Ajker Patrika

বিজিবি হাসপাতালে ভালো চিকিৎসকেরা সেবা দিচ্ছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১২: ২১
বিজিবি হাসপাতালে ভালো চিকিৎসকেরা সেবা দিচ্ছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবি হাসপাতালের চিকিৎসার পরিবেশ অত্যন্ত সুন্দর।  এখানে ভালো চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন। এখানে বিজিবি সদস্য ছাড়াও চিকিৎসারত শিক্ষার্থী ও অন্যান্য লোকজনের একজন করে অ্যাটেনডেন্টের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

গতকাল বুধবার সকালে পিলখানায় বর্ডার গার্ড (বিজিবি) হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই মন্তব্য করেন। 

এখানে বিশ্বমানের চিকিৎসা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

তিনি সংক্রমন এড়ানোর জন্য সাংবাদিকদের হাসপাতালে কম আসার পরামর্শ দিয়ে বলেন, ইনফেকশন ভিজিটরের মাধ্যমে ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। প্রয়োজনে কোনো পরিচিত চিকিৎসক থাকলে ফোন দিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। 

বিজিবি সদর দপ্তর জানায়, সাম্প্রতিককালে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতাকে দেখতে বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজ খবর নেন। আহতদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংস ঘটনায় সারা দেশে তিনজন বিজিবি সদস্য নিহত (তাঁদের মধ্যে দুজন র‍্যাবে কর্মরত ছিল) এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে চারজন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে তিনজন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত