জুতা পায়ে বেদিতে সরকারি কর্মকর্তা: ফুল দিয়েই তো নেমে যাব, সমস্যা কী?
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে জুতা পায়ে ফুল দিতে ওঠেন পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মাসুদ সিকদার। এ সময় পুলিশ ও জনতার রোষানলে পড়লে তিনি বলেন, ‘ফুল দিয়েই তো নেমে যাব, এতে সমস্যা কী?