নীলফামারী প্রতিনিধি
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের দিন ৫ আগস্ট নীলফামারীর বিভিন্ন এলাকায় গুলিতে আহত হয়ে সদর হাসপাতালে যান ৭৪ জন আন্দোলনকারী। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৪৩ জন। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন। বর্তমানে গুরুতর আহত আট শিক্ষার্থী সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। ছররা গুলির যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছেন তাঁরা। গতকাল বুধবার সকালে নীলফামারী সদর হাসপাতালে এমন চিত্র দেখা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন খোকন ইসলাম (২৮) জানান, তাঁর বাবা বেঁচে নেই। ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ চালানোর দায়িত্ব তাঁর ওপর। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে ১৬ দিন ধরে হাসপাতালের বিছানায় পড়ে আছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত কেউ তাঁর খোঁজ নিতে আসেনি।
পাশের শয্যায় চিকিৎসাধীন একাদশ শ্রেণির ছাত্র সৌমিক হাসান সোহাগ (১৮) বলেন, ‘কোনো ছাত্রসংগঠন বা সরকারের পক্ষ থেকে কেউ খোঁজখবর নিতে আসেনি। এই বিপদের সময় মা-বাবা ছাড়া পাশে আর কেউ নেই।’
হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুর রহিম জানান, ৫ আগস্ট আহত অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত চিকিৎসাধীন আটজনকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
নীলফামারী সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আরিফুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যাঁরা আহত হয়ে হাসপাতালে এসেছেন, তাঁদের গুরুত্বসহকারে চিকিৎসাসহ সব ধরনের সেবা দেওয়া হয়েছে। তাঁদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। ইতিমধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে আটজন চিকিৎসাধীন। তাঁদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের দিন ৫ আগস্ট নীলফামারীর বিভিন্ন এলাকায় গুলিতে আহত হয়ে সদর হাসপাতালে যান ৭৪ জন আন্দোলনকারী। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৪৩ জন। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন। বর্তমানে গুরুতর আহত আট শিক্ষার্থী সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। ছররা গুলির যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছেন তাঁরা। গতকাল বুধবার সকালে নীলফামারী সদর হাসপাতালে এমন চিত্র দেখা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন খোকন ইসলাম (২৮) জানান, তাঁর বাবা বেঁচে নেই। ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ চালানোর দায়িত্ব তাঁর ওপর। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে ১৬ দিন ধরে হাসপাতালের বিছানায় পড়ে আছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত কেউ তাঁর খোঁজ নিতে আসেনি।
পাশের শয্যায় চিকিৎসাধীন একাদশ শ্রেণির ছাত্র সৌমিক হাসান সোহাগ (১৮) বলেন, ‘কোনো ছাত্রসংগঠন বা সরকারের পক্ষ থেকে কেউ খোঁজখবর নিতে আসেনি। এই বিপদের সময় মা-বাবা ছাড়া পাশে আর কেউ নেই।’
হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুর রহিম জানান, ৫ আগস্ট আহত অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত চিকিৎসাধীন আটজনকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
নীলফামারী সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আরিফুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যাঁরা আহত হয়ে হাসপাতালে এসেছেন, তাঁদের গুরুত্বসহকারে চিকিৎসাসহ সব ধরনের সেবা দেওয়া হয়েছে। তাঁদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। ইতিমধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে আটজন চিকিৎসাধীন। তাঁদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজধানীর শাহজাদপুরের বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত মজুমদার ভিলায় থাকা একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরও একজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম ইসরাফুল আলম (৩৫)। তাঁর বাড়ি ঝিনাইদহ সদরের আরাপপুর।
৪ মিনিট আগেদায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যের নাকে ঘুষি মারা যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে বহিষ্কার করে ছাত্রদল।
৮ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানে সিলেট বিভাগের শহীদদের নাম স্থান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকাশিত ২০২৫ সালের ডায়েরিতে। এতে সিলেট বিভাগের তিন জেলার মোট ৩৩ শহীদের নাম প্রকাশ করা হয়। ডায়েরির ১১৮ থেকে ১২০ তম পাতায় শহীদদের নাম অন্তর্ভুক্ত করা হয়।
১২ মিনিট আগেসম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ৩০ এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
৩০ মিনিট আগে