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়ামাহা তৈরি করেছে মোটোবট নামের একটি রোবট। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে মোটরবাইক পরিচালনা করে এই রোবট। বাইকের গতি, ইঞ্জিন আরপিএম, মেশিন ইত্যাদি ডেটার ওপর ভিত্তি করে মোটোবট বাইকের ছয়টি অবস্থা নিয়ন্ত্রণ করবে। মোটোবটে মেশিনের অবস্থান শনাক্তকরণের প্রযুক্তি, উচ্চ-নির্ভুল জিপিএস, বিভিন্ন সেন্সর এবং মেশিন লার্নিং ব্যবহার করা হয়েছে, যাতে সেটি নির্ভুল বাইক চালাতে পারে। মোটোবট দেখতে বাইকে বসে থাকা বাইকারের মতো। জাপানি কোম্পানি ইয়ামাহা ভবিষ্যতের কথা চিন্তা করে এই রোবট ডিজাইন করেছে।
নাইটস্কোপ
এটি মূলত সিকিউরিটি রোবট। যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় নিরাপত্তা ও নজরদারি বাড়াতে এই রোবট স্থাপন করা হয়েছে। নাইটস্কোপ নামের এই রোবট দেখতে অনেকটা অর্ধেক ক্যাপসুলের মতো। এটি বাড়ি বা বিল্ডিংয়ের সামনে স্থাপন করলে মনে হবে কোনো কফি মেশিন অথবা কোনো অত্যাধুনিক ডাস্টবিন। সাধারণত যুক্তরাষ্ট্রের হোটেলগুলোকে কেন্দ্র করে মানব পাচার, চুরি, হামলা, গাড়ি ভাঙচুর এবং হত্যাকাণ্ডের মতো অপরাধ সংঘটিত হয়। এ ধরনের অপরাধ ট্র্যাক ও নিরাপত্তা জোরদার করতে নাইটস্কোপ অটোনোমাস সিকিউরিটি রোবট মোতায়েন করা হয়েছে দেশটির বিভিন্ন জায়গায়। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই রোবটে আছে সিকিউরিটি ক্যামেরা। এটি ২৪ ঘণ্টা চালু থাকে। তা ছাড়া এই রোবট এক জায়গা থেকে অন্য জায়গায়ও টহল দিতে পারে।
টেলিগ্রামের একাধিক এনক্রিপটেড চ্যাট গ্রুপে চীনা নারীদের গোপনে তোলা যৌন নিপীড়নমূলক ছবি ছড়িয়ে পড়েছে। আর এই খবর চীনের গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারী তাঁদের বর্তমান বা প্রাক্তন প্রেমিকা ও নারী আত্মীয়দের ব্যক্তিগত ছবি পোস্ট করেছেন। এমনকি পিনহোল (অত্যন্ত ছোট
১০ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে রেনো ১৪ সিরিজ ফাইভজি। ঢাকায় এক জমকালো মিউজিক্যাল নাইটে গতকাল সোমবার এই সিরিজের উন্মোচন হয়।
১২ ঘণ্টা আগেপানিভিত্তিক ব্যাটারির আয়ু বাড়াতে এক যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেছেন সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কেএইউএসটি) গবেষকেরা। গবেষণায় বলা হয়েছে, জিংক সালফেটের মতো সহজলভ্য ও সস্তা লবণ ব্যবহারে ব্যাটারির আয়ু ১০ গুণের বেশি বাড়ানো সম্ভব হয়েছে।
১২ ঘণ্টা আগেচীনে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপসেটের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই চাহিদা মেটাতে তাইওয়ানের চিপ প্রস্তুতকারণ প্রতিষ্ঠান টিএসএমসি–কে ৩ লাখ এইচ২০ চিপসেটের অর্ডার দিয়েছে এনভিডিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
১৩ ঘণ্টা আগে