Ajker Patrika

কলকাতার মৌমিতার জন্য রাজু ভাস্কর্যে ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কলকাতার আর জি কর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচি পালন করছেন একদল নারী। 

আজ শুক্রবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন বয়সের নারীরা মিছিল নিয়ে জড়ো হন। তাঁরা গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তনু ও মুনিয়াসহ প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। 

সমাবেশ থেকে নানা প্ল্যাকার্ড হাতে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। 

সমাবেশে উপস্থিত থেকে কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন মুরশিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তানিয়া মাহমুদা তিন্নিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মানবাধিকারকর্মীরা। 

উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, ‘আমি আজ এখানে আপনাদের কথা শুনতে এসেছি। সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব।’ 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তানিয়া মাহমুদা তিন্নি বলেন, ‘ভারত এবং বাংলাদেশ স্বাধীনতার এত বছর পরেও নারীবান্ধব হয়ে ওঠেনি। প্রীতিলতার মতো নারী যোদ্ধারা যারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, তারা কি এই স্বাধীনতা চেয়েছিলেন? স্বাধীনতার পর দীর্ঘ সময় বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী থাকলেও তাঁরা তৃণমূলের নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশ চাই যেখানে নারীদের সমান অধিকারের আইন বিদ্যমান থাকবে।’ 

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের সরকার প্রধানেরা কখনো নারীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি। দেশের আইনে এখনো বৈষম্য রয়েছে। ফলে নারীরা সমান সুযোগ পায় না। নতুন দেশে এমন আইন প্রয়োজন, যেখানে নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।’ 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে দেরি করে ঢুকলে হল প্রশাসন চরিত্র হননের চেষ্টা করে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই শিক্ষা অর্জন করতে আসে। চারিত্রিক সনদ নিতে নয়।’ 

সমাবেশে বক্তারা নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য নিরাপদ দেশ গড়ার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত