মুফতি আবু দারদা
কবরে যা ইচ্ছা করার অনুমতি দেয় না ইসলাম। কবরকে ঘিরে আমাদের সমাজে প্রচলিত অনেক কাজ করতে নিষেধ করেছেন মহানবী (সা.)। এখানে এমন কয়েকটি কাজের কথা তুলে ধরা হলো—
১. কবরে পশু জবাই করা নিষেধ। রাসুল (সা.) বলেছেন, ‘ইসলামে (কবরের পাশে) কোনো জবাই নেই।...জাহিলি যুগের লোকজন কবরে গাভি বা ছাগল জবাই করত।’ (আবু দাউদ: ৩২২২)
২. কবরের ওপর বসা নিষেধ। মহানবী (সা.) বলেন, ‘তোমাদের কেউ কবরের ওপর বসবে, এর চেয়ে উত্তম হলো আগুনের টুকরার ওপর বসা। আর সেই আগুন যেন তার কাপড় পুড়িয়ে দিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দেয়।’ (মুসলিম: ৯৭১)
৩. কবরের দিকে মুখ করে নামাজ আদায় করা নিষেধ। এটি হারাম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা কবরের দিকে (মুখ করে) নামাজ আদায় করবে না এবং তার ওপর বসবেও না।’ (মুসলিম: ৯৭২)
৪. কাবামুখী হয়ে পড়লেও কবরের পাশে নামাজ পড়া অনুচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পুরো পৃথিবীই মসজিদ, শুধু কবরস্থান ও গোসলখানা ছাড়া।’ (তিরমিজি: ৩১৭)
৫. কবরস্থানকে উৎসবের জায়গা বানানো অনুচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ো না এবং কবরগুলোকে উৎসবের জায়গা বানিয়ো না।’ (আবু দাউদ: ২০৪২)
৬. কবরের ওপর মসজিদ নির্মাণ করা ও মোমবাতি জ্বালানো নিষেধ। নারীদেরও কবর জিয়ারতে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুল (সা.) নারী কবর জিয়ারতকারী, তার ওপর মসজিদ নির্মাণকারী ও তাতে বাতি প্রজ্বালনকারীদের অভিশাপ দিয়েছেন।’ (আবু দাউদ: ৩২৩৬)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
কবরে যা ইচ্ছা করার অনুমতি দেয় না ইসলাম। কবরকে ঘিরে আমাদের সমাজে প্রচলিত অনেক কাজ করতে নিষেধ করেছেন মহানবী (সা.)। এখানে এমন কয়েকটি কাজের কথা তুলে ধরা হলো—
১. কবরে পশু জবাই করা নিষেধ। রাসুল (সা.) বলেছেন, ‘ইসলামে (কবরের পাশে) কোনো জবাই নেই।...জাহিলি যুগের লোকজন কবরে গাভি বা ছাগল জবাই করত।’ (আবু দাউদ: ৩২২২)
২. কবরের ওপর বসা নিষেধ। মহানবী (সা.) বলেন, ‘তোমাদের কেউ কবরের ওপর বসবে, এর চেয়ে উত্তম হলো আগুনের টুকরার ওপর বসা। আর সেই আগুন যেন তার কাপড় পুড়িয়ে দিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দেয়।’ (মুসলিম: ৯৭১)
৩. কবরের দিকে মুখ করে নামাজ আদায় করা নিষেধ। এটি হারাম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা কবরের দিকে (মুখ করে) নামাজ আদায় করবে না এবং তার ওপর বসবেও না।’ (মুসলিম: ৯৭২)
৪. কাবামুখী হয়ে পড়লেও কবরের পাশে নামাজ পড়া অনুচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পুরো পৃথিবীই মসজিদ, শুধু কবরস্থান ও গোসলখানা ছাড়া।’ (তিরমিজি: ৩১৭)
৫. কবরস্থানকে উৎসবের জায়গা বানানো অনুচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ো না এবং কবরগুলোকে উৎসবের জায়গা বানিয়ো না।’ (আবু দাউদ: ২০৪২)
৬. কবরের ওপর মসজিদ নির্মাণ করা ও মোমবাতি জ্বালানো নিষেধ। নারীদেরও কবর জিয়ারতে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুল (সা.) নারী কবর জিয়ারতকারী, তার ওপর মসজিদ নির্মাণকারী ও তাতে বাতি প্রজ্বালনকারীদের অভিশাপ দিয়েছেন।’ (আবু দাউদ: ৩২৩৬)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
বিয়ের অন্যতম উদ্দেশ্য একটি আদর্শ পরিবার গঠন। যে পরিবারের সদস্যরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, তাঁর আদেশগুলো পালন করবে, নিষেধসমূহ থেকে বেঁচে থাকবে।
১৩ ঘণ্টা আগেহজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান । হজ - ওমরাহকে কেন্দ্র করে পুরো বিশ্বের সামর্থ্যবান মুসলমানেরা ছুটে যান মক্কায় । কেননা এই দুই ইবাদতের জন্য সফর করে মক্কায় যাওয়া আবশ্যক । তবে পবিত্র এই সফরে বাধাগ্রস্ত হলে এবং হজে যেতে না পারলে ইসলামের সুনির্দিষ্ট বিধান রয়েছে । ইহরাম বাঁধার পর হজ বা ওমরাহ সফরে যেতে
২ দিন আগেকোনো ধনি ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পর শারীরিকভাবে সমর্থ থাকতে হজ করেননি, এখন স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং কোনোভাবেই নিজে গিয়ে হজ আদায় করতে না পারছেন না—তাহলে শরিয়ত তাঁকে বিকল্প ব্যবস্থা দিয়েছে। এ বিকল্প ব্যবস্থার নাম ‘বদলি হজ।’
২ দিন আগেবছরজুড়ে ঋতুর পালাবদল ও সময়ের বৈচিত্র্য নিঃসন্দেহে মহান আল্লাহর অনন্য দান। একেক মৌসুমে একেক রকম আলো-বাতাস আমরা পাই। শীত ও গ্রীষ্ম বছরের প্রধানতম দুটি ঋতু।
৩ দিন আগে