Ajker Patrika

নরসিংদীতে সাংবাদিক গুলিবিদ্ধ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৬: ২১
Thumbnail image

নরসিংদীর রায়পুরায় এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর শ্রীরামপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত সাংবাদিকের নাম মনিরুজ্জামান মনির। তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন। মনিরুজ্জামান মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। 

স্থানীয়রা জানান, মনিরুজ্জামান বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। এ সময় পৌর শ্রীরামপুর বাজার এলাকায় পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মনিরকে প্রথমে হাতুড়ি দিয়ে পিটানোসহ কুপিয়ে ও পরে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে। সেনাবাহিনীর সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, মনিরুজ্জামানের হাতে ও পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। অবস্থা আমাদের অনুকূলে না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি। 

এ ঘটনার সময় রায়পুরা থানা-পুলিশের কোনো তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজ নেন ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। 

এ ঘটনায় নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত