চীনের চমক রোবট হাসপাতাল
চীন দেশটি থাকবে আর তাদের চমক থাকবে না, সেটা হয় না। সাড়াজাগানো অনেক প্রযুক্তিপণ্য আবিষ্কার বা তৈরির মতোই দেশটি এবার এআই-চালিত রোবট হাসপাতাল বানিয়ে চমকে দিয়েছে পুরো বিশ্বকে। চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তৈরি করেছেন ‘এজেন্ট হাসপাতাল’ নামের এই হাসপাতালটি। এটি বিশ্বের প্রথম এআই হাসপাতাল হিস