কলকাতার আর জি কর-কাণ্ডে সরব ঢাকার শিল্পীরা
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যা করার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন চলছে। পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি, মধ্যপ্রদেশ, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে। বলিউডের শিল্পীরাও এই আন্দোলনে সংহতি জানিয়ে প্রতিবাদ করছেন।