জামাতে নামাজ আদায়ের গুরুত্ব
নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা যায়। কিন্তু এ নামাজ একাকী পড়লে, তা পরিপূর্ণ হয় না। নামাজ আদায় করতে হয় জামাতের সঙ্গে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা: ৪৩)
এই আয়াত থেকে বোঝা যায়,