Ajker Patrika

এটি কি মহানবী (সা.)-এর যুদ্ধের পোশাক?

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৮: ২৬
এটি কি মহানবী (সা.)-এর যুদ্ধের পোশাক?

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর যুদ্ধের পোশাক দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত সবচেয়ে ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, তা ২৭ লাখ বার দেখা হয়েছে, রিয়েক্ট পড়েছে ৪ লাখ ৩৯ হাজার বার। 

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।  

অপর দিকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একই দাবির সবচেয়ে ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, তা ১৪ লাখ বার দেখা হয়েছে,  রিয়েক্ট পড়েছে তিন লাখের বেশি অর্থাৎ এত সংখ্যক মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে।

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

তবে ভিডিওতে দৃশ্যমান যুদ্ধের পোশাকটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নয়। এটি উসমানি সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধের পোশাকের রেপ্লিকা, যেটি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত তোপকাপি প্যালেস মিউজিয়ামে প্রদর্শন করা হয়।

টিকটকে একই দাবির সবচেয়ে ভাইরাল ভিডিওসোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওটি থেকে কিছু অংশ রিভার্স ইমেজ সার্চ দেওয়া হয়েছিল। তাতে দেখা যায়, আলোচিত যুদ্ধের পোশাকটি ২০১৬ সালের ২২ মার্চ শাটার স্টকের ওয়েবসাইটে প্রচারিত একটি ভিডিওতে ছিল।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, প্রদর্শিত পোশাকটি মধ্যযুগীয় যোদ্ধাদের। এটি ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদ মিউজিয়ামে অবস্থিত। তোপকাপি প্রাসাদ প্রায় ৪০০ বছর ধরে উসমানি সুলতানদের অন্যতম প্রধান বাসস্থান ছিল।

এই সূত্রে পরবর্তী অনুসন্ধানে তুরস্কের গণমাধ্যম স্টার গ্যাজেটেসিতে ২০১৬ সালের ২১ অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, তুরস্কের টোকাত শহরের সামি এরসিন (৬৬) নামের এক বাসিন্দা শখের বসে উসমানি সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধের পোশাকের এই রেপ্লিকা তৈরি করেন। প্রায় ৪০ হাজার লোহার রিং দিয়ে পোশাকটি তৈরি করতে তার সময় লাগে দুই মাস। তার কম্পিউটার প্রোগ্রামার ছেলেরা এ কাজে তাকে সহায়তা করেন। 

নিজেদের তৈরি উসমানি সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধের পোশাকের সঙ্গে নির্মাতারা। ছবি: স্টার গ্যাজেটেসিপ্রসঙ্গত, উসমানি সুলতান তৃতীয় মুস্তাফা ১৭১৭ সালে তৎকালীন কনস্টান্টিনোপল বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। তিনি উসমানি সাম্রাজ্যের পতন ঠেকাতে সরকার ও সামরিক খাতে সংস্কারের চেষ্টা করেন। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করেন তিনি। তবে তার মৃত্যুর পরে এ যুদ্ধ বিপর্যয়কর পরাজয় ডেকে আনে।

সিদ্ধান্ত 
সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটি যুদ্ধের পোশাক প্রচার করে দাবি করা হচ্ছে, এটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর যুদ্ধের পোশাক। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি মূলত উসমানি সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধের পোশাকের রেপ্লিকা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত