বিএনপির ডাকে পশুপাখিও পাত্তা দেয় না: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ‘তোমাদের ডাকে কুত্তাও রাস্তা থেকে লড়ে না। তোমরা বললে পশুপাখি কেউও পাত্তা দেয় না। বিএনপির যদি ক্ষমতা থাকতো, মানুষের প্রতি ভালোবাসা থাকতো। জনগণ যদি বিএনপিকে ভালোবাসতো তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সম্ভব হতো না। রোববার বিকেলে সুনামগঞ্জের জগন্ন